Health

Cath Lab: অপেক্ষার অবসান! মেদিনীপুর মেডিক্যালেই হবে হার্টের সবধরনের চিকিৎসা, ক্যাথল্যাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ এপ্রিল: দীর্ঘদিনের অপেক্ষার অবসান! বহু প্রতীক্ষিত ক্যাথ ল্যাবের (Cath Lab/ Catheterization Laboratory) উদ্বোধন হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বুধবার ‘নবান্ন’ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে গত প্রায় দু’বছর ধরে এই ক্যাথ ল্যাব নির্মিত হয়েছে। বছরখানেক আগেই এর উদ্বোধন হওয়ার কথা থাকলেও, বিভিন্ন কারণে তা পিছিয়েছে। অবশেষে, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার সদর হাসপাতালে হৃদরোগের চিকিৎসা শুরু হতে চলেছে। শুধু পশ্চিম মেদিনীপুর নয়, এর ফলে উপকৃত হবেন ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলির বাসিন্দারাও।

ক্যাথ ল্যাবের উদ্বোধন:

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অত্যাধুনিক এই ক্যাথল্যাবে অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্ট, পেসমেকার বসানো থেকে শুরু করে জটিল কার্ডিওথোরাসিক সার্জারি (Cardiothoracic Surgery)-ও সম্পন্ন হবে। এছাড়াও, হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যাঞ্জাইনা পেক্টোরিস (Angina Pectoris), হার্ট ব্লকেজের মতো দুরারোগ্য রোগের চিকিৎসাও এবার হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ (Principal) ডঃ মৌসুমী নন্দী প্রমুখ। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, বছর দুয়েক আগে তৎকালীন অধ্যক্ষ ডঃ পঞ্চানন কুন্ডু’র আমলে এই ক্যাথল্যাবের কাজের সূচনা হয়েছিল। মাস ছয়েক আগে তাঁর বদলি হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজে। অবশিষ্ট কাজ শেষ হয় বর্তমান অধ্যক্ষ (বা, অধ্যক্ষা)’র সময়ে। এদিন, বর্তমান অধ্যক্ষ (প্রিন্সিপাল) ডঃ মৌসুমী নন্দী বলেন, “উন্নতমানের কার্ডিয়াক পরিষেবা পাবেন রোগীরা। পশ্চিম মেদিনীপুর ছাড়াও পাশের জেলা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এমনকি হাওড়া জেলার বাসিন্দারাও এই পরিষেবা পাবেন। রোগীদের কলকাতায় রেফারের সংখ্যা কমবে।” অপরদিকে, জেলাশাসক খুরশিদ আলী কাদরী জানান, “এতদিন জেলায় এই পরিষেবা ছিলো না। হৃদরোগের চিকিৎসার জন্য উন্নতমানের একটি ওয়ার্ড করা হয়েছে। যথাক্রমে ১০টি করে মহিলা ও পুরুষ বেড ছাড়াও ৬টি আইসিসিইউ (ICCU) বেড থাকছে।”

Cardiology Department, Midnapore Medical College and Hospital :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago