দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ এপ্রিল: দীর্ঘদিনের অপেক্ষার অবসান! বহু প্রতীক্ষিত ক্যাথ ল্যাবের (Cath Lab/ Catheterization Laboratory) উদ্বোধন হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বুধবার ‘নবান্ন’ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে গত প্রায় দু’বছর ধরে এই ক্যাথ ল্যাব নির্মিত হয়েছে। বছরখানেক আগেই এর উদ্বোধন হওয়ার কথা থাকলেও, বিভিন্ন কারণে তা পিছিয়েছে। অবশেষে, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার সদর হাসপাতালে হৃদরোগের চিকিৎসা শুরু হতে চলেছে। শুধু পশ্চিম মেদিনীপুর নয়, এর ফলে উপকৃত হবেন ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলির বাসিন্দারাও।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অত্যাধুনিক এই ক্যাথল্যাবে অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্ট, পেসমেকার বসানো থেকে শুরু করে জটিল কার্ডিওথোরাসিক সার্জারি (Cardiothoracic Surgery)-ও সম্পন্ন হবে। এছাড়াও, হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যাঞ্জাইনা পেক্টোরিস (Angina Pectoris), হার্ট ব্লকেজের মতো দুরারোগ্য রোগের চিকিৎসাও এবার হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ (Principal) ডঃ মৌসুমী নন্দী প্রমুখ। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, বছর দুয়েক আগে তৎকালীন অধ্যক্ষ ডঃ পঞ্চানন কুন্ডু’র আমলে এই ক্যাথল্যাবের কাজের সূচনা হয়েছিল। মাস ছয়েক আগে তাঁর বদলি হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজে। অবশিষ্ট কাজ শেষ হয় বর্তমান অধ্যক্ষ (বা, অধ্যক্ষা)’র সময়ে। এদিন, বর্তমান অধ্যক্ষ (প্রিন্সিপাল) ডঃ মৌসুমী নন্দী বলেন, “উন্নতমানের কার্ডিয়াক পরিষেবা পাবেন রোগীরা। পশ্চিম মেদিনীপুর ছাড়াও পাশের জেলা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এমনকি হাওড়া জেলার বাসিন্দারাও এই পরিষেবা পাবেন। রোগীদের কলকাতায় রেফারের সংখ্যা কমবে।” অপরদিকে, জেলাশাসক খুরশিদ আলী কাদরী জানান, “এতদিন জেলায় এই পরিষেবা ছিলো না। হৃদরোগের চিকিৎসার জন্য উন্নতমানের একটি ওয়ার্ড করা হয়েছে। যথাক্রমে ১০টি করে মহিলা ও পুরুষ বেড ছাড়াও ৬টি আইসিসিইউ (ICCU) বেড থাকছে।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…