Protest

Paschim Medinipur: পিড়াকাটা, শালবনী সহ জঙ্গলমহলে বনধের মিশ্র প্রভাব! সচল জাতীয় সড়ক, মেদিনীপুর-খড়্গপুর-ঘাটাল স্বাভাবিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ এপ্রিল: এস.টি (ST) তালিকাভুক্ত করা তথা সিআরআই (Cultural Research Institute) জাস্টিফিকেশন রিপোর্ট পাঠানোর দাবিতে কুড়মি সম্প্রদায়ের ডাকা বুধবারের (২৬ এপ্রিল) বনধে আংশিক প্রভাব পড়ল পশ্চিম মেদিনীপুরে। পিড়াকাটা, শালবনী, গোয়ালতোড়, কেশিয়াড়ি থেকে শুরু করে কুড়মি অধ্যুষিত জঙ্গলমহল এলাকাগুলোতে বনধ বা সাধারণ ধর্মঘটের প্রভাব পড়েছে। এই সমস্ত এলাকায় বাস চলাচলও বন্ধ আছে। এমনকি, পিড়াকাটা সহ বেশ কয়েকটি এলাকায় দোকান-বাজারও বন্ধ।‌ শালবনী শিল্পতালুকের JSW সিমেন্ট কারখানার কাজকর্ম প্রায় বন্ধ। গেটের সামনে সকাল থেকেই অবস্থান করছিলেন বনধ সমর্থনকারীরা। ফলে কর্মীরাও প্রবেশ করতে পারেননি। যদিও, ওসিএল-ডালমিয়া কারখানার কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা। এমনকি, শালবনী বাজারেও দোকানপাট সব খোলা আছে। মূলত, জাতীয় সড়ক এবং রেলপথ-কে ধর্মঘটের আওতার বাইরে রাখার কারণে যানবাহন চলাচলও মোটামুটিভাবে স্বাভাবিক আছে। জঙ্গল অধ্যুষিত লালগড়, ঝাড়গ্রাম, শালবনী, পিড়াকাটা, বাঁকুড়া ছাড়া মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে অন্যান্য লাইনের বাস চলাচলও স্বাভাবিক। খড়্গপুর, ডেবরা, বেলদা, ঘাটাল সহ বিভিন্ন এলাকায় বনধের তেমন কোনো প্রভাব পড়েনি।

বন্ধ JSW সিমেন্ট কারখানা :

এদিকে, ১২ ঘন্টার ডাকা বনধ সফল করতে সকাল থেকেই জঙ্গলমহলের বিভিন্ন রাস্তায় নামেন কুড়মি সংগঠনের সদস্যরা। তবে, জঙ্গলমহলে বনধের মিশ্র প্রভাব পড়লেও জেলার অনান্য প্রান্তে কোন প্রভাব পড়েনি। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের মুখ্য সচিবের তরফে আলোচনার আশ্বাস দেওয়ার পর গত ৯ এপ্রিল উঠে যায় পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি ও পুরুলিয়ার কুস্তাউরের আন্দোলন। তবে, মুখ্যসচিব তথা রাজ্য সরকারের ভূমিকা বা আলোচনায় একেবারেই সন্তুষ্ট নন কুড়মিরা। তাই, আজ অর্থাৎ বুধবার ফের ‘ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি’র ডাকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল জুড়ে ১২ ঘন্টার (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) ‘হুড়কা জ্যাম’ বা সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি মানা না হলে, ভবিষ্যতে তাঁরা আরও বড় আন্দোলনের পথে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

শুনশান পিড়াকাটা বাজার:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago