Health

Corona Update: ভালো আছে ডেবরার স্কুল পড়ুয়া, সতর্ক করা হল সমস্ত প্রধান শিক্ষকদের! পশ্চিম মেদিনীপুরে সংক্রমিত ২৬০

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ডেবরার আলোককেন্দ্র উচ্চ বিদ্যালয়ের যে ছাত্রটিকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে করোনা টিকার দু’টি ডোজ দিয়ে দেওয়া হয়েছিল, উমেশ পাঁড় নামে নবম শ্রেণীর ওই ছাত্রটি আপাতত সম্পূর্ণভাবে সুস্থ আছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আরিফ মহম্মদ। তিনি জানিয়েছেন, “মঙ্গলবার আমাদের স্বাস্থ্য দপ্তরের দল ছাত্রটির বাড়িতে (আবদালীপুর গ্রামে) গিয়েছিল এবং ছাত্রটিকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে সমস্ত রকম শারীরিক পরীক্ষা করানো হয়েছে। কোনোরকম সমস্যা নেই। তবে, নজরদারির মধ্যেই রাখা হবে আরও ৪৮ ঘন্টা।” তিনি এও জানিয়েছেন, “ডেবরা ব্লকে এখনও অবধি সাড়ে তিন লক্ষ ভ্যাক্সিনেশন হয়েছে। এই প্রথম এরকম ঘটলো। প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বারবার সতর্ক করে দেওয়া হয়েছে।” এই বিষয়ে কিছুটা ক্ষুব্ধ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদাও। তিনি জানিয়েছেন, “এরকম ঘটনা না হওয়াই বাঞ্ছনীয়।” এদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার আরও কমেছে। গত চব্বিশ ঘণ্টায় ১০ হাজার ৪৩০ জন সংক্রমিত হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৫৪ হাজার।‌ সংক্রমণের হার ১৯.৩৮ শতাংশ। মৃত্যু হয়েছে ৩৪ জনের। দেশেও সামান্য কমেছে সংক্রমণের হার। গত চব্বিশ ঘণ্টায় ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩১০ জনের।

উমেশ পাঁড় :

অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে ফের বাড়লো সংক্রমণের হার! শুধু বাড়া নয়, গতকালের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেল। সোমবারের রিপোর্ট অনুযায়ী, জেলায় করোনা সংক্রমণের হার ছিল ৭.৩০ (৮৬৩ টি নমুনাতে আক্রান্ত হয়েছিলেন ৬৩); আর মঙ্গলবার সকালের রিপোর্ট অনুযায়ী সংক্রমণের হার বেড়ে হল ১২.৫০ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় ২০৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল, রিপোর্ট পজিটিভ এসেছে ২৬০ জনের।‌ এর মধ্যে, জেলার আক্রান্ত ২৫৪ (বাকি ৬ জন ভিন জেলার)। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়নি। এদিকে, আক্রান্তদের মধ্যে শুধু আইআইটি খড়্গপুরেই ৬৩ জন। রেল সূত্রে আরও ১৮ জন এবং খড়্গপুর শহর ও গ্রামীণ মিলিয়ে ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। খড়্গপুরে মোট ৯৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে, মেদিনীপুরের শহর ও শহরতলী মিলিয়ে ৮৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও, ডেবরাতে ১৪ জন, দাঁতনে ২০ জন, কেশিয়াড়িতে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ঘাটাল মহাকুমায় প্রায় ২০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। শালবনী ও বেলদা-তে ৩ জন করে করোনা আক্রান্ত হয়েছেন।

ডেবরার গ্রামে স্বাস্থ্য দপ্তরের দল :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

14 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago