Health

Midnapore: প্লাস্টিক সার্জারির মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের ১১ জন কুষ্ঠ রোগীকে ফেরানো হবে স্বাভাবিক জীবনে! আজই পৌঁছচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়াই লক্ষ্য। প্লাস্টিক সার্জারি (Plastic Surgery)’র মাধ্যমেই তা সম্ভব! পশ্চিম মেদিনীপুর জেলার ১১ জন কুষ্ঠ (Leprosy) রোগীকে বেছে নেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। আগামীকাল অর্থাৎ বুধবার (১৮ জানুয়ারি) এবং বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাঁদের অস্ত্রপচার (Surgery/ Operation) করা হবে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে (Salboni SSH)। অস্ত্রপচার করতে আসছেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (R.G. Kar Medical College and Hospital)- এর প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডাঃ আর. ভট্টাচার্য (Dr. R. Bhattacharya)’র নেতৃত্বাধীন ৯ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদল।

১১ জন রোগীর অস্ত্রপচার সম্পন্ন হবে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে:

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “চিকিৎসা পরিভাষায় এই ধরনের অস্ত্রপচারকে বলে Leprosy Reconstructive Surgery। বিশেষজ্ঞ চিকিৎসকরাই এই অস্ত্রপচার করবেন। অস্ত্রপচার হবে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। আজ (মঙ্গলবার) জেলায় পৌঁছে যাবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দুপুর নাগাদ তাঁরা মেদিনীপুর শহরে পৌঁছে যাবেন।” তিনি এও জানিয়েছেন, “৯ জন চিকিৎসকের মধ্যে ৫ জনই প্লাস্টিক সার্জারি বা আরসিএস (RCS/ Reconstructive Surgery) বিশেষজ্ঞ। নেতৃত্বে থাকবেন আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান।” আজ শহরের সার্কিট হাউসে তাঁরা থাকবেন বলে জানা গেছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত তাঁরা থাকবেন জেলায়। ১৮ ও ১৯ জানুয়ারি অস্ত্রপচার করবেন এবং ২০ জানুয়ারি রোগীদের অস্ত্রপচার পরবর্তী অবস্থা খতিয়ে দেখে, ২১ জানুয়ারি তাঁরা জেলা ছাড়বেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যে ১১ জন রোগীকে ভর্তি করা হয়েছে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। সোমবার তাঁদের ভর্তি করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাঁদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য যে, জেলায় মোট কুষ্ঠ রোগীর সংখ্যা ৪৭৯ জন। সম্প্রতি জেলায় একাধিক শিবিরের মাধ্যমে তাঁদের মধ্যে ১৫ জন কুষ্ঠ রোগীকে প্লাস্টিক সার্জারির জন্য চিহ্নিত করা হয়েছিল। পরীক্ষানিরীক্ষা’র পর আপাতত ১১ জনকে অস্ত্রপচারের জন্য উপযুক্ত বিবেচনা করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। আগামী ৩০ জানুয়ারি ‘বিশ্ব কুষ্ঠ দিবস’ (World Leprosy Day) এর আগেই এই ১১ জনকে একপ্রকার নতুন জীবন দান করতে চলেছে স্বাস্থ্য দপ্তর।

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago