thebengalpost.net
খড়ার পৌরসভা (ফাইল ছবি):

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: ডেঙ্গু আতঙ্কের মধ্যেই এবার আন্ত্রিকের প্রাদুর্ভাব দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত খড়ার পৌরসভাতে। পৌরসভার ৩ থেকে ৭ নং ওয়ার্ডে আন্ত্রিক (Enteric/Outbreak)- এর সংক্রমণ ছড়িয়েছে বলে পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। বুধবার ২৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বমি, পাতলা পায়খানা (এবং কিছু ক্ষেত্রে জ্বরের)-র মতো ডায়রিয়ার উপসর্গ নিয়ে ৭ জনকে বীরসিংহ গ্রামীণ হাসপাতালে ভর্তিও হতে হয় বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। যদিও, তাঁদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে উঠেছেন বলেও বুধবার রাতে স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানানো হয়েছে। বাকিদের শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন।

thebengalpost.net
খড়ার পৌরসভা (ফাইল ছবি):

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী বুধবার রাতে জানিয়েছেন, পানীয় জলের মাধ্যমেই আন্ত্রিকের জীবাণু ছড়িয়েছে বলে মনে হচ্ছে। সংক্রমণ ছড়িয়েছে কয়েকটি ওয়ার্ডে। পানীয় জলের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বুধবার এলাকায় স্বাস্থ্য দপ্তরের দল গিয়ে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রয়োজনীয় ওষুধপত্র এবং জিঙ্ক, ওআরএস প্রভৃতি পথ্য সরবরাহ করা হয়েছে। জানা যায়, বুধবার খড়ার পৌরসভার যথাক্রমে ৩, ৫ ও ৬ নং ওয়ার্ডের ২ জন করে এবং ৭ নং ওয়ার্ডের ১ জনকে জ্বর, বমি ও পাতলা পায়খানা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। এছাড়াও, ৪ নং ওয়ার্ডেও বেশ কিছু জন ডায়রিয়া বা আন্ত্রিকে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২৯ বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে বুধবার রাতে জানা গেছে। এর মধ্যে, মোহনপুর ব্লকে ৩ জন, খড়্গপুর পৌরসভা এলাকায় ২ জন এবং মেদিনীপুর পৌরসভা, ডেবরা, সবং ও বেলদাতে ১ জন করে আক্রান্ত হয়েছেন। জেলার হাসপাতালগুলিতে এই মুহূর্তে ১০ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন আছেন।