Health

Midnapore: দু’সপ্তাহের মাথায় ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু মেদিনীপুর শহরে! সেই একই হাসপাতালে বছর ২৭’র যুবকের মৃত্যুর পরই জেলা স্বাস্থ্য দপ্তরের পদক্ষেপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: চলতি মরশুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় দ্বিতীয় মৃত্যু। তাৎপর্যপূর্ণভাবে দু’জনই মেদিনীপুর শহরের বাসিন্দা! মাত্র ১৩ দিনের ব্যবধানে মৃত্যু হল তাঁদের। কাকতালীয় হলেও সত্য যে, দু’জনকেই শেষ মুহূর্তে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়! গত ২ সেপ্টেম্বর মৃত্যু হয় ১৪ নং ওয়ার্ডের চিড়িমারসাই এলাকার বৃদ্ধা ঊষা রানি দাসের। তাঁর মৃত্যুর ক্ষেত্রে বয়স (৭৩) একটা অন্যতম কারণ (ফ্যাক্টর) হলেও, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৃত শহরের ৬ নং ওয়ার্ডের স্টেশন সংলগ্ন ভুঁইয়াপাড়া এলাকার বাসিন্দা তীর্থঙ্কর বেরা-র বয়স ছিল মাত্র ২৭। তাঁর পরিবারের সদস্যরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছেন। এদিকে, মাত্র ১৩ দিনের ব্যবধান পর পর দু’জনের মৃত্যুর পর পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে শহরের ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গুর চিকিৎসা সংক্রান্ত একাধিক নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

বিজ্ঞাপন:

প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র ৩-৪ দিন জ্বরে আক্রান্ত হওয়ার পরই বছর ২৭’র তীর্থঙ্কর বেরা-কে বৃহস্পতিবার বিকেলে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে পরিবারের সদস্যরা জানান। তবে, ওই দিন তাঁর কোন চিকিৎসাই করা হয়নি বলে অভিযোগ মৃত যুবকের দাদার। শুক্রবার তীর্থঙ্করের (তাঁর ভাইয়ের) শ্বাসকষ্ট শুরু হয় বলেও জানিয়েছেন তিনি। এরপর সন্ধ্যা নাগাদ তাঁর মৃত্যু হয়! মৃত্যুর পর রিপোর্ট এলে জানা যায় তীর্থঙ্কর ডেঙ্গু আক্রান্ত ছিলেন। তীর্থঙ্করের দাদা প্রভাস বেরা জানান, “২-৩ দিন ধরে জ্বরে ভুগছিল। বৃহস্পতিবার সকালে আমরা স্থানীয় কোয়াক ডাক্তারকে দেখিয়েছিলাম। কিন্তু, বাড়াবাড়ি মনে হতেই বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ স্পন্দন হাসপাতালে ভর্তি করি। কিন্তু, প্রথম দিন ওরা কোন চিকিৎসাই করেনি। শুক্রবার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়!” ঘটনা ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলা শহরে মেদিনীপুরে। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডক্টর সৌম্যশঙ্কর সারেঙ্গী শনিবার জানান, ” অন্যান্য জেলার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি না হলেও, হঠাৎ করেই পশ্চিম মেদিনীপুরেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই, আমরা বারবার বলছি জ্বর হলেই রক্ত পরীক্ষা করান। রোগীকে বাড়িতে ফেলে রাখবেন না বা নিজেরা ঝুঁকি নিয়ে উল্টোপাল্টা ওষুধ খাওয়াবেন না। দ্রুত সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসুন। গ্রামীণ চিকিৎসকদের কাছেও আবেদন করছি, পরিস্থিতি জটিল মনে হলেই সরকারি হাসপাতালে পাঠান।”

এদিকে, শহরের ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর বিষয়টিও স্বীকার করে নিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক। তিনি জানান, ডেঙ্গু চিকিৎসার কিছু সরকারি প্রটোকল বা নিয়ম আছে। তা সঠিকভাবে মানা হচ্ছে কিনা জানতে চেয়েই চিঠি পাঠানো হয়েছে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে। একই সঙ্গে জেলা স্বাস্থ্য দফতর এবং মেদিনীপুর পৌরসভার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।” একইসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ৭৭২। এর মধ্যে সর্বাধিক আক্রান্ত মেদিনীপুর পৌরসভাতে (৯০)। এছাড়াও, খড়্গপুর পৌরসভা (৭০), বেলদা (৮০), শালবনী (৭৭), দাঁতন (৭৫) এবং ডেবরা (৫৫)-তেও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভুঁইয়াপাড়া এলাকার এক যুবকের মৃত্যু:

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago