Institution

West Midnapore: ইডি’র নজরে ৪৫ কোটির বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল, দুঃশ্চিন্তায় অভিভাবকরা! দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবি করলেও, স্কুল চালু থাকার পক্ষে পিংলাবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আর তাঁর ‘বিশেষ বন্ধু’ অর্পিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি টাকা। নজরে অর্পিতার ৪ টি ফ্ল্যাট এবং মোনালিসা দাসের দায়িত্বে থাকা বোলপুরের ৭ টি বাড়ি বা বাংলো। এছাড়াও, বেনামে থাকা আরও টাকা, সম্পত্তি উদ্ধার করাই এখন ইডি’র লক্ষ্য। আর, সেই তালিকাতেই আছে পশ্চিম মেদিনীপুরের পিংলা’র খীরিন্দা মৌজায় অবস্থিত ‘বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল’ (BCM International School)। যা কিনা নিজের প্রয়াত স্ত্রী (বাবলি চ্যাটার্জি)’র নামাঙ্কিত মেয়ে-জামাইয়ের জন্য পার্থ’র তৈরি করে দেওয়া ৪৫ কোটি টাকার স্কুল। ২২ জুলাই যে ১৩ জনের বাড়িতে ইডি (এনফোর্সমেন্ট ডাইরেক্টর) তল্লাশি চালিয়েছিল, সেই তালিকায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই (জামাতা) কল্যাণময় ভট্টাচার্য এবং কল্যাণময়ের মামা তথা পিংলা’র বাসিন্দা কৃষ্ণচন্দ্র অধিকারী। কল্যাণময় অবশ্য বিদেশে আছেন বলে জানা গেছে। তবে, বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলের দায়িত্বে থাকা কৃষ্ণচন্দ্র’র খীরিন্দা’র বাড়িতে ১২ ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে গেছেন ইডি আধিকারিকরা। নিয়ে গেছেন প্রচুর ‘কাগজপত্র’ বা ‘নথিপত্র’। জানা যায়, ২২ জুলাই সকাল ৮ থেকে রাত টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। এমনকি, টানা জিজ্ঞাসাবাদের চোটে রাতের দিকে কৃষ্ণচন্দ্র অসুস্থ হয়ে যান বলেও খবর। শুক্রবার জিজ্ঞাসাবাদ চলেছিল। শনিবার গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি সূত্রে জানা গেছে, যেকোনো দিন ফের এই বিসিএম ইন্টারন্যাশনালে হানা দিতে পারেন তাঁরা! আর, তা নিয়েই এখন দুশ্চিন্তা ঘিরে ধরেছে বিসিএম ইন্টারন্যাশনালে পাঠরত পড়ুয়াদের অভিভাবকদের।

স্কুলের সামনে বিক্ষোভ:

এমনিতেই, মাসের চতুর্থ শনিবার (২৩ জুলাই) হিসেবে বন্ধ ছিল বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল। আজ, রবিবার-ও ছুটি স্কুল। সবমিলিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা এখন, সোমবার খুলবে তো স্কুল? নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক শনিবার ও রবিবার জানিয়েছেন, “দুর্নীতির বিষয়ে শুনছি। খবর-ও সব দেখছি। চিন্তা তো আমাদের হচ্ছেই। ছেলেমেয়েদের ভর্তি করেছি! আমরা চাই, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের সকলের শাস্তি হোক। তবে, যেভাবে হোক, কোন সংস্থাকে দিয়ে হলেও স্কুলটা যেন চালানো হয়। স্কুল বন্ধ হয়ে গেলে ক্ষতি হবে আমাদের ছেলেমেয়েদের।” এটাই চাইছেন, আপামর পিংলা বাসীও। তাঁদের মতে, “একটা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক আমরা চাই না। দুর্নীতিগ্রস্তদের বিচার হোক। তবে, এলাকার ছেলেমেয়েরা বা যারা স্কুলে কাজ করছেন, তাদের তো কোনো দোষ নেই!” প্রশাসনের একটি সূত্রে খবর, ইতিমধ্যে হয়তো স্কুল-টি কোনো সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বা হবে! এর মধ্যেই, ৪৫-কোটি টাকার এই সুবিশাল, ঝাঁ চকচকে ইংরেজি মাধ্যম স্কুলের সামনে শনিবার বিকেলে বিক্ষোভ দেখিয়েছে বাম ছাত্র যুব মহিলারা। তাদের দাবি, “চোর ধরো জেলে ভরো।” নেতৃত্বরা বললেন, “চাকরি বিক্রির লুঠের টাকায় পিংলার খীরিন্দাতে ১২ বিঘা তিন ফসলী চাষের জমিতে প্রাসাদ সম ইন্টারন্যাশনাল স্কুল সহ আরো ১৫ বিঘা জমিতে দুটি বাগান বাড়ি, এবং দুজিপুরে কোটী টাকার উপরে বিরাট ধানের গোলা বাজেয়াপ্ত করতে হবে।” এই দাবিতে ছাত্র যুব মহিলারা প্রায় ৪৫ মিনিট ধরে ওই রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের আবেদনে সাড়া দিয়ে অবরোধ তোলেন বাম কর্মীরা।

চোর ধরো, জেলে ভরো অভিযান :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago