Institution

West Midnapore: ইডি’র নজরে ৪৫ কোটির বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল, দুঃশ্চিন্তায় অভিভাবকরা! দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবি করলেও, স্কুল চালু থাকার পক্ষে পিংলাবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আর তাঁর ‘বিশেষ বন্ধু’ অর্পিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি টাকা। নজরে অর্পিতার ৪ টি ফ্ল্যাট এবং মোনালিসা দাসের দায়িত্বে থাকা বোলপুরের ৭ টি বাড়ি বা বাংলো। এছাড়াও, বেনামে থাকা আরও টাকা, সম্পত্তি উদ্ধার করাই এখন ইডি’র লক্ষ্য। আর, সেই তালিকাতেই আছে পশ্চিম মেদিনীপুরের পিংলা’র খীরিন্দা মৌজায় অবস্থিত ‘বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল’ (BCM International School)। যা কিনা নিজের প্রয়াত স্ত্রী (বাবলি চ্যাটার্জি)’র নামাঙ্কিত মেয়ে-জামাইয়ের জন্য পার্থ’র তৈরি করে দেওয়া ৪৫ কোটি টাকার স্কুল। ২২ জুলাই যে ১৩ জনের বাড়িতে ইডি (এনফোর্সমেন্ট ডাইরেক্টর) তল্লাশি চালিয়েছিল, সেই তালিকায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই (জামাতা) কল্যাণময় ভট্টাচার্য এবং কল্যাণময়ের মামা তথা পিংলা’র বাসিন্দা কৃষ্ণচন্দ্র অধিকারী। কল্যাণময় অবশ্য বিদেশে আছেন বলে জানা গেছে। তবে, বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলের দায়িত্বে থাকা কৃষ্ণচন্দ্র’র খীরিন্দা’র বাড়িতে ১২ ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে গেছেন ইডি আধিকারিকরা। নিয়ে গেছেন প্রচুর ‘কাগজপত্র’ বা ‘নথিপত্র’। জানা যায়, ২২ জুলাই সকাল ৮ থেকে রাত টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। এমনকি, টানা জিজ্ঞাসাবাদের চোটে রাতের দিকে কৃষ্ণচন্দ্র অসুস্থ হয়ে যান বলেও খবর। শুক্রবার জিজ্ঞাসাবাদ চলেছিল। শনিবার গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি সূত্রে জানা গেছে, যেকোনো দিন ফের এই বিসিএম ইন্টারন্যাশনালে হানা দিতে পারেন তাঁরা! আর, তা নিয়েই এখন দুশ্চিন্তা ঘিরে ধরেছে বিসিএম ইন্টারন্যাশনালে পাঠরত পড়ুয়াদের অভিভাবকদের।

স্কুলের সামনে বিক্ষোভ:

এমনিতেই, মাসের চতুর্থ শনিবার (২৩ জুলাই) হিসেবে বন্ধ ছিল বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল। আজ, রবিবার-ও ছুটি স্কুল। সবমিলিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা এখন, সোমবার খুলবে তো স্কুল? নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক শনিবার ও রবিবার জানিয়েছেন, “দুর্নীতির বিষয়ে শুনছি। খবর-ও সব দেখছি। চিন্তা তো আমাদের হচ্ছেই। ছেলেমেয়েদের ভর্তি করেছি! আমরা চাই, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের সকলের শাস্তি হোক। তবে, যেভাবে হোক, কোন সংস্থাকে দিয়ে হলেও স্কুলটা যেন চালানো হয়। স্কুল বন্ধ হয়ে গেলে ক্ষতি হবে আমাদের ছেলেমেয়েদের।” এটাই চাইছেন, আপামর পিংলা বাসীও। তাঁদের মতে, “একটা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক আমরা চাই না। দুর্নীতিগ্রস্তদের বিচার হোক। তবে, এলাকার ছেলেমেয়েরা বা যারা স্কুলে কাজ করছেন, তাদের তো কোনো দোষ নেই!” প্রশাসনের একটি সূত্রে খবর, ইতিমধ্যে হয়তো স্কুল-টি কোনো সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বা হবে! এর মধ্যেই, ৪৫-কোটি টাকার এই সুবিশাল, ঝাঁ চকচকে ইংরেজি মাধ্যম স্কুলের সামনে শনিবার বিকেলে বিক্ষোভ দেখিয়েছে বাম ছাত্র যুব মহিলারা। তাদের দাবি, “চোর ধরো জেলে ভরো।” নেতৃত্বরা বললেন, “চাকরি বিক্রির লুঠের টাকায় পিংলার খীরিন্দাতে ১২ বিঘা তিন ফসলী চাষের জমিতে প্রাসাদ সম ইন্টারন্যাশনাল স্কুল সহ আরো ১৫ বিঘা জমিতে দুটি বাগান বাড়ি, এবং দুজিপুরে কোটী টাকার উপরে বিরাট ধানের গোলা বাজেয়াপ্ত করতে হবে।” এই দাবিতে ছাত্র যুব মহিলারা প্রায় ৪৫ মিনিট ধরে ওই রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের আবেদনে সাড়া দিয়ে অবরোধ তোলেন বাম কর্মীরা।

চোর ধরো, জেলে ভরো অভিযান :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

5 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago