দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৬ এপ্রিল: বাইরে বেরোলেই যেন ঝলসে যাচ্ছে শরীর! আজও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪১-৪২ ডিগ্রির উত্তপ্ত অগ্নিবাণে কাবু এলাকাবাসী। সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তিকর উপস্থিতি! এদিকে, সোমবার থেকে আগামী ৫ দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ফের লু বা তাপপ্রবাহের (heat wave) সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, পারদ ছুঁতে পারে ৪৪ ডিগ্রি! এই পরিস্থিতিতে, সোমবার (১৭ এপ্রিল) থেকে শনিবার তথা একসপ্তাহের জন্য (২৩ এপ্রিল পর্যন্ত) পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “শনিবার পর্যন্ত চলবে এই ছুটি। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার।” রাজ্যে চলা তাপপ্রবাহের হাত থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। তবে, এই ঘোষণা বা নির্দেশ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার ক্ষেত্রে প্রযোজ্য হবেনা বলে জানানো হয়েছে।
রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সোমবার থেকে সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলছি। মানুষের স্বার্থে একটা ব্যবস্থা করতে হবে না? সোম থেকে শনি—সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে। সরকার বিজ্ঞপ্তি জারি করবে।’’ তিনি এও জানান, সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা হচ্ছেই। বেসরকারি স্কুলগুলিও যাতে ছুটি ঘোষণা করে, সেজন্য অনুরোধ করছেন তিনি। বেসরকারি স্কুলগুলি যেহেতু স্বশাসিত। তাই, তাঁদের কাছে আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী। তবে, সোমবার থেকে পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার বেসরকারি স্কুলগুলি স্কুলের সময় কমিয়ে এনেছিল। মর্নিং সেশনের স্কুলগুলি সকাল সাড়ে ১০-১১টার মধ্যেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে তাঁরাও সোমবার বা মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য ছুটি দিতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, সোমবার থেকে ৪-৫ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ কিংবা ৪৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। যদিও, আজ, রবিবার, জলীয় বাষ্প ও আকাশে মেঘের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও, তাপপ্রবাহ অনুভব করা যাবেনা। হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। তার প্রভাবেই রাজ্যে বেশ খানিকটা জলীয় বাষ্প প্রবেশ করছে। এই জলীয় বাষ্পের কারণেই রবিবার হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রবিবার তাপমাত্রা থাকবে ৪১ ডিগ্রির আশেপাশে। তাপপ্রবাহ থাকবেনা। তবে, দক্ষিণবঙ্গের বাকি তিন জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবারও তাপপ্রবাহ হতে পারে। (আপডেট: ইতিমধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে।।)
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…