Institution

Midnapore College: ইতিহাস গবেষণার জন্য নিজের বাড়ি মেদিনীপুর কলেজকে দান করলেন ‘প্রাক্তনী’ অন্নপূর্ণা চট্টোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: ইতিহাস গবেষণার জন্য নিজের বাড়ি মেদিনীপুর কলেজকে দান করলেন কলেজেরই প্রাক্তনী তথা প্রখ্যাত ঐতিহাসিক ড. অন্নপূর্ণা চট্টোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিহাস চর্চায় ও গবেষণায় অসামান্য সাফল্যের জন্য এই বছরই তিনি এশিয়াটিক সোসাইটির ‘আর পি চন্দ্র স্মৃতি পুরস্কার’ এ সম্যানিত হয়েছেন। শুধু তাই নয়, সম্প্রতি (২৬ সেপ্টেম্বর ২০২১, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উপলক্ষে) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তাঁকে প্রদান করেছে ‘বিদ্যাসাগর পুরস্কার’। শনিবার তিনি মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরার হাতে তাঁর উইল করা বাড়ির দলিল তুলে দেন। উল্লেখ্য যে, ড. চট্টোপাধ্যায় মেদিনীপুর কলেজের ছাত্রী ছিলেন। অধ্যাপনা করেছেন মেদিনীপুর শহরেরই উপকন্ঠে অবস্থিত রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত) বা গোপ কলেজে।

অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা’র হাতে বাড়ির কাগজপত্র তুলে দিলেন ড. অন্নপূর্ণা চট্টোপাধ্যায় :

৯১ বছর বয়সী প্রবীণ এই ঐতিহাসিক এশিয়াটিক সোসাইটির রিসার্চ ফেলো। ইতিহাস চর্চাতেই নিমগ্ন থেকেছেন আজীবন। তাই সংসার জীবনে আর প্রবেশ করা হয়নি! শনিবার কলেজে এসে জানালেন, আগে একই বাড়িতে যৌথ পরিবারে থাকতেন। তাঁর বইপত্র, গবেষণা সংক্রান্ত কাগজ, পাণ্ডুলিপি, পুরাতন সব দলিল দস্তাবেজে কয়েকটি ঘর ভরে উঠেছিল। এজন্য,
মেদিনীপুরের ক্ষুদিরাম নগরে মাইকো লেনে একটি দোতলা বাড়ি নির্মাণ করেন। ১৯৯৮ সাল থেকে সেখানেই একা থাকেন। ২ জন সর্বক্ষণের পরিচারিকা আছেন। তাঁরাই তাঁর দেখভাল করেন। সম্প্রতি, কলেজের ১৫০ বছর উদযাপন অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর সময়ই তিনি কলেজকে এই প্রস্তাব দেন। ভালোবাসার টানে মেদিনীপুর কে.ডি কলেজ অফ কমার্স এলাকায় থাকা প্রায় ১.৬৭ একর জমির উপর বসত বাড়ি শনিবার তিনি মেদিনীপুর কলেজকে দান করেন। সেই জমিদানের নথি মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরার হাতে তুলে দেন। কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা জানান, “উনি এখনও ইতিহাস চর্চাতে নিমগ্ন। বিশিষ্ট এই ইতিহাসবিদ, লেখিকা, সাহিত্যিক, গবেষিকা তথা ঐতিহাসিক মেদিনীপুর কলেজের প্রাক্তন ছাত্রী ড. অন্নপূর্ণা চট্টপাধ্যায়কে আজ (শনিবার) আমরা বিশেষ সম্মান জ্ঞাপন করতে পেরে ধন্য। উনি মেদিনীপুর কলেজের প্রাক্তনীর আজীবন সদস্যা এবং এশিয়াটিক সোসাইটির দ্বারা বিশেষ পুরস্কারে ভূষিতা। তাঁর এই অবদান কলেজ মনে রাখবে।” মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা এদিন এও জানান, প্রখ্যাত ঐতিহাসিক ড. অন্নপূর্ণা চট্টোপাধ্যায়ের জীবনে অর্জিত সমস্ত কিছু প্রদর্শনীর জন্য একটি গ্যালারী তৈরি করবে মেদিনীপুর কলেজ। যেখানে তাঁর লেখা সাহিত্য, ইতিহাস চর্চার বিভিন্ন গ্রন্থ প্রদর্শন করা হবে। যাতে ভবিষ্যত প্রজন্ম সেখান থেকে নতুন কিছু জানতে ও শিখতে পারে।

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

5 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago