Institution

Vidyasagar University: বিশ্বের আঙিনায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ইংল্যান্ড ও জার্মানির দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পাঠদান প্রক্রিয়ার সূচনা শীঘ্রই

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: অনন্য সম্মান। গর্বের নতুন পালক যুক্ত হল জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) মুকুটে। জঙ্গলমহলের এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পাঠদান প্রক্রিয়া বা অ্যাকাডেমিক কোলাবরেশন (Academic Collaboration)-এ সম্মতি প্রকাশ করল, ইংল্যান্ডের পূর্ব অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় বা ‘ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া’ (University of East Anglia, Public university in Norwich, England, সংক্ষেপে UEA) এবং জার্মানির নুরেমবার্গ মিউজিক বিশ্ববিদ্যালয় (Nuremberg University of Music বা Hochschule für Musik Nürnberg, Germany)। যৌথ পাঠদান প্রক্রিয়া এবং গবেষণা মূলক কাজকর্ম আগামী ছ’মাসের মধ্যেই শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। সম্প্রতি, সেই বিষয়ে সম্মতিসূচক চিঠি পাঠিয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই দুই বিশ্ববিদ্যালয়। আগামী বছরের গোড়ার দিকে এই সংক্রান্ত একটি মৌ (MOU- Memorandum of Understanding) স্বাক্ষরিত হতে পারে বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী।

জার্মানির নুরেমবার্গ মিউজিক বিশ্ববিদ্যালয় (Nuremberg University of Music) :

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকমাস আগেই এই দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে, ভাষাশিক্ষা-লোকসংস্কৃতি-লোকসঙ্গীত প্রভৃতি বিষয়ে যৌথ পাঠদান, গবেষণা ও সমীক্ষা প্রভৃতি চালানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল অনলাইন মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক আলোচনাসভা (International Conference) বা ওয়েবিনার (Webinar) চলাকালীনই। অপরদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি (Santali) বিষয়ের অধীন ‘Centre for Adivasi Studies and Museum’-টি রাজ্যের অন্যতম সেরা একটি আদিবাসী সংস্কৃতি ও গবেষণা সংক্রান্ত মিউজিয়াম। জার্মানির নুরেমবার্গ মিউজিক বিশ্ববিদ্যালয় এই মিউজিয়ামটির প্রতি উৎসাহ প্রকাশ করে এবং বাংলা তথা জঙ্গলমহলের আদিবাসী ভাষা, সংস্কৃতি, নৃত্য ও সঙ্গীত বিষয়ে গবেষণায় আগ্রহী হয়। অবশেষে, এই মিউজিয়ামের দায়িত্বে থাকা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব (Anthropology) বিভাগের অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায় এবং ইংরেজি বিভাগের (Department of English) প্রধান (HOD) ড. ইন্দ্রনীল আচার্যের প্রস্তাবে জার্মানির এই বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কোলাবরেশন বা কো-অপারেশনে রাজি হয়। গত, ২৮ মার্চ ওই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সম্মতিসূচক প্রস্তাব আসে এবং আগামী অক্টোবর মাস থেকেই পাঠদান প্রক্রিয়া শুরু করার বিষয়ে জানানো হয়। এর ফলে, নুরেমবার্গের পড়ুয়ারা একদিকে যেমন ভারত তথা দক্ষিণ এশিয়ার আদিবাসী ভাষা, শিক্ষা, সংস্কৃতি বিষয়ে জ্ঞানার্জন করতে পারবে; ঠিক তেমনই পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও বিদেশি শিক্ষা, সংস্কৃতি ও গবেষণাচর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করে তুলতে পারবে।

ইংল্যান্ডের পূর্ব অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় (University of East Anglia) :

অন্যদিকে, গত ২৪ মার্চ ইংল্যান্ডের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ‘ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া’ (UEA)’র পক্ষ থেকে অধ্যাপক ইন্দ্রনীল আচার্যের কাছে চিঠি পাঠিয়ে ইংরেজি (English Subject) বিষয়ে যৌথ পাঠদান প্রক্রিয়া চালানোর বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে ড. আচার্য জানিয়েছেন, “মূলত ভারত তথা দক্ষিণ এশিয়ার আদিবাসী ভাষা ও সংস্কৃতি তথা লোক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে যৌথ পাঠদান প্রক্রিয়া ও ক্ষেত্র সমীক্ষা চালানোর জন্যই এই উদ্যোগ। মাস ছয়েকের মধ্যেই এই পাঠদান প্রক্রিয়া শুরু হবে, আপাতত অনলাইনে। তবে, ওই দুই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ পড়ুয়ারা এখানে আসবেনও। বিভিন্ন এলাকায় গিয়ে একসঙ্গে ক্ষেত্র সমীক্ষা চালানো হবে। কিন্তু, এই মুহূর্তে ইউরোপে চতুর্থ ঢেউয়ের একটা প্রভাব আছে। তা কেটে গেলেই সম্ভবত ওনারা আসবেন। আগামী বছরের গোড়ার দিকে এই সমগ্র পাঠদান প্রক্রিয়া বিষয়ে মৌ (MOU) স্বাক্ষরিত হওয়ার কথা হয়েছে। তারপর, ওনাদের পক্ষ থেকে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আর্থিক অনুদানও পাঠানো হতে পারে।” এনিয়ে ‘গর্বিত’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। তিনি জানিয়েছেন, “বাংলা তথা মেদিনীপুরের কাছে এ এক পরম গৌরবের বিষয়। শিক্ষাসংক্রান্ত আদান-প্রদানের মধ্য দিয়ে আমাদের পড়ুয়ারা যেমন সমৃদ্ধ হবে; ঠিক তেমনই, বাংলার লোকসংস্কৃতি পৌঁছে যাবে বিশ্বের দরবারে। সর্বোপরি, শিক্ষা ও সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ ঘটবে এবং সেখানে এক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ড. বন্দ্যোপাধ্যায়, ড. আচার্য সহ আমি আমাদের অধ্যাপক, শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের এজন্য আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন জানাচ্ছি।”

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের Centre for Adivasi Studies and Museum :

আদিবাসী সংস্কৃতির অন্যতম অঙ্গ, বাদ্যযন্ত্র ধামসা (Dhamsha) :

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

3 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago