Jhargram

Salboni: ঝাড়গ্রামের শালবনীতে অভিষেকের কনভয়ে কুড়মি-হামলা, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে পুলিশি তৎপরতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, ২৬ মে: দলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার’ কর্মসূচিতে কুড়মি আন্দোলনকারীদের হামলা! শুক্রবার রাত্রি ৮টা নাগাদ নজিরবিহীন হামলা চালানো হয় অভিষেক ব্যানার্জি’র কনভয়ে। ভেঙে চুরমার হয়ে গেল মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির সামনের কাঁচ! অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় অভিষেকের কনভয় ঝাড়গ্রামের গড়-শালবনীতে ঢুকতেই কয়েকটি গাড়িতে হামলা হয়। তার মধ্যে একটি বীরবাহার গাড়ি ছিল। এই ঘটনার পর বীরবাহা বলেন, “আমি নিজেও আদিবাসী সমাজের মানুষ। কিন্তু, এ ভাবে আন্দোলন হয় নাকি! আমরাও আন্দোলন করেছি। কিন্তু, এটা নোংরামি! এর শেষ দেখে ছাড়ব।”

বীরবাহার গাড়িতে হামলা :

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড-শো শেষ করে, লোধাশুলি হয়ে অভিষেকের কনভয় যখন গড় শালবনীর দিকে যাচ্ছিল, তখনই ঘটনাটি ঘটে। ৫ নম্বর রাজ্য সড়কের দু’ধারে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুড়মি আন্দোলনকারীরা। অভিযোগ, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেকের কনভয় লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। এর পর, তৃণমূল নেতার কনভয়ের শেষে থাকা বীরবাহার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইঁটও। এতে মন্ত্রীর গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তৃণমূলের আরও অভিযোগ, দলীয় কর্মীদেরও বাঁশ, লাঠি দিয়ে মারা হয়। ক্ষুব্ধ বীরবাহা বলেন, “এটা জাতিগত আন্দোলন হতে পারে না! এটা নোংরামি। এর শেষ দেখে ছাড়বো।”

কুড়মি বিক্ষোভ:

অন্যদিকে, আগামীকাল অর্থাৎ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির অন্তর্গত অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। আর, সেই অধিবেশনে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়-ই নয়, যোগ দিতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনী স্টেডিয়াম (নেতাজী সুভাষ চন্দ্র বসু স্টেডিয়াম) সংলগ্ন মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানেই বিকেলের পর একসঙ্গে থাকবেন মমতা ও অভিষেক। এদিকে, পশ্চিম মেদিনীপুরের শালবনীতেও কুড়মিদের যথেষ্ট প্রভাব রয়েছে। তাই, সেখানেও আন্দোলনের আশঙ্কা থেকেই যাচ্ছে! শুক্রবার থেকেই তাই শালবনী জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা চোখে পড়ল। ইতিমধ্যে, শালবনীর ওই স্টেডিয়াম ও অস্থায়ী হেলিপ্যাড সংলগ্ন মাঠ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন রাজ্যের এডিজি ও আইজি- পশ্চিমাঞ্চল (ADG & IG) ত্রিপুরাই আর্থভ এবং মেদিনীপুর রেঞ্জের ডিআইজি (DIG) প্রসূন বন্দ্যোপাধ্যায়। হয়েছে হেলিকপ্টারের মহড়া। একইসঙ্গে, যেকোনো ধরনের অশান্তি বা বিক্ষোভ সামলাতে প্রতিমুহূর্তে তৎপর পুলিশ।

শালবনীতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন‌ আধিকারিকরা:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

9 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

5 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

3 weeks ago