Jhargram

Salboni: ঝাড়গ্রামের শালবনীতে অভিষেকের কনভয়ে কুড়মি-হামলা, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে পুলিশি তৎপরতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, ২৬ মে: দলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার’ কর্মসূচিতে কুড়মি আন্দোলনকারীদের হামলা! শুক্রবার রাত্রি ৮টা নাগাদ নজিরবিহীন হামলা চালানো হয় অভিষেক ব্যানার্জি’র কনভয়ে। ভেঙে চুরমার হয়ে গেল মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির সামনের কাঁচ! অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় অভিষেকের কনভয় ঝাড়গ্রামের গড়-শালবনীতে ঢুকতেই কয়েকটি গাড়িতে হামলা হয়। তার মধ্যে একটি বীরবাহার গাড়ি ছিল। এই ঘটনার পর বীরবাহা বলেন, “আমি নিজেও আদিবাসী সমাজের মানুষ। কিন্তু, এ ভাবে আন্দোলন হয় নাকি! আমরাও আন্দোলন করেছি। কিন্তু, এটা নোংরামি! এর শেষ দেখে ছাড়ব।”

বীরবাহার গাড়িতে হামলা :

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড-শো শেষ করে, লোধাশুলি হয়ে অভিষেকের কনভয় যখন গড় শালবনীর দিকে যাচ্ছিল, তখনই ঘটনাটি ঘটে। ৫ নম্বর রাজ্য সড়কের দু’ধারে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুড়মি আন্দোলনকারীরা। অভিযোগ, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেকের কনভয় লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। এর পর, তৃণমূল নেতার কনভয়ের শেষে থাকা বীরবাহার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইঁটও। এতে মন্ত্রীর গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তৃণমূলের আরও অভিযোগ, দলীয় কর্মীদেরও বাঁশ, লাঠি দিয়ে মারা হয়। ক্ষুব্ধ বীরবাহা বলেন, “এটা জাতিগত আন্দোলন হতে পারে না! এটা নোংরামি। এর শেষ দেখে ছাড়বো।”

কুড়মি বিক্ষোভ:

অন্যদিকে, আগামীকাল অর্থাৎ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির অন্তর্গত অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। আর, সেই অধিবেশনে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়-ই নয়, যোগ দিতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনী স্টেডিয়াম (নেতাজী সুভাষ চন্দ্র বসু স্টেডিয়াম) সংলগ্ন মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানেই বিকেলের পর একসঙ্গে থাকবেন মমতা ও অভিষেক। এদিকে, পশ্চিম মেদিনীপুরের শালবনীতেও কুড়মিদের যথেষ্ট প্রভাব রয়েছে। তাই, সেখানেও আন্দোলনের আশঙ্কা থেকেই যাচ্ছে! শুক্রবার থেকেই তাই শালবনী জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা চোখে পড়ল। ইতিমধ্যে, শালবনীর ওই স্টেডিয়াম ও অস্থায়ী হেলিপ্যাড সংলগ্ন মাঠ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন রাজ্যের এডিজি ও আইজি- পশ্চিমাঞ্চল (ADG & IG) ত্রিপুরাই আর্থভ এবং মেদিনীপুর রেঞ্জের ডিআইজি (DIG) প্রসূন বন্দ্যোপাধ্যায়। হয়েছে হেলিকপ্টারের মহড়া। একইসঙ্গে, যেকোনো ধরনের অশান্তি বা বিক্ষোভ সামলাতে প্রতিমুহূর্তে তৎপর পুলিশ।

শালবনীতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন‌ আধিকারিকরা:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago