Kharagpur

Cheat Fund: সারদা, রোজভ্যালি থেকে জি-নেট, এবার ফ্রিডম মোটরসের পাল্লায় পড়ে প্রতারিত খড়্গপুর থেকে কলকাতা! লক্ষ লক্ষ টাকা খুইয়ে শেষে পুলিশের দ্বারস্থ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৭ জানুয়ারি:’প্রতারণার ফাঁদ পাতা ভুবনে’ আবারো প্রতারিত রাজ্যের অসংখ্য মানুষ। সারদা, রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট থেকে জি-নেট, এমনই নানা ধরনের সব চিটফান্ডের খপ্পরে পড়েও, ফের একই ভুল করে চলছেন সাধারণ মানুষ! দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতে কিংবা অল্প পরিশ্রমে আর স্বল্প সময়ে অধিক ইনকামের লোভে পড়ে পুনরায় প্রতারিত হচ্ছেন হাজার হাজার মানুষ। ২০১৬ সাল থেকে বাজারে আসা ফ্রিডম গ্রুপের অধীন ফ্রিডম মোটরসের খপ্পরে পড়ে যেমন লক্ষ লক্ষ টাকা জলে পড়ল রাজ্যের কয়েকশো সাধারণ মানুষের! সেই তালিকায় আছেন রেল শহর খড়্গপুরেরই শতাধিক বাসিন্দা। প্রতারিত হয়ে অবশেষে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শুক্রবার। যদিও, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর (উকিলপাড়া) এর বাসিন্দা তথা ফ্রিডম গ্রুপের মালিক ‘প্রতারক’ দেবদূত ভট্টাচার্য সপরিবারে ‘পগারপার’ হয়ে গেছেন ইতিমধ্যে!

দেবদূত ভট্টাচার্য (ফাইল ছবি, সংগৃহীত):

খড়্গপুরের প্রতারিতদের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে রাজ্যের প্রথম সারির বেশকিছু দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেখে উৎসাহিত হন খড়্গপুরের বাসিন্দারা। বিজ্ঞাপনে উল্লেখ ছিল, স্বল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে ওলা/উবেরে (OLA/ UBER) গাড়ি দিতে চাইলে যোগাযোগ করুন। যোগাযোগ করলে তাঁরা জানতে পারেন, আড়াই লক্ষ (২.৫ লক্ষ) টাকা করে গাড়ি বাবদ দিতে হবে। সেই গাড়ি দেওয়া হবে ওলা/উবের কোম্পানিকে। তার বিনিময়ে মাসে মাসে ১০ হাজার টাকা দেওয়া হবে বিনিয়োগকারীকে। বাকি গাড়ির সমস্ত খরচাপাতি করবে ফ্রিডম কোম্পানি। গাড়ির মালিককে দেওয়া হবে একটি পাওয়ার অফ অ্যাটর্নি। এভাবেই গোটা রাজ্য জুড়ে চলতে থাকে ব্যবসা। জন পিছু আড়াই লক্ষ টাকা করে তোলা শুরু হয়!

খড়্গপুর শহরের প্রায় ১০০ জনের বেশি মানুষ এতে বিনিয়োগ করেছে বলে জানা গেছে। ২০১৬ সাল থেকে শুরু হয় ব্যবসা। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যাঁরা ইনভেস্ট করেছিলেন, তাঁরা মাসে মাসে ১০ হাজার টাকা করে পেয়েও যাচ্ছিলেন। তবে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কোভিড আসার পর থেকেই বন্ধ হয়ে যায় ‘ব্যবসা’! মাসে মাসে ১০ হাজার টাকা দেওয়াও বন্ধ হয়! এভাবেই কাটে ২ বছর। ২০২২ সালে এসে দেবদূত ভট্টাচার্য জানান, কোভিডের সময় গাড়ি চলেনি।‌ তাই, ইএমআই দেওয়ার মতো আয় হয়নি। সব গাড়ি ফাইনান্স কোম্পানি টেনে নিয়েছে! তিনি টাকা ফেরত দেবেন, তবে একটু সময় লাগবে। ২০২২-এর ২৯ ডিসেম্বর থেকে তিনি কিছু কিছু করে ফেরত দেবেন বলেও আশ্বাস দিয়েছিলেন। অভিযোগ, গত ২৮ ডিসেম্বর (২০২২) থেকে সপরিবারে উধাও হয়ে যান দেবদূত ভট্টাচার্য। সবগুলি মোবাইল নম্বরই বন্ধ! কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটেও পড়েছে তালা। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, ব্যাগ-বোচকা নিয়ে দেবদূত ভট্টাচার্য কোথাও চলে গেছেন! অগত্যা বাধ্য হয়েই পুলিশের শরণাপন্ন হয়েছেন প্রতারিতরা। তাঁরা জানাচ্ছেন, কেউ আড়াই লক্ষ টাকা আবার কেউ ৫০ লক্ষ টাকা পর্যন্ত প্রতারিত হয়েছেন! আর পাঁচটা চিটফান্ডের মতোই প্রথম দিকে যাঁরা ইনভেস্ট করেছিলেন তাঁদের টাকা উঠে গেলেও, পরের দিকে উৎসাহিত হয়ে যাঁরা ইনভেস্ট করেছিলেন, তাঁরা সর্বস্বান্ত হয়েছেন! এই তালিকায় আছেন খড়্গপুর শহরের প্রতারিত বাসিন্দা শুভ চক্রবর্তী, দেবারতি মিত্র, পিউ দোলইরাও। তাঁরা ‘সুবিচার’ চেয়ে টাউন থানাতে শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, কসবা নরেন্দ্রপুর সহ কলকাতার বিভিন্ন থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে প্রতারক দেবদূত ভট্টাচার্যের বিরুদ্ধে।‌ অভিযোগ তাঁর সঙ্গে তাঁর স্ত্রী দেবলীনা ভট্টাচার্য, জয় প্রকাশ আর্য সহ আরো অনেকে যুক্ত ছিলেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রেলশহর খড়্গপুরে!

খড়্গপুরের প্রতারিতরা :

সেই সময়ের পেপারের বিজ্ঞাপন (ফাইল ছবি, সংগৃহীত):

News Desk

Recent Posts

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

3 hours ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

16 hours ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

20 hours ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

5 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

6 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

1 week ago