Kharagpur

Book Fair: সংক্রমণ আবহেই খড়্গপুরে বইমেলার উদ্বোধন, আশা আশঙ্কার দোলাচলে ব্যবসায়ীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি: ধীরে ধীরে সচল হচ্ছিল সবকিছু। সবেমাত্র খুলেছিল বড়দের স্কুল (নবম-দ্বাদশ), কলেজ ও বিশ্ববিদ্যালয়। দীর্ঘ দু’বছর পর স্কুলে যাওয়ার স্বপ্ন দেখছিল ছোট ছোট পড়ুয়ারাও (প্রথম থেকে অষ্টম)। এর মধ্যেই আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করে কোভিড সংক্রমণ! চোখ রাঙানো শুরু করে নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। তাই, ৩ জানুয়ারি থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ফের বন্ধ হয়ে গেল স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে প্রশাসনিক কাজকর্ম চালাতে পারবে কর্তৃপক্ষ। আর, এই আবহেই ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরে ২২ তম বইমেলার উদ্বোধন হলো রবিবার বিকেলে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এদিন, মেলার উদ্বোধন করলেন ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। অন্যদিকে, আগামীকাল থেকেই রাজ্যজুড়ে কার্যত আংশিক লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার। বিভিন্ন ক্ষেত্রে কঠোর ভাবে কোভিড বিধি-নিষেধ পালনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিনোদনমূলক প্রায় সমস্ত কার্যকলাপই। সেই আবহে বইমেলা চালিয়ে যাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়!

মেলার উদ্বোধনে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী :

যদিও মেলার উদ্যোক্তারা সরকারি বিধিনিষেধ মেনে মেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।‌ তবে, মেলা এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চললে, কিভাবে কোভিড বিধি মেনে চলা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন শহরবাসী। উল্লেখ্য যে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমণ প্রায় দ্বিগুন এর থেকেও বেশি হয়েছে। সংক্রমিত ৩৮। এর মধ্যে খড়্গপুর শহরেও একাধিকজন সংক্রমিত হয়েছেন। রবিবার এনিয়ে মেলার উদ্যোক্তাদের কাছে প্রশ্ন করলে, মেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার যে বিধিনিষেধ আরোপ করেছেন, তাকে আমরা পূর্ণ সমর্থন করি। তবে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমরা কোনভাবেই রাজ্য সরকারের বিধিনিষেধ লংঘন করবো না। কোভিড বিধি মেনে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যাব।” প্রসঙ্গত, সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে মাত্র ৫০ জন উপস্থিতি গ্রাহ্য করা হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে। সেক্ষেত্রে খড়্গপুর বইমেলা কমিটি কি এই সংখ্যক উপস্থিতি নিয়ে এবং কোভিড বিধি মেনে অনুষ্ঠান চালাতে পারবে? যেখানে, মেলার প্রথমদিনই মাস্ক দেখা যায়নি অধিকাংশ জনের মুখে! দেখা দিয়েছে সংশয়। এদিকে, মেলার বেশিরভাগ স্টলের পুস্তক বিক্রেতারা এসে গিয়েছেন। আগামীকাল ও পরশু বাকিদের আসার কথা। তবে, একদিকে যেমন করোনা আবহে মেলা চালিয়ে যাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়, অন্যদিকে ব্যবসায়ীদের কতখানি বিক্রি বাটা হবে তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে!

মঞ্চেও অতিথিদের মুখে দেখা যায়নি মাস্ক :

আশা আশঙ্কার দোলাচলে ব্যবসায়ীরা :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago