Kharagpur

Kharagpur: দেড় লক্ষ টাকায় বিদেশে চাকরির সুযোগ, এয়ারপোর্টে গিয়ে জানলেন ‘ভুয়ো টিকিট’! খড়্গপুরের অফিসে এসে দেখলেন তালা ঝুলছে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: কেউ যাবে ইরাক। কেউ তুরস্ক। কেউ আবার যাবে কানাডা। তাঁরা সকলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। বিহার, ঝাড়খণ্ড কিংবা হাওড়া থেকে রওনা দিয়ে পৌঁছে গিয়েছিলেন দিল্লি এয়ারপোর্টেও। কিন্তু, এয়ারপোর্টে ঢোকার পরই টিকিট দেখে সুরক্ষা কর্মীরা জানিয়ে দেন ‘ভুয়ো টিকিট’ বলে! মাথায় হাত পড়ে বিট্টু, সাজ্জাদ, সাকির-দের! দিল্লি এয়ারপোর্ট থেকে তাঁরা সোজা ফিরে আসেন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। ফিরে এসে রীতিমত ভিরমি খাওয়ার জোগাড় হয় সাজ্জাদদের! দেখেন তাঁদেরকে বিদেশে পাঠানোর নাম করে প্লেনের টিকিট হাতে তুলে দেওয়া ‘Bright Future Consultancy’-র অফিসে তালা ঝোলানো! তাও আবার একটা, দুটো নয়; পরপর তিনটে তালা ঝোলানো হয়েছে ব্রাইট ফিউচার কনসালটেন্সি নামে খড়্গপুরের ইন্দার ওই অফিসে! বিহারের গোপালগঞ্জ জেলার মোহাম্মদ সাজ্জাদ আনসারী, সাকির আনসারী কিংবা ঝারখান্ড গয়ার বিট্টু কুমারদের আর বুঝতে অসুবিধা হয়নি যে, তাঁরা সকলেই প্রতারণার শিকার হয়েছেন!

বন্ধ অফিস:

প্রসঙ্গত, বিভিন্ন দেশে, বিভিন্ন কাজের জন্য ছেলে নেওয়া হবে বলে ফেসবুকে Linking App নামে একটি অ্যাপের বিজ্ঞাপন দেখে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসে খড়্গপুর শহরের ইন্দা স্থিত অটওয়াল বিল্ডিংয়ে Bright Future Consultancy অফিসে এপ্লিকেশন জমা করেছিল। তার জন্য দিতে হয়েছিল একেক জনকে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা করে! কিন্তু, তাঁরা বিন্দুমাত্র টের পাননি যে এই সংস্থাটি ভুয়ো। সোমবার ব্রাইট ফিউচার কনসালটেন্সি নামে ওই সংস্থার বিরুদ্ধে নানা অভিযোগ আনেন প্রতারিতরা। তাঁদের অভিযোগ, “চাকরি দেওয়ার নাম করে নানাভাবে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা নিয়েছে ওই সংস্থা। ফ্লাইটের টিকিটও দিয়েছিল। কিন্তু, দিল্লি এয়ারপোর্টে গিয়ে জানতে পারি সেই টিকিট ভুয়ো। পরে ওদের খড়্গপুরের অফিসে এসে দেখি অফিস বন্ধ! তখনই বুঝতে পারলাম আমরা প্রতারিত হয়েছি।”

প্রতারিতরা:

অভিযোগ, কেউ ১০, কেউ ১২ শতাংশ সুদে টাকা তুলে ১ লক্ষ ৬০ হাজার টাকা করে দিয়েছিলেন। কিছু ক্যাশ, কিছু ফোন পে, গুগল পে বা অ্যাকাউন্টে দিয়েছিলেন! উপায় না দেখে শেষ পর্যন্ত সোমবার খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিতদের মধ্যে কয়েকজন। এমনকি, মাঝেমধ্যেই সেই অফিসে এসে এসে ঘুরে যাচ্ছেন প্রতারিতরা! কিন্তু, যখনই আসেন, দেখতে পান অফিসে তালা ঝুলছে! অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

থানার দ্বারস্থ:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

2 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago