দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২ জুলাই: উঠলোনা আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ! আগামী শুক্রবার (৯ জুলাই) পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। তিনি নির্দেশ দিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে ইন্টারভিউ লিস্টে নাম থাকা প্রার্থীদের টেট ও অ্যাকাডেমিকের নম্বর সহ ইন্টারভিউ লিস্ট বের করতে হবে! এমনকি, যারা ইন্টারভিউ লিস্টে জায়গা পায়নি তাদের নম্বরও প্রকাশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে কলকাতা হাইকোর্ট সূত্রে। দুপুর আড়াইটার পর শুনানিতে স্কুল সার্ভিস ককমিশনকে এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এর আগে, আজ সাড়ে ১২ টা থেকে শুনানি শুরু হওয়ার পর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের উপর ক্রুদ্ধ হয়ে বলেন, “অপদার্থ স্কুল সার্ভিস কমিশন! ৫ বছরেও একটা নিয়োগ করার ক্ষমতা নেই। এই কমিশনকে বরখাস্ত করা উচিৎ!” তিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান’কে উপস্থিত হওয়ার নির্দেশও দিয়েছিলেন। এরপর, আড়াইটা থেকে শুরু হওয়া শুনানিতে, স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন ত্রুটি তুলে ধরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী শুক্রবারের মধ্যে সকল পরীক্ষার্থীর টেট ও অ্যাকাডেমিকের নম্বর সহ লিস্ট প্রকাশ করতে হবে এবং ওই দিন পর্যন্ত স্টে বা স্থগিতাদেশ বজায় থাকবে। শুক্রবার (৯ জুলাই) মামলার পরবর্তী শুনানি।