Midnapore

Midnapore: পশ্চিম মেদিনীপুরের মাদপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন! জানালা ভেঙে ঝাঁপ যাত্রীদের, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: কলকাতা থেকে উড়িষ্যার বারিপাদাগামী যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন! শুক্রবার রাত্রি ন’টা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের মাদপুরে জাতীয় সড়কের উপর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। জানা যায়, ওই বাসে কমবেশি ৪০ জন যাত্রী ছিলেন। অনেকেই জানালা ভেঙে ঝাঁপ দেন। সব মিলিয়ে ৩১ জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। ৩-৪ জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি।

ভয়াবহ আগুন:

স্থানীয় সূত্র ও উদ্ধার হওয়া বাস-যাত্রীদের মারফত জানা গেছে, বাসের ইঞ্জিনে প্রথমে আগুন লাগে। চালক বুঝতে পেরেই বাসটিকে জাতীয় সড়কের ধারে দাঁড় করিয়ে দেন। দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। সেই সময়ই জানালা ভেঙে কয়েকজন যাত্রী লাভ দেন। বাসের এমার্জেন্সি দরজাও খুলে দেওয়া হয়। এদিকে, খবর পেয়েই দ্রুত পৌঁছয় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। ওই বাসের যাত্রী ছিলেন পারাদ্বীপের বাসিন্দা রমেশ সরকার। তিনি বলেন, ‘‘কলকাতা থেকে ব্যবসার জিনিসপত্র কিনে ফিরছিলাম। বাবুঘাট থেকে বিকেল পাঁচটা নাগাদ বাসটি ছাড়ে। রাত্রি ৯টা নাগাদ ১৬নং জাতীয় সড়কের উপর বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। বাসের দরজা বন্ধ থাকায় বেরোতে একটু সমস্যা হয়। কোনও রকম দরজা খুলে বেরিয়ে এসেছি। বাসে অনেক যাত্রী ছিল। আহত হয়েছে কয়েকজন।’’ যদিও সবাই বেরিয়ে আসতে পেরেছেন কি না, বলতে পারেননি রমেশ। এ নিয়ে জেলাশাসক খুরশিদ আলি কাদরি রাত্রি ১০টা নাগাদ জানান, ‘‘একটি ঘটনা ঘটেছে। সেখানে টিম পাঠানো হয়েছে। ঠিক কত জন আহত হয়েছেন, তা এখনই বলা সম্ভব নয়।’’ এদিকে, ঘটনা ঘিরে রাত্রি ১০টা থেকেই চরম তৎপরতা লক্ষ্য করা গেছে মেদিনীপুর মেডিকেল কলেজে। তবে, রাত্রি সাড়ে ১১টা পর্যন্ত কাউকেই পাঠানো হয়নি মেডিকেল কলেজে। আঘাত গুরুতর না হওয়ায় কয়েকজনকে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। (শনিবার সকালের আপডেট: একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এখনও অবধি তাকে চিহ্নিত করা যায়নি বলেও জানানো হয়েছে।)

মেদিনীপুর মেডিক্যালে তৎপরতা :

News Desk

Recent Posts

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

9 hours ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

13 hours ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

5 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

5 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

7 days ago

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…

1 week ago