দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: “ছড়া ছড়িয়ে ছিটিয়ে যায়/মেঘ রোদ্দুরের ঠিকানায়।” শরতের বর্ষায় যখন সকলের মন গভীর নিম্নচাপে আচ্ছন্ন, ঠিক তখনই ‘স্বর-আবৃত্তি, মেদিনীপুর’ এর কচিকাঁচারা পুজোর আগে শুধুমাত্র ছড়া নিয়ে একটি আবৃত্তির সন্ধ্যা উপহার দিল শহরবাসীকে। বুধবার সন্ধ্যায় ‘ছড়া যখন আবৃত্তি’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎপল কুমার ধারা, পবিত্র চট্টোপাধ্যায়, প্রদীপ দেব বর্মন, বিদ্যুৎ পাল ও দেবাশীস দন্ডের মত বিশিষ্ট ছড়াকাররা। এই বিখ্যাত ছড়াকারদের সাক্ষাৎকার নেয় স্বর-আবৃত্তির পাঁচ শিশু শিল্পী, যথাক্রমে- ঈশানী ভট্টাচার্য ,অভিপ্সা ঘোষ, অদ্রিজা কোলে, আরুশী রায় ও সাঞ্জলি মাইতি। শিশু সাহিত্যিকদের সাক্ষাৎকার নিচ্ছে শিশু শিল্পীরাই- অভিনব এই ভাবনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক ও শ্রোতারা।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন অখন্ড মেদিনীপুরের সুদীপ্ত চক্রবর্তী, রজত মিত্র, মোম চক্রবর্তী, অর্ণব চক্রবর্তী, সুতনুকা মিত্র মাইতি,পাঞ্চালি চক্রবর্তী, নমিতা মাঝি, মিতা সেনগুপ্ত প্রমুখ বিশিষ্ট আবৃত্তিশিল্পী। ছড়া নিয়ে আলোচনা করেন বিনোদ মণ্ডল। অনুষ্ঠানে আমন্ত্রিত আবৃত্তির দলগুলি, যথাক্রমে- শ্রুতি ও ছন্দ, ওংকার মিউজিক সার্কেল এবং কাব্য ও কলা সকলকেই মুগ্ধ করে। স্বর-আবৃত্তির পলি পাহাড়ি, শিবানী পাল, সৌরিশ দাস, মিতালী কালী, পুষ্পিত পাল, সুবর্ণা খান, সুপর্ণা কোলে, শিলা মহাপাত্র, অনিন্দিতা সাউ, অরুন্ধতী দাসের পরিবেশনা ছিল অনবদ্য। প্রতিষ্ঠানের শিশু শিল্পীদের ছড়া পরিবেশনাও ছিল মনোমুগ্ধকর। সদ্য প্রয়াত বিখ্যাত ছড়াকার দীপ মুখোপাধ্যায়ের স্মরণে অনুষ্ঠানটি সকলের নজর কাড়ে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শতাব্দী গোস্বামী ও ঈশিতা চট্টোপাধ্যায়। মেদিনীপুরের বিশিষ্ট আবৃত্তি শিল্পী অমিয় পাল বলেন, “মেদিনীপুর শহরে শুধুমাত্র ছড়া নিয়ে এরকম একটি আবৃত্তির সন্ধ্যা এই প্রথম এবং অসাধারণ। এই অনন্য ভাবনার জন্য স্বর-আবৃত্তির কর্ণধার, স্নেহের শুভদীপ (বসু)-কে শুভেচ্ছা জানাই।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, ডাঃ সুহাস রঞ্জন মন্ডল, শিক্ষা প্রশাসক সৌমেন ঘোষ প্রমুখ।
এই সান্ধ্যকালীন অনুষ্ঠান থেকেই সৌম্যদীপ চক্রবর্তী ও শুভদীপ বসু সম্পাদিত ‘দোসর’ পত্রিকার পঞ্চম সংখ্যা ‘ছড়াবাজি’ প্রকাশিত হয়। অধ্যাপক সৌম্যদীপ বলেন, “এর আগে আমরা আঞ্চলিক কবিতা, ছেলেবেলা, এলোমেলো ইত্যাদি সংখ্যা বের করেছি। ছড়া নিয়ে এটি আমাদের প্রথম সংখ্যা।” স্বর-আবৃত্তি, মেদিনীপুরের পক্ষে শুভদীপ বলেন, “বৃষ্টিস্নাত এই সন্ধ্যায় উপচে পড়া দর্শক আমাদের আপ্লুত করেছে। শুধুমাত্র ছড়া নিয়ে এরকম একটি সন্ধ্যে দর্শকদের উপহার দিতে পেরে আমরা খুশি।” ‘স্বর-আবৃত্তি’-র পক্ষ থেকে দীপক বসু ও মনীষা বসু সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।