Midnapore

Midnapore: অ্যাডমিশন টেস্ট নয়, চতুর্থ শ্রেণীর সমস্ত পড়ুয়াকে সরাসরি ভর্তি নিতে হবে পঞ্চম শ্রেণীতে! মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের সামনে বিক্ষোভ অভিভাবকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: কোনো প্রবেশিকা পরীক্ষা (Entrance Test/ Admission Test) নয়; সরাসরি ভর্তি নিতে হবে পঞ্চম শ্রেণীতে। চতুর্থ শ্রেণীর সকল পড়ুয়াকেই সরাসরি পঞ্চম শ্রেণীতে ভর্তি নিতে হবে। এমনই দাবিতে বুধবার (৮ নভেম্বর) দুপুরে মেদিনীপুর রামকৃষ্ণ মিশন প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা বিক্ষোভ দেখান রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন (উচ্চ মাধ্যমিক), মেদিনীপুরের সামনে। তাঁদের অভিযোগ, গত ১৯ অক্টোবর মেদিনীপুর রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। যেখানে বলা হয়েছে, রামকৃষ্ণ মিশন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পাঠরত ১১৪ জন পড়ুয়ার মধ্যে প্রথম ৫০ জনকে মেধার ভিত্তিতে (বা, নম্বরের ভিত্তিতে) রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের (উচ্চ মাধ্যমিক) পঞ্চম শ্রেণীতে ভর্তি নেওয়া হবে। বাকিদের বাইরের ছাত্র-ছাত্রীদের সঙ্গেই প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। যারা সেই প্রবেশিকা পরীক্ষাতে উত্তীর্ণ হবে, তারাই মিশনের উচ্চ বিদ্যালয়ে (রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনে) পড়ার সুযোগ পাবে। আর, এই নির্দেশিকাকে ‘অন্যায্য’ ও ‘বেআইনি’ দাবি করে বুধবার জেলা শহর মেদিনীপুরের নতুনবাজার স্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের সামনে বিক্ষোভ দেখান চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের অভিভাবকরা।

রামকৃষ্ণ মিশনের সামনে বিক্ষোভ:

ঝুমুর জানা, সুস্মিতা ঘোষ প্রমুখ অভিভাবকদের দাবি- তাঁদের সন্তানদের প্রথম শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষা দিয়েই ভর্তি হতে হয়েছিল রামকৃষ্ণ মিশনের প্রাথমিক বিদ্যালয়ে। তখন তাঁরা জানতেন, প্রত্যেককেই সরাসরি পঞ্চম শ্রেণীতে ভর্তি নেওয়া হবে। সেজন্যই ৪ বছর ধরে তাঁরা এই স্কুল এই ছেলেদের পড়িয়েছেন। তাঁদের এও দাবি, কর্তৃপক্ষও ২০২২ সালে নির্দেশিকাতে জানিয়েছিলেন, ১১৪ জন পড়ুয়ার মধ্যে ৯০ জনকে সরাসরি পঞ্চমী শ্রেণীতে ভর্তি নেওয়া হবে। হঠাৎ করে পুজোর ছুটি পড়ার আগের দিন সন্ধ্যাতে নতুন করে নির্দেশিকা দিয়ে জানানো হয়, ১১৪ জনের মধ্যে প্রথম ৫০ জনকে নম্বর বা মেধার ভিত্তিতে সরাসরি ভর্তি নেওয়া হবে। বাকিদের প্রবেশিকা পরীক্ষাতে বসতে হবে। আর এর বিরুদ্ধেই সরব হয়েছেন অভিভাবকরা। তাঁদের দাবি, কর্তৃপক্ষ এই নির্দেশিকা জারি করে ‘অনৈতিক’ কাজ করেছেন। যতদিন না এই নির্দেশিকা প্রত্যাহার করা হয়, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এই বিষয়ে তাঁরা প্রশাসন তথা জেলা শিক্ষা দপ্তরের হস্তক্ষেপও দাবি করেছেন। অন্যদিকে, এই বিষয়ে মিশন কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া না পাওয়া, গেলেও রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের এক শিক্ষক বলেন, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন তার ঐতিহ্য, শৃঙ্খলা ও গরিমা ধরে রাখতে বদ্ধপরিকর। তাই, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বাইরের ভালো ছাত্রদেরও আমাদের সুযোগ দিতে হবে। আর সেজন্যই প্রাথমিকের ১১৪ জন পড়ুয়াকে ভর্তি নেওয়া সম্ভব নয়। সর্বোপরি, প্রাথমিকের (চতুর্থ শ্রেণীর) সকলকেই উচ্চ বিদ্যালয়ে সুযোগ দিতে হবে, এরকম কোন নির্দেশিকা বা আইন নেই।”

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago