Midnapore

মেদিনীপুর শহরের “আম্রুত” প্রকল্পে প্রতিদিন ৪ কোটি লিটার জল পরিশ্রুত হবে, কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাসে ডাক পেলেন না সাংসদ, প্রশ্ন বিজেপির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই: প্রায় বছর দুয়েক আগে মেদিনীপুর পৌরসভার জন্য ১৮৫ কোটি বরাদ্দ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের “আম্রুত” (Atal Mission for Rejuvenation and Urban Transformation) জল প্রকল্পের জন্য। কিন্তু, বিভিন্ন কারণে সেই প্রকল্পের কাজ শুরু করতে পারেনি মেদিনীপুর পৌরসভা। অবশেষে, মেদিনীপুর শহরের গান্ধীঘাট সংলগ্ন প্রায় ৪ একর জায়গার উপরে এই প্রকল্পের শিলান্যাস করা হলো শুক্রবার। এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪ কোটি লিটার (৩ কোটি ৭৯৬ লিটার) জল পরিশ্রুত হবে। শহরবাসীর পানীয় জলের একটা বড়সড় সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলাশাসক ডঃ রশ্মি কমল, অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা মেদিনীপুর পৌরসভার প্রশাসক দীনেন রায়, বিধায়ক ও জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি প্রমুখ। জেলাশাসক বললেন, “এই প্রকল্পের জন্য ১৮৫ কোটি টাকা অনেকদিন ধরে এসে পড়েছিল। জমির কিছু সমস্যার জন্য কাজ শুরু করা যায়নি। অবশেষে, সকলের মিলিত উদ্যোগে সমস্যা মিটিয়ে কাজ শুরু করা হচ্ছে। শহরের আড়াই লক্ষ মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। ২৬ হাজার বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। প্রতিদিন প্রায় ৪ কোটি লিটার জল পরিশ্রুত করা যাবে।”

মেদিনীপুর শহরে পানীয় জলের প্রকল্পের উদ্বোধন :

ডাক পেলেন না মেদিনীপুরের সাংসদ :

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন শহর ও পৌরসভা এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর জন্য ২০১৫ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী’র নামে এই আম্রুত (AMRUT) প্রকল্পের সূচনা করেন। কেন্দ্রীয় সরকারের অর্থ এবং রাজ্য সরকারের জমি ও অন্যান্য উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়। মেদিনীপুর শহরের জন্যও বছর দুয়েক আগে অর্থ বরাদ্দ করা হয়েছিল। সবমিলিয়ে প্রায় ২০০ কোটি টাকা খরচ হবে বলে মেদিনীপুর পৌরসভা সূত্রে জানা গেছে। এর মধ্যে, কেন্দ্রীয় বরাদ্দের ১৮৫ কোটি টাকার, ১১৫ কোটি টাকা ইতিমধ্যে এসে পড়েছিল বলে জানা গেছে। এদিকে, এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানেও বিতর্ক পিছু ছাড়লো না! প্রথমত, যে ৪ একর জায়গায় এই প্রকল্প গড়ে উঠছে, সেখানে স্থানীয় কিছু বাসিন্দাদের ‘উচ্ছেদ’ করা হয়েছে বলে অভিযোগ। তাঁদের মধ্যেই কিছুজন অভিযোগ করলেন, “পুনর্বাসন বা আর্থিক প্যাকেজ কিছুই পাইনি আমরা!” কৃপাসিন্ধু সাউ নামে একজন বললেন, “আমার পূর্ব পুরুষের রায়ত জায়গা। প্রকল্প হচ্ছে ভালো কথা। কিন্তু, আমাকে এই জায়গার বিকল্প জায়গা বা উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি এখনও।” যদিও জেলাশাসক বললেন, “জমির সমস্যা পৌরসভার পক্ষ থেকে মিটিয়ে দেওয়া হয়েছে। অনেকেই জবরদখল করে ছিলো এখানে, তাদের সরিয়ে দেওয়া হয়েছে।” দ্বিতীয় যে বিতর্ক উঠে এসেছে তা হল- কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন অথচ মেদিনীপুরের সাংসদ’কেই আমন্ত্রণ জানানো হয়নি! মেদিনীপুর বিধায়ক জুন মালিয়া’কে আমন্ত্রণ জানানো হলেও, সাংসদ দিলীপ ঘোষ’কে কেন আমন্ত্রণ জানানো হলোনা তা নিয়ে প্রশ্ন তুললেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অরূপ দাস। তাঁর মতে, “সরকারি বলে এখন আর কিছু নেই, সবটাই তৃণমূলের হয়ে গেছে! কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস অথচ মেদিনীপুরের সাংসদ’কেই ডাকা হলোনা, তিনি বিজেপির বলেই। অথচ, তৃণমূলের বিধায়ক থেকে কাউন্সিলর লেভেলের নেতারাও দেখছি উপস্থিত! কিছু বলার নেই, তৃণমূলের এটাই রাজনৈতিক শিষ্টাচার।” এ নিয়ে অবশ্য শাসকদল বা মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে কেউ মুখ খুলতে চাননি!

জমি নিয়ে অভিযোগ :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago