Midnapore

Midnapore: আইআইটি খড়্গপুরের পরামর্শে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে মেদিনীপুর শহরে অত্যাধুনিক সেন্ট্রাল বাসস্ট্যান্ড গড়ে তোলার উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর পরামর্শ নিয়ে গড়ে তোলা হবে অত্যাধুনিক সেন্ট্রাল বাসস্ট্যান্ড। জেলা শহর মেদিনীপুরে যে সেন্ট্রাল বাসস্ট্যান্ড রয়েছে, সেটিকেই অত্যাধুনিক এবং ডিজিটালাইজড করা হবে বলে জেলা পরিবহন দপ্তর ও মেদিনীপুর পৌরসভা সূত্রে জানা গেছে। এজন্য, প্রায় ৫ থেকে ১০ কোটি টাকা খরচ হতে পারে বলে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন। জানা গেছে, সম্প্রতি জেলা পরিবহন আধিকারিক অমিত দত্ত, পৌরপ্রধান সৌমেন খান প্রমুখ সেন্ট্রাল বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন। এই বাসস্ট্যান্ড খোলনলচে বদলে ফেলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, উন্নয়নমূলক প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংকের তরফে রাজ্যকে যে ঋণ দেওয়া হবে, সেই ঋণের মধ্যে কিছু টাকা দেওয়া হবে মেদনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের আধুনিকীকরণে। এই বিষয়ে, ইতিমধ্যে সবুজ সংকেত মিলেছে বলেও জেলা পরিবহন দপ্তর ও পৌরসভা সূত্রে খবর।

মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড (নিজস্ব চিত্র):

উল্লেখ্য যে, এর আগে ৬০ নং জাতীয় সড়ক সংলগ্ন শহরের উপকণ্ঠে ধর্মাতে অত্যাধুনিক বাস স্ট্যান্ড গড়ে তোলার প্রকল্প নেওয়া হলেও, জমি জটের কারণে তা বাতিল করা হয়েছে। তাই, জেলা কালেক্টরেট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত পুরানো সেন্ট্রাল বাসস্ট্যান্ড-কেই আধুনিক রূপে গড়ে তোলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য, আইআইটি খড়্গপুরের অধ্যাপক ড. ভার্গব মৈত্রের সঙ্গে এক দফা আলোচনা হয়েছে বলেও পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন। খুব শীঘ্রই তিনি মেদিনীপুর শহরে আসবেন বলে পৌরপ্রধান জানিয়েছেন। প্রকল্পের প্রাথমিক রূপরেখা অনুযায়ী, অত্যাধুনিক সেন্ট্রাল বাসস্ট্যান্ডে থাকবে বৈদ্যুতিন ডিসপ্লে বোর্ড। যাত্রী প্রতীক্ষালয়ের আধুনিকীকরণ থেকে শুরু শৌচাগার, পানীয় জলের সুবন্দোবস্ত প্রভৃতি বিষয় আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে। উল্লেখ্য যে, প্রতিদিন প্রায় আটশো থেকে হাজার বাস এই বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করে। এছাড়াও, দিন দিন যানবাহনের সংখ্যা বাড়ায় যানজট বাড়ছে শহরের এই গুরুত্বপূর্ণ এলাকায়। সমস্ত বিষয় খতিয়ে দেখেই স্মার্ট ও ডিজিটালাইজড ব্যবস্থা গড়ে তোলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

51 mins ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

4 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

5 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

6 days ago

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…

1 week ago

Medinipur: মন্দারমণি থেকে অপহৃত পরিচালক উদ্ধার খড়্গপুরে! ‘ধন্যবাদ’ জানালেন জেলা পুলিশকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টাকা-পয়সার লেনদেন জনিত কারণেই বৃহস্পতিবার ভর সন্ধ্যায়…

1 week ago