Midnapore

Midnapore: “চিত্ত যেথা ভয় শূণ্য!” হাসপাতালে শুয়েই উচ্চারণ করেছিল অনুভব, সতেরোতেই শেষ হলো আবৃত্তির যাত্রা! মনখারাপ মেদিনীপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ মে: এই তো ক’দিন আগে (৯ মে) রবি ঠাকুরের জন্মদিনে হাসপাতালের বিছানায় শুয়েই অনুভব কন্ঠ ছেড়ে উচ্চারণ করেছিল, “চিত্ত যেথা ভয় শূণ্য/ উচ্চ যেথা শির…।” সেই অনুভব-ই আর নেই! যেন বিশ্বাসই হচ্ছেনা তার অসংখ্য অনুরাগী, শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে আপামর মেদিনীপুরবাসীর। শনিবার (২৪ মে) কলকাতার এক বেসরকারি হাসপাতালে (কোঠারি হাসপাতালে) বেলা ১২টা ২৩ মিনিটে না ফেরার দেশে পাড়ি দেয় বছর ১৭-র ‘আবৃত্তি শিল্পী’ অনুভব পাল। এদিন বিকেল ৩টে নাগাদ সেই খবর নিশ্চিত করা হয়েছে অনুভবের পরিবারের পক্ষ থেকে। মেদিনীপুর শহরের মীরবাজার এলাকার বাসিন্দা অনুভবের শরীরে শৈশবেই বাসা বেঁধেছিল বিরল স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (টাইপ-২) রোগ। তবে, শারীরিক প্রতিবন্ধকতা জয় করেই আবৃত্তি আর পড়াশোনার দুনিয়ায় সদর্পে এগিয়ে চলেছিল শহর মেদিনীপুরের ‘গর্ব’ অনুভব পাল। সদ্য প্রকাশিত মাধ্যমিকের ফলাফলে ৯০ শতাংশের বেশি নম্বর (৬৩৩) পেয়ে পাশ করেছে অনুভব। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র অনুভব রোবটিক ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল।

শিশু শিল্পী অনুভব:

বিজ্ঞাপন (Advertisement):

সম্প্রতি, রাজ্য শিশু কিশোর অ্যাকাডেমি থেকে সেরা শিল্পীর মর্যাদাও পেয়েছিল অনুভব। এছাড়াও, ছোট থেকেই আবৃত্তি শিল্পী হিসেবে রাজ্য ও জাতীয় স্তরের একাধিক পুরস্কার জয় করেছে সে। তাকে আরও একটু সুস্থ করে তোলার চেষ্টাতেই পরিবারের তরফে স্পাইনের বিরল অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১ মে প্রথম অস্ত্রপচার হওয়ার পর, সপ্তাহখানেক আগেই তার দ্বিতীয় অস্ত্রপচারও হয়। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বলে পরিবার সূত্রে জানা গেছে। শুক্রবারই তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ সব লড়াই শেষ হয় ছোট্ট অনুভবের! মেদিনীপুর শহরে খবরটা পৌঁছনোর পরই ভেঙে পড়েছেন সকলে। অনুভবের মা ইন্দ্রানী পাল মেদিনীপুর শহরেরই একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বাবা ধীরেন পাল গড়বেতার একটি স্কুলের পার্শ্ব শিক্ষক। একমাত্র ছেলেকে বাবা-মা’ই স্কুলে পৌঁছে দিয়ে আসতেন এবং ছুটির পর বাড়ি নিয়ে আসতেন।

আবৃত্তি চর্চার সাথে সাথেই, শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মাধ্যমিকেও নজরকাড়া ফল করে অনুভব। একাদশ শ্রেণিতে বিজ্ঞান শাখাতে ভর্তিও হয়ে গিয়েছিল মেদিনীপুর কলেজিয়েট স্কুলের এই মেধাবী ছাত্র। হতে চেয়েছিল ইঞ্জিনিয়ার। সেই সঙ্গে তার ভালোবাসার আবৃত্তির জগতেও অবাধ বিচরণ করতে চেয়েছিল অনুভব। কিন্তু, নিয়তির নিষ্ঠুর পরিহাসে মাত্র সতেরোতেই থামতে হল তাকে। চোখে জল আপামর মেদিনীপুরবাসীর!

অনুভব পাল:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago