Midnapore

Midnapore: আবাসন থেকে উদ্ধার মহিলা নাট্যকর্মীর ঝুলন্ত মৃতদেহ, পর পর দু’দিন দুই শিল্পীর প্রয়াণে মুহ্যমান মেদিনীপুর শহর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ মে: পেশায় শিক্ষিকা হলেও নাট্যকর্মী হিসেবেই তাঁর পরিচিতি ছিল সর্বাধিক। সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব হিসেবেও মেদিনীপুর শহরে বেশ নামডাক ছিল তাঁর। দীপ্তি পালোধী মাইতি নামে সেই শিক্ষিকা ও নাট্যকর্মীরই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল রবিবার সকালে। মেদিনীপুর শহরের মীরবাজার স্থিত আবাসনে নিজের রুম থেকে রবিবার সকাল ৯টা নাগাদ বছর ৬২-র এই নাট্যকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে।

দীপ্তি পালোধী মাইতি:

বিজ্ঞাপন (Advertisement):

মেদিনীপুর গ্রামীণের কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন দীপ্তি দেবী। ২০২৩ সালের জুন মাসে অবসর নেন। শিক্ষকতা থেকে অবসর নিলেও নাট্যচর্চা চলছিল জোরকদমে। সম্প্রতি মেদিনীপুর শহরের ‘তরুণ থিয়েটার’ নামক একটি নাট্যগোষ্ঠী প্রযোজিত ‘ফেসবুক ম্যারেজ’, ‘বৃত্তের বাইরে’- প্রভৃতি বেশ কয়েকটি জনপ্রিয় নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসাও কুড়িয়েছেন বর্ষীয়সী এই নাট্যকর্মী। পরিবার-পরিজনদের মাধ্যমে জানা যায়, দীপ্তি দেবীর স্বামী কাজল মাইতিও মেদিনীপুর শহরের এক স্বনামধন্য বাচিকশিল্পী ও নাট্যকর্মী ছিলেন। পেশায় তিনিও ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বছর কুড়ি আগে তিনিও আত্মঘাতী হয়েছিলেন বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে দীপ্তি দেবী নিজের রুমের দরজা না খোলায়, চব্বিশ ঘণ্টার জন্য নিয়োজিত তাঁর পরিচারিকা দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তারপরই উপরের দিকে তাকিয়ে রীতিমতো আঁতকে ওঠেন পরিচারিকা! দেখেন সিলিং থেকে ঝুলছে দীপ্তি দেবীর দেহ! এরপরই পুলিশকে খবর দেওয়া হলে কোতোয়ালী থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার মৃত্যু হয়েছে অনুভব পালের:

মেদিনীপুর তরুণ থিয়েটারের অন্যতম কর্ণধার বিশ্বজিৎ কুন্ডু বলেন, “আমরা মর্মাহত! একজন সুদক্ষ অভিনেত্রী ছিলেন। হঠাৎ কি যে হল! গতকাল (শনিবার) অনুভব (অনুভব পাল)-এর পর আজ (রবিবার) দীপ্তি দি। পর পর দু’দিন মেদিনীপুর শহরের দুই জনপ্রিয় শিল্পীর চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছিনা!” দীপ্তি দেবী যে স্কুল থেকে আবসর নিয়েছেন, সেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুদ্ধদেব দাস বলেন, “অত্যন্ত গুণী মানুষ ছিলেন। আচার, ব্যবহারও খুব ভাল ছিল। ওঁর স্বামী কাজল মাইতিও একজন নামি শিল্পী ছিলেন। তিনিও এভাবেই আত্মহত্যা করেছিলেন বলে শুনেছি। হয়তো মানসিক অবসাদ থেকেই ম্যাডামও এমনটা করলেন।” এদিকে, শনিবার ও রবিবার পর পর দু’দিন দুই গুণী শিল্পী ‘বিদায়’ নেওয়ায় শোকে মুহ্যমান মেদিনীপুর শহরের সংস্কৃতি জগত। শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিরল রোগে আক্রান্ত (স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি) বাচিক শিল্পী অনুভব পাল (১৭)। রবিবার অস্বাভাবিক মৃত্যু হল বর্ষীয়সী নাট্যকর্মী ও বাচিক শিল্পী দীপ্তি পালোধী মাইতির।

প্রয়াত দীপ্তি পালোধী মাইতি:

News Desk

Recent Posts

Midnapore: সাতসকালেই শালবনির জঙ্গলপথে রামলালের দাদাগিরি, চারচাকা গাড়ি উল্টে খাবারের খোঁজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: জঙ্গলমহলবাসীর প্রিয় হাতি রামলাল। খাবারের খোঁজে এদিক-ওদিক…

3 days ago

Medinipur: জমজমাট ‘খেলা’ নারায়ণগড়ে! তালাবন্দী BDO, পালিয়েও রক্ষে নেই; পিছু নিলেন মহিলারাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এযেন সেই ছোটবেলার চোর-পুলিশ খেলা! সামনে দৌড়চ্ছেন…

3 days ago

Midnapore: চুয়াড় বিদ্রোহের আঁতুড়ঘর, নবরূপে সাজবে শালবনীর রানি শিরোমণির গড়; পুজোর আগেই এলো সুখবর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: “কর্ণগড়ের রানি মাগো অস্ত্র ধরেছিল/ কলকাতার লোকে…

3 days ago

Midnapore: “আমরা স্বচ্ছ…সরকার দুর্নীতিগ্রস্ত”, কালো জামা পরে পরীক্ষাকেন্দ্রে ‘যোগ্য শিক্ষক’ কৃষ্ণগোপাল, মেদিনীপুরে কি বললেন তিনি…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে স্কুল…

6 days ago

Midnapore: ‘১৪ লাখ টাকা লাগবে…’, SSC-র প্রশ্নপত্র বিক্রির ‘ভুয়ো’ পোস্ট ছড়িয়ে মেদিনীপুরে গ্রেপ্তার যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: "আমার বাড়ি মুর্শিদাবাদ, গত দুই দিন আগে…

1 week ago

NIRF Ranking: দেশের সেরা কলেজের তালিকায় ৪২-তম স্থানে মেদিনীপুর কলেজ, সার্বিক বিচারে নিজের জায়গা ধরে রাখল IIT খড়্গপুরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: দেশের সেরা কলেজের তালিকায় ৪২-তম স্থানে শহিদদের…

1 week ago