Midnapore

Midnapore: মেদিনীপুর পৌরসভার কবি প্রণামে সস্ত্রীক বাবুল সুপ্রিয়! গাইলেন একের পর এক রবীন্দ্র সংগীত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৯ আগস্ট: ‘বাইশে শ্রাবণ’ উপলক্ষে মেদিনীপুর পৌরসভার ‘কবি প্রণাম ও গুনীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাবুল সুপ্রিয়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রচনা শর্মা সুপ্রিয় এবং কন্যাও। শহরের প্রদ্যোৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহে মহা সাড়ম্বরে এই অনুষ্ঠান পালিত হয় সোমবার সন্ধ্যায়। বসেছিল চাঁদের হাট। জেলাশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে বিধায়ক, সভাধিপতি, কর্মাধ্যক্ষ, পৌরপ্রধান, কাউন্সিলর থেকে শুরু করে শহরের একঝাঁক শিল্পী-কলা কুশলীরা উপস্থিত হয়েছিলেন। তবে, প্রধান আকর্ষণ ছিলেন অবশ্যই সদ্য তথ্য, প্রযুক্তি ও পর্যটন দফতরের দায়িত্ব পাওয়া ক্যাবিনেট মন্ত্রী বাবুল। মন্ত্রী হিসেবে নয়, এদিন‌ তিনি মঞ্চ মাতালেন একের পর এক রবীন্দ্র সংগীত গেয়ে। প্রায় এক ঘন্টা ধরে রবীন্দ্র সংগীত পরিবেশন করে প্রদ্যোৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহ মাতিয়ে তুলেছিলেন একসময়ের বিখ্যাত সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়। নিজেও স্বীকার করলেন সেকথা! বললেন, “দীর্ঘ দিন পর, প্রায় এক ঘন্টা ধরে রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান করলাম!” জানালেন, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া’র আমন্ত্রণ ফেলতে পারেননি তিনি।

বাবুল সুপ্রিয়, সঙ্গে বিধায়ক জুন মালিয়া ও পুরপ্রধান সৌমেন খান:

তবে, তার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মেদিনীপুর শহরের সার্কিট হাউসে। তৃণমূল নেতাদের অস্বাভাবিক হারে সম্পত্তি বৃদ্ধি পাওয়া এবং ইডি তদন্ত প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, “বিচারাধীন বিষয় নিয়ে বেশি মন্তব্য করব না। তবে, একইভাবে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে ইডি তদন্ত হবে না কেন? ওঁর বাড়িতে কত টাকা লুকিয়ে আছে, সেটা কেন দেখা হবে না! আমি নাম করব না, বিজেপির অনেক নেতা আছে, যাদের আয়ের কোনো উৎস নেই, কোন পড়াশোনা নেই; অথচ তাঁদের হাতে সোনার চেন, সোনার ঘড়ি প্রভৃতি রয়েছে। সেগুলোরও খোঁজ নেওয়া উচিত। ইডি চোখ বন্ধ করে দেশে শুধুমাত্র বিরোধীদের আক্রমণ করবে বা বিরোধীদের বাড়িতে অভিযান চালাবে সেটা তো হতে পারে না। বিজেপি পুরোটাই একটা ওয়াশিং মেশিন, ধোয়া তুলসী পাতা! এটা করলে কেন্দ্রীয় সংস্থাগুলির প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কমে যাবে। না হলে, হোক না শুভেন্দু অধিকারীর বাড়িতে একবার অভিযান। উনি ভোটের জন্য কত টাকা রেখেছেন দেখা হোক। একাধিক মামলা ওনার বিরুদ্ধেও রয়েছে। সেগুলোতে অগ্রগতি হচ্ছে না। দুটো মামলাতে তো টিভির সামনে উনি কি করেছেন, সেটা সবাই দেখেছে। বেশি বলব না যেটুকু বললাম সেটুকু বোঝার মতোও ওনার ক্ষমতা নেই।”

সংগীতশিল্পী জয়ন্ত সাহা-কে সংবর্ধনা দেওয়া হল :

বিধায়ক জুন মালিয়া’র সঙ্গে সস্ত্রীক বাবুল সুপ্রিয়:

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago