Midnapore

Midnapore: মেদিনীপুর পৌরসভার কবি প্রণামে সস্ত্রীক বাবুল সুপ্রিয়! গাইলেন একের পর এক রবীন্দ্র সংগীত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৯ আগস্ট: ‘বাইশে শ্রাবণ’ উপলক্ষে মেদিনীপুর পৌরসভার ‘কবি প্রণাম ও গুনীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাবুল সুপ্রিয়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রচনা শর্মা সুপ্রিয় এবং কন্যাও। শহরের প্রদ্যোৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহে মহা সাড়ম্বরে এই অনুষ্ঠান পালিত হয় সোমবার সন্ধ্যায়। বসেছিল চাঁদের হাট। জেলাশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে বিধায়ক, সভাধিপতি, কর্মাধ্যক্ষ, পৌরপ্রধান, কাউন্সিলর থেকে শুরু করে শহরের একঝাঁক শিল্পী-কলা কুশলীরা উপস্থিত হয়েছিলেন। তবে, প্রধান আকর্ষণ ছিলেন অবশ্যই সদ্য তথ্য, প্রযুক্তি ও পর্যটন দফতরের দায়িত্ব পাওয়া ক্যাবিনেট মন্ত্রী বাবুল। মন্ত্রী হিসেবে নয়, এদিন‌ তিনি মঞ্চ মাতালেন একের পর এক রবীন্দ্র সংগীত গেয়ে। প্রায় এক ঘন্টা ধরে রবীন্দ্র সংগীত পরিবেশন করে প্রদ্যোৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহ মাতিয়ে তুলেছিলেন একসময়ের বিখ্যাত সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়। নিজেও স্বীকার করলেন সেকথা! বললেন, “দীর্ঘ দিন পর, প্রায় এক ঘন্টা ধরে রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান করলাম!” জানালেন, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া’র আমন্ত্রণ ফেলতে পারেননি তিনি।

বাবুল সুপ্রিয়, সঙ্গে বিধায়ক জুন মালিয়া ও পুরপ্রধান সৌমেন খান:

তবে, তার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মেদিনীপুর শহরের সার্কিট হাউসে। তৃণমূল নেতাদের অস্বাভাবিক হারে সম্পত্তি বৃদ্ধি পাওয়া এবং ইডি তদন্ত প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, “বিচারাধীন বিষয় নিয়ে বেশি মন্তব্য করব না। তবে, একইভাবে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে ইডি তদন্ত হবে না কেন? ওঁর বাড়িতে কত টাকা লুকিয়ে আছে, সেটা কেন দেখা হবে না! আমি নাম করব না, বিজেপির অনেক নেতা আছে, যাদের আয়ের কোনো উৎস নেই, কোন পড়াশোনা নেই; অথচ তাঁদের হাতে সোনার চেন, সোনার ঘড়ি প্রভৃতি রয়েছে। সেগুলোরও খোঁজ নেওয়া উচিত। ইডি চোখ বন্ধ করে দেশে শুধুমাত্র বিরোধীদের আক্রমণ করবে বা বিরোধীদের বাড়িতে অভিযান চালাবে সেটা তো হতে পারে না। বিজেপি পুরোটাই একটা ওয়াশিং মেশিন, ধোয়া তুলসী পাতা! এটা করলে কেন্দ্রীয় সংস্থাগুলির প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কমে যাবে। না হলে, হোক না শুভেন্দু অধিকারীর বাড়িতে একবার অভিযান। উনি ভোটের জন্য কত টাকা রেখেছেন দেখা হোক। একাধিক মামলা ওনার বিরুদ্ধেও রয়েছে। সেগুলোতে অগ্রগতি হচ্ছে না। দুটো মামলাতে তো টিভির সামনে উনি কি করেছেন, সেটা সবাই দেখেছে। বেশি বলব না যেটুকু বললাম সেটুকু বোঝার মতোও ওনার ক্ষমতা নেই।”

সংগীতশিল্পী জয়ন্ত সাহা-কে সংবর্ধনা দেওয়া হল :

বিধায়ক জুন মালিয়া’র সঙ্গে সস্ত্রীক বাবুল সুপ্রিয়:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago