Midnapore

Midnapore: জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের মেদিনীপুর মেডিক্যালের সাসপেন্ডেড চিকিৎসকদের বিরুদ্ধে! স্যালাইনকেই দুষছেন জুনিয়ররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ জানুয়ারি: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যু তথা চিকিৎসায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড হওয়া চিকিৎসকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১০৫ (অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানো), ১২৫-বি (জীবনহানির সম্ভাবনা আছে এমন কোনও কাজ করা) এবং ১৯৮ (সরকারি নির্দেশ অমান্য করা) ধারায় মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু করেছে সিআইডি। মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে সমস্ত নথিপত্র ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যদিও, এখনও অবধি ৬ জন জুনিয়র চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়নি বা তাঁদের সাসপেনশনের নোটিশ ধরানো হয়নি বলে জানা গেছে। অন্যদিকে, এই ঘটনায় স্যালাইনকেই দায়ী করেছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই প্রতিবাদে আংশিক কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাঁরা।

তদন্তে সিআইডি:

বিজ্ঞাপন (Advertisement):

শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকেরা বলেন, “ওই দিন চার জনের (মামনি রুইদাস, মাম্পি সিং, নাসরিন খাতুন, মীনায়ারা বিবি) সিজারের পরই তাঁদের শ্বাসকষ্ট হয়। এরপর আমরা পঞ্চম প্রসূতিকে (রেখা সাউ) বেডে তোলার পর একটি স্যালাইন চালিয়ে দেখি তাঁরও শ্বাসকষ্ট হচ্ছে। তারপর আমরা অনেকটাই নিশ্চিত হই স্যালাইনের জন্যই এই ঘটনা ঘটছে। সেজন্যই রোগীর পরিজনদের মুচলেকা লেখানো হয়। পঞ্চম (রেখা সাউ), ষষ্ঠ ও সপ্তম প্রসূতির পরিজনদের বাইরে থেকে স্যালাইন কিনে আনতে বলা হয়। ষষ্ঠ ও সপ্তম প্রসূতিকে একটাও ওই স্যালাইন (নিষিদ্ধ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার আরএল) দেওয়া হয়নি। সেজন্যই তাঁরা সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়ি ফিরে গেছেন। পঞ্চম প্রসূতিকে মাত্র একটা স্যালাইন দেওয়ার কারণে, তিনিও অপেক্ষাকৃত কম অসুস্থ হন।” তাঁরা এও বলেন, “প্রসূতি বিভাগ ও অ্যানাস্থেসিয়া বিভাগের এই পিজিটি-রা আগেও একাধিক ওটি (সিজার) করেছেন; কোনও সমস্যা হয়নি। মামনি রুইদাসের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও ভুল অস্ত্রোপচার নয়, সংক্রমণ বা সেপটিক শককে দায়ী করা হয়েছে। যেটা ওই ভেজাল বা বিষাক্ত স্যালাইনের কারণেই ঘটেছে।” যদিও, সিনিয়র চিকিৎসকেরা নিজেদের ডিউটি করেন না কেন? এই প্রশ্নের সদুত্তর কোনও পক্ষই দিতে পারেন নি!

প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

5 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago