দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: সেই চেনা দৃশ্য! সাধারণ মানুষ সরকারের আশ্বাসে আশ্বস্ত হয়ে পথে নেমেছেন, বাসেও উঠেছেন। তবে, নাছোড়বান্দা বনধ সমর্থনকারীরা কিছুতেই বাস যেতে দেবেন না! যদিও, পুলিশের তৎপরতায় আর ফাঁক গলে বেশ কিছু সরকারি ও বেসরকারি বাস শেষ পর্যন্ত মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বের হতে সক্ষম হয়েছে। আপাতদৃষ্টিতে জেলাশহর মেদিনীপুর সচল রয়েছে। বাজার-হাট অফিস-আদালত সবই খোলা। তবে, কিছু কিছু দোকান পত্র বন্ধ আছে। এমনিতেই দুর্যোগের আবহাওয়া। তাই মানুষজন রাস্তায় অন্যান্য দিনের তুলনায় কম নেমেছেন। যাই হোক না কেন, নেতৃত্বের দাবি, “কেন্দ্রীয় সরকারের কৃষি আইন, উদার বেসরকারিকরণ, কর্মী ছাঁটাই, ওষুধ ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে যে বনধ ডাকা হয়েছে, তা সর্বাত্মকভাবে সফল।”

thebengalpost.net
সচল মেদিনীপুর শহর :

প্রসঙ্গত, বনধের সমর্থনে সরকারি বাস আটকে বিক্ষোভ দেখালেন সমর্থনকারীরা। মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে সরকারি বাস ও রাস্তা আটকে বনধ সমর্থনকারীরা তুমুল বিক্ষোভ দেখালেন। পুলিশি তৎপরতায় বনধ সমর্থনকারীদের সরিয়ে দেওয়া হয়। জেলার বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে সমর্থনকারিরা রাস্তায় নামেন। তবে, খড়্গপুর – আদ্রা শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মিশ্র প্রভাব পড়েছে জেলায়। এমনিতেই স্কুল কলেজ বন্ধ থাকায় আর ঝিরঝিরে বৃষ্টি’র কারণে একটা ছুটির মেজাজ রয়েছেই! যদিও সিপিআইএমের রাজ্য নেতা তাপস সিনহা দাবি করলেন, “এমন সর্বাত্মক সফল বনধ সাম্প্রতিককালে দেখা যায়নি!”

thebengalpost.net
বাস আটকে বিক্ষোভ বনধ সমর্থনকারীদের :