Midnapore

Midnapore College: জানুয়ারিতেই ১৫০-তে পদার্পণ মেদিনীপুর কলেজের! সার্ধশতবর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রীকে

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর:”দশ কুড়ি পঞ্চাশ একশ বছর/ তারপর পায়ে পায়ে আরও পঞ্চাশ/ মেদিনীপুর কলেজ দেড়শ বছর”! সম্প্রতি (১০ অক্টোবর) প্রকাশিত নিজেদের থীমসঙে একথাই বলেছিল দেড়শো বছরে পদার্পণ করতে চলা ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজ (স্বশাসিত)। ১৮৭৩ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি শুরু হয়েছিল এই কলেজের পথচলা। বিপ্লবীদের স্মৃতিধন্য সেই মেদিনীপুর কলেজ (স্বশাসিত) নতুন বছরের (২০২২) ৩০ জানুয়ারি তাই ১৫০-তে পদার্পণ করতে চলেছে। আর, সার্ধশতবর্ষের এই সূচনানুষ্ঠানে আসুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চাইছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার সার্ধশতবর্ষ অনুষ্ঠান নিয়ে সম্পন্ন হওয়া এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর, কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা জানিয়েছেন, “আমরা সবাই আন্তরিকভাবে চাইছি, অবিভক্ত মেদিনীপুরের এই গর্বের শিক্ষাপ্রতিষ্ঠানে একবার আসুন মুখ্যমন্ত্রী। তাঁর হাত দিয়েই সার্ধশতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন হোক, এই মর্মে ইতিমধ্যে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি।” গতকাল বৈঠকে উপস্থিত ছিলেন, অবিভক্ত মেদিনীপুরের তিন মন্ত্রী, যথাক্রমে- ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া, ড. সৌমেন কুমার মহাপাত্র, শ্রীকান্ত মাহাত। এছাড়াও উপস্থিত ছিলেন, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা MKDA চেয়ারম্যান দীনেন রায়, ভাইস চেয়ারম্যান প্রদ্যোৎ ঘোষ, মেদিনীপুর পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সৌমেন খান, জিপি সুকুমার পড়িয়া প্রমুখ।

মেদিনীপুর কলেজের বৈঠক শেষে :

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থান এই মেদিনীপুর কলেজ অবিভক্ত মেদিনীপুরের বিপ্লবীদের ‘আঁতুড়ঘর’ হিসেবে প্রসিদ্ধ। বিপ্লবী দীনেশ গুপ্ত, মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী, নির্মলজীবন ঘোষ, প্রদ্যোৎ ভট্টাচার্য- প্রমুখদের স্মৃতিধন্য এই কলেজ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও সারা দেশ তথা এশিয়া মহাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রূপে উজ্জ্বল। ন্যাকের (NAAC) বিচারে A+ গ্রেড পাওয়া এই কলেজ বর্তমানে অটোনমাস বা স্বশাসিত স্বীকৃতি লাভ করেছে। ইউজিসি (University Grants Commission) থেকে পেয়েছে ‘বিশেষ হেরিটেজ’ (Special Heritage) মর্যাদা। ঐতিহ্য আর গরিমার এহেন‌ গর্ভগৃহে একটিবার আসুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই আন্তরিকভাবে চাইছে মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ। শনিবার বিকেলে, সার্ধশতবর্ষের অনুষ্ঠান বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠকে কলেজ কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছিল, এই কলেজের একাধিক প্রাক্তনীদের। যে তালিকায় ছিলেন, অবিভক্ত মেদিনীপুরের একাধিক বিধায়ক, মন্ত্রী ও জনপ্রতিনিধিরা। তাঁদের উপস্থিতিতে হয় এই বৈঠক। সেখানে কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা আবেদন জানান, স্বয়ং মুখ্যমন্ত্রী’র হাত ধরেই উদ্বোধিত হোক সার্ধশতবর্ষ অনুষ্ঠান। বৈঠকে উপস্থিত, মেদিনীপুর কলেজের প্রাক্তনী ড. সৌমেন মহাপাত্র, শ্রীকান্ত মাহাত, বিধায়ক দীনেন রায় থেকে শুরু করে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ও রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া সেই আবেদন আন্তরিকভাবে গ্রহণ করেন। তাঁরাও চাইছেন, সারা রাজ্য তথা দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্ধশতবর্ষ অনুষ্ঠান সূচিত হোক রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়েই! উল্লেখ্য যে, ২০২২ এর ৩০ জানুয়ারি মেদিনীপুর কলেজের সার্ধশতবর্ষের অনুষ্ঠান শুরু হবে এবং তা চলবে ২০২৩ এর ৩০ জানুয়ারি পর্যন্ত।

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago