Midnapore

Midnapore: পূর্বে কমলা, পশ্চিমে হলুদ সতর্কতা আজ-ও! বৃষ্টি মাথায় নিয়েই মেদিনীপুরে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: রাতভর তুমুল বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। রবিবার রাত থেকে সোমবার সকাল অবধি ভারি বৃষ্টিপাত হয়েছে খড়্গপুর, মেদিনীপুরেও। আর, এতেই খড়্গপুর শিল্পতালুকের ভেতরে অবস্থিত স্টেডিয়ামে অর্থাৎ মুখ্যমন্ত্রীর সভাস্থলে জল জমে যায়। সোমবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই জল বের করা হলো প্রশাসনের তরফে। যদিও, এই সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কর্মসূচি বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। তবে, আজ, বিকেল সাড়ে চারটা-পাঁচটা নাগাদ তিনি মেদিনীপুরে পৌঁছে যাবেন বলেই সূত্রের খবর। ইতিমধ্যে, নেতাজি ইনডোরের প্রশাসনিক কর্মসূচি শেষ করে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে মেদিনীপুরে উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে সূত্রের খবর। আবহাওয়া খারাপ থাকায় সড়কপথেই আসতে চলছেন মুখ্যমন্ত্রী। খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকের ভেতরে আবাসনে বা অতিথিশালায় তিনি রাত্রিযাপন করবেন বলে জানা গিয়েছিল দলীয় সূত্রে।

খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকের সভাস্থল:

এদিকে, আজ (১২ সেপ্টেম্বর)ও দিনভর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, নদীয়া জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর‌ ও দুই চব্বিশ পরগণা জেলায়। আগামী দু’দিনও এই তিন জেলায় থাকছে বৃষ্টির হলুদ সতর্কতা। তবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামীকাল বৃষ্টির পূর্বাভাস নেই। আংশিক মেঘলা আকাশ বা হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে, বুধবার পর্যন্ত সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বজ্রপাতের জন্য ফাঁকা মাঠে কাজ করা কৃষকদের-ও সতর্ক থাকা উচিত বলে মত বিশেষজ্ঞদের। এদিকে, মুখ্যমন্ত্রী আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মনোনয়ন সংক্রান্ত বৈঠক করবেন। জানা যায়, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা বিদ্যাসাগর শিল্পতালুকের ভেতরে অবস্থিত একটি কনফারেন্স হলে তিনি পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি মনোনয়নের বিষয়ে বৈঠক করবেন এবং সকলের মতামত নিয়ে সভাধিপতি বেছে নেবেন। ১৪ সেপ্টেম্বর প্রশাসনিক সভা করতে তমলুকের নিমতৌড়িতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ সেপ্টেম্বর ফের খড়্গপুর শিল্পতালুকের ভেতরে অবস্থিত স্টেডিয়ামের সভা থেকে জঙ্গলমহলের ৭ হাজার স্কিল ট্রেনিং প্রাপ্ত চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন (নেতাজি ইনডোরে আজ ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়েছেন)। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে জেলা প্রশাসনের। এদিকে, তৃণমূলের তরফে রবিবার জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে দলের কো-অর্ডিনেটর ও বিধায়ক অজিত মাইতি, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, জেলা সভাপতি সুজয় ও আশিস হুদাইত-দের উপস্থিতিতে। সবমিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে খড়্গপুর-মেদিনীপুরে এখন শেষ মুহূর্তের তৎপরতা পুলিশ, প্রশাসন ও শাসকদলের তরফে। (বিকেল ঠিক ৪ ৩৫ মিনিটে খড়্গপুর শিল্পতালুকে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।)

বিজ্ঞাপন (Advertisement) :

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

8 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

3 weeks ago