Midnapore

Cricket Stadium: মেদিনীপুর শহরে হবে ক্রিকেট স্টেডিয়াম! জমি পরিদর্শনে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: বহু বছরের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে মেদিনীপুর বাসীর। প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়াম এবার বাস্তবে গড়ে উঠতে চলেছে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের উপকণ্ঠে খাসজঙ্গ মৌজায় (আবাসের কাছে) গড়ে উঠতে চলেছে সেই ক্রিকেট স্টেডিয়াম। শুক্রবার জেলা প্রশাসনের প্রস্তাবিত খাসজঙ্গল এলাকার সেই জমি পরিদর্শন করলেন জেলা প্রশাসন এবং জেলা ও মহাকুমা ক্রীড়া সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন সিএবি (CAB- Cricket Association of Bengal)র প্রতিনিধিও। জানা গেছে ওই জমি পছন্দ হয়েছে প্রতিনিধিদলের। খুব শীঘ্রই নতুন ক্রিকেট স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত জমি জেলা প্রশাসনের পক্ষ থেকে হস্তান্তর করে দেওয়া হবে জেলা ক্রীড়া সংস্থা’ (DSA- District Sports Association)র হাতে। এদিনের পরিদর্শক দলে উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক (গড়বেতা) উত্তরা সিংহ হাজরা, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, সিএসবি’র ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান তথা মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জীত তোরই, মেদিনীপুর জেলা ও মহকুমা ক্রীড়া সংস্থার সদস্য তথা বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজয় হাজরা, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সহ সম্পাদক সুতীর্থ সাউ প্রমুখরা। এছাড়াও ছিলেন, DPRDO সুদীপ্ত সাঁতরা এবং জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের আধিকারিকরাও।

জমি পরিদর্শন করা হলো জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার তরফে :

প্রসঙ্গত, জেলা শহর মেদিনীপুরে সুপ্রাচীন অরবিন্দ স্টেডিয়ামে সব ধরনের খেলা হলেও, তা রাজ্য স্তরের ক্রিকেট প্রতিযোগিতার জন্য উপযুক্ত নয়। তাই, সিএবি এবং জেলা ক্রীড়া সংস্থার তরফে জেলায় একটি ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার প্রস্তাব অনেক আগে থেকেই দেওয়া হয়েছিল রাজ্য ও জেলা প্রশাসনকে। সম্প্রতি সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে রাজ্য সরকারের তরফে। এই বিষয়ে জেলা প্রশাসনের কাছে ‘নবান্ন’ থেকে একটি চিঠিও এসেছে বলে জানা গেছে। সদ্য গঠিত সিএবি’র ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়া সঞ্জীত তোরই শুক্রবার এই বিষয়ে জানিয়েছেন, “মেদিনীপুর শহরের উপকণ্ঠে একটি ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার বিষয়টি অনেক আগে থেকেই প্রস্তাবিত ছিল। এমনকি, স্বয়ং সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি কয়েক বছর আগে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে এসে, ক্রিকেট স্টেডিয়ামের বিষয়টিতে উৎসাহ প্রকাশ করেছিলেন। তবে, জমি জটে এতদিন তা আটকে ছিল। এবার, জেলা প্রশাসনের তরফে সেই জমি জট কাটিয়ে জেলা ক্রীড়া সংস্থার হাতে জমি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই জায়গার জমি আমাদের পছন্দ হয়েছে। মোটামুটিভাবে ৬ একরের কাছাকাছি জমি আমাদের লাগবে। তা খুব শীঘ্রই হস্তান্তর করা হবে বলে জানতে পেরেছি।” এই বিষয়ে উৎসাহিত জেলা ক্রীড়া সংস্থার সদস্য তথা শাসকদলের জেলা সভাপতি সুজয় হাজরাও। তিনি জানিয়েছেন, “খুব শীঘ্রই মেদিনীপুর বাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে! এজন্য একযোগে ধন্যবাদ জানাই রাজ্য সরকার ও জেলা প্রশাসনকে।”

প্রস্তাবিত জমি ক্রীড়া সংস্থার সদস্যদের পছন্দ হয়েছে বলে জানা গেছে:

News Desk

Recent Posts

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

51 mins ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

11 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

5 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago