Midnapore

Midnapore: অগ্নিমিত্রার মিছিলে ‘মহাগুরু’-কে দেখতে ভিড় মেদিনীপুরে! ‘জাত গোখরো’-কে কার্বলিক অ্যাসিড ছুঁড়তে এসে ‘ছোবল’ খেলেন সবুজ-সৈনিকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ মে: একেই সমন্বয়ের অভাবে সোমবার (২০ মে) মুখ্যমন্ত্রীর মিছিলে লোক হয়নি বলে চাপে আছেন দলীয় প্রার্থী থেকে শহর ও জেলা নেতৃত্ব! তার উপরে মঙ্গলবার (২১ মে) ‘মহাগুরু’ (মিঠুন চক্রবর্তীর)-র মিছিলে ‘জাত গোখরো’, ‘চন্দ্রবোড়া’ সেজে হাতে ‘কার্বলিক অ্যাসিড’ লেখা বোতল নিয়ে বিক্ষোভ দেখাতে এসে ‘ছোবল’ খেতে হল শাসকদলের যুব-সৈনিকদের! বেশ কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে বোতল-ছোঁড়াছুঁড়ির পর মিছিলে অংশ নেওয়া বিজেপি কর্মী-সমর্থকদের পাল্টা প্রতিরোধে দুই যুব তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি হতে হয় বলে দলীয় সূত্রে খবর। শুধু তাই নয়, সমস্ত বড় বড় টিভি চ্যানেলে যেভাবে “মিঠুন চক্রবর্তীর মিছিলে ইঁট-বোতল বৃষ্টি ছোঁড়ার অভিযোগ” ফলাও করে দেখানো হচ্ছে, তাতে যে নির্বাচনের মাত্র ৪ দিন আগে শহর মেদিনীপুরে ফের একবার ‘পচা শামুকে পা কাটলো’ তৃণমূল নেতৃত্বের, তা বলাই বাহুল্য! এমনিতেই, গতকাল (সোমবার) পুলিশ আর দলীয় নেতৃত্বের সমন্বয়ের অভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মহামিছিল’ এ যাবৎকালের সবথেকে ‘ছোট’ মিছিলে পরিণত হয়েছে! তৃণমূল নেতৃত্ব-ও স্বীকার করে নিয়েছেন, “সমন্বয়ের অভাবে মিছিলের থেকে বেশি লোক হয়েছিল হেলিপ্যাডে। দিদিকে চোখের দেখা দেখতে কয়েক হাজার কর্মী-সমর্থকেরা কলেজ মাঠের হেলিপ্যাডে উপস্থিত হয়েছিলেন।”

তৃণমূলের বিক্ষোভে জাত গোখরো, চন্দ্রবোড়া সাজ:

‘হতাশ’ মুখ্যমন্ত্রীও সোমবার বিকেল ৫-টা নাগাদ মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট মাঠের হেলিপ্যাডে পৌঁছনোর আগে শহর-তৃণমূল আর বিধায়ক-তৃণমূলের ‘অন্তর্দ্বন্দ্ব’ উপলব্ধি করে, শেষের ক’টা দিন ‘এক’ হয়ে কাজ করার নির্দেশ দিয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। তার উপর এদিন শহর যুব তৃণমূলের কয়েকজন কর্মীর এই বিক্ষোভ ঘিরেও দলের মধ্যে ভিন্ন ভিন্ন সুর শোনা গিয়েছে! বিষয়টি নিয়ে বিরক্ত জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। অন্যদিকে, মঙ্গলবার মেদিনীপুর লোকসভার অধীন মেদিনীপুর শহরের কালেক্টরেট থেকে তাঁদের মিছিল কেরানিটোলার বাটার শো-রুমের কাছে (৬নং ওয়ার্ডে) পৌঁছনোর পর ইঁট-বোতল ছোঁড়া হয় অভিযোগ করে জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক শুভজিৎ রায় (বান্টি) বলেন, “এটা মেদনীপুরের সংস্কৃতি নয়। মিঠুন চক্রবর্তী বিজেপি-র নেতা হলেও, তিনি বাংলার গর্ব! তাই তাঁর মিছিলে যেভাবে যুব তৃণমূলের কর্মীরা বোতল, পাথর প্রভৃতি ছুঁড়ল; তা তৃণমূলের কুৎসিত মানসিকতারই প্রকাশ। আমি ওই কর্মীদের বারবার হাত জোড় করে বললাম, ভাই এই ওয়ার্ডে (৬নং) আমিও থাকি। তোরা আমার পরিচিত। এইভাবে নোংরামো করিসনা! তা সত্ত্বেও এই কান্ড ঘটালো।” যুব তৃণমূলের ওই কর্মীরা বলেন, “আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। ওরাই প্রথমে জলের বোতল ছোঁড়ে এবং তারপর লাঠি, বাঁশ নিয়ে আমাদের দিকে তেড়ে যায়। আমাদের দুই কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বিজেপি-র সাধারণ সম্পাদক শুভজিৎ রায় হাতজোড় করে অনুরোধ করছেন:

প্রসঙ্গত, মঙ্গলবার বেলা ১২টা নাগাদ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড-শো শুরু করেন ‘ডিস্কো ড্যান্সার’ মিঠুন চক্রবর্তী। কালেক্টরেট, কেরানীটোলা, বটতলা হয়ে গোলকুঁয়াচক পর্যন্ত রোড-শো করেন মিঠুন। তাঁর সঙ্গে সুসজ্জিত গাড়িতে ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও। এদিকে, মহাগুরু-কে এক ঝলক দেখতে হুড়োহুড়ি পড়ে যায় শহরবাসী এবং পথচারীদের মধ্যে। শহর মেদিনীপুরের কালেক্টরেট, কেরানীটোলা, বটতলা প্রভৃতি এলাকাগুলিতে যান-চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল! ভিড় দেখি খুশি অগ্নিমিত্রা। অন্যদিকে, মিঠুন এদিন কুইকোটা সংলগ্ন হেলিপ্যাড মাঠে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ফাটাকেষ্ট থেকে শুরু করে বহু সিনেমাতেই আমার পোশাক বা সাজসজ্জার দায়িত্বে ছিল অগ্নি (ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল)। মেদিনীপুর থেকে ওই জিতবে।” রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন আশ্রমের সন্ন্যাসীদের কটূক্তি, হামলা প্রসঙ্গে মিঠুন বলেন, “বাংলার জন্য এটা কি খুব গর্বের? এর ফল ভালো হবেনা!”

মেদিনীপুরে মিঠুন চক্রবর্তী:

অগ্নিমিত্রা পালের সঙ্গে মিঠুন চক্রবর্তী:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago