Midnapore

Midnapore: অগ্নিমিত্রার মিছিলে ‘মহাগুরু’-কে দেখতে ভিড় মেদিনীপুরে! ‘জাত গোখরো’-কে কার্বলিক অ্যাসিড ছুঁড়তে এসে ‘ছোবল’ খেলেন সবুজ-সৈনিকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ মে: একেই সমন্বয়ের অভাবে সোমবার (২০ মে) মুখ্যমন্ত্রীর মিছিলে লোক হয়নি বলে চাপে আছেন দলীয় প্রার্থী থেকে শহর ও জেলা নেতৃত্ব! তার উপরে মঙ্গলবার (২১ মে) ‘মহাগুরু’ (মিঠুন চক্রবর্তীর)-র মিছিলে ‘জাত গোখরো’, ‘চন্দ্রবোড়া’ সেজে হাতে ‘কার্বলিক অ্যাসিড’ লেখা বোতল নিয়ে বিক্ষোভ দেখাতে এসে ‘ছোবল’ খেতে হল শাসকদলের যুব-সৈনিকদের! বেশ কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে বোতল-ছোঁড়াছুঁড়ির পর মিছিলে অংশ নেওয়া বিজেপি কর্মী-সমর্থকদের পাল্টা প্রতিরোধে দুই যুব তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি হতে হয় বলে দলীয় সূত্রে খবর। শুধু তাই নয়, সমস্ত বড় বড় টিভি চ্যানেলে যেভাবে “মিঠুন চক্রবর্তীর মিছিলে ইঁট-বোতল বৃষ্টি ছোঁড়ার অভিযোগ” ফলাও করে দেখানো হচ্ছে, তাতে যে নির্বাচনের মাত্র ৪ দিন আগে শহর মেদিনীপুরে ফের একবার ‘পচা শামুকে পা কাটলো’ তৃণমূল নেতৃত্বের, তা বলাই বাহুল্য! এমনিতেই, গতকাল (সোমবার) পুলিশ আর দলীয় নেতৃত্বের সমন্বয়ের অভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মহামিছিল’ এ যাবৎকালের সবথেকে ‘ছোট’ মিছিলে পরিণত হয়েছে! তৃণমূল নেতৃত্ব-ও স্বীকার করে নিয়েছেন, “সমন্বয়ের অভাবে মিছিলের থেকে বেশি লোক হয়েছিল হেলিপ্যাডে। দিদিকে চোখের দেখা দেখতে কয়েক হাজার কর্মী-সমর্থকেরা কলেজ মাঠের হেলিপ্যাডে উপস্থিত হয়েছিলেন।”

তৃণমূলের বিক্ষোভে জাত গোখরো, চন্দ্রবোড়া সাজ:

‘হতাশ’ মুখ্যমন্ত্রীও সোমবার বিকেল ৫-টা নাগাদ মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট মাঠের হেলিপ্যাডে পৌঁছনোর আগে শহর-তৃণমূল আর বিধায়ক-তৃণমূলের ‘অন্তর্দ্বন্দ্ব’ উপলব্ধি করে, শেষের ক’টা দিন ‘এক’ হয়ে কাজ করার নির্দেশ দিয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। তার উপর এদিন শহর যুব তৃণমূলের কয়েকজন কর্মীর এই বিক্ষোভ ঘিরেও দলের মধ্যে ভিন্ন ভিন্ন সুর শোনা গিয়েছে! বিষয়টি নিয়ে বিরক্ত জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। অন্যদিকে, মঙ্গলবার মেদিনীপুর লোকসভার অধীন মেদিনীপুর শহরের কালেক্টরেট থেকে তাঁদের মিছিল কেরানিটোলার বাটার শো-রুমের কাছে (৬নং ওয়ার্ডে) পৌঁছনোর পর ইঁট-বোতল ছোঁড়া হয় অভিযোগ করে জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক শুভজিৎ রায় (বান্টি) বলেন, “এটা মেদনীপুরের সংস্কৃতি নয়। মিঠুন চক্রবর্তী বিজেপি-র নেতা হলেও, তিনি বাংলার গর্ব! তাই তাঁর মিছিলে যেভাবে যুব তৃণমূলের কর্মীরা বোতল, পাথর প্রভৃতি ছুঁড়ল; তা তৃণমূলের কুৎসিত মানসিকতারই প্রকাশ। আমি ওই কর্মীদের বারবার হাত জোড় করে বললাম, ভাই এই ওয়ার্ডে (৬নং) আমিও থাকি। তোরা আমার পরিচিত। এইভাবে নোংরামো করিসনা! তা সত্ত্বেও এই কান্ড ঘটালো।” যুব তৃণমূলের ওই কর্মীরা বলেন, “আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। ওরাই প্রথমে জলের বোতল ছোঁড়ে এবং তারপর লাঠি, বাঁশ নিয়ে আমাদের দিকে তেড়ে যায়। আমাদের দুই কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বিজেপি-র সাধারণ সম্পাদক শুভজিৎ রায় হাতজোড় করে অনুরোধ করছেন:

প্রসঙ্গত, মঙ্গলবার বেলা ১২টা নাগাদ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড-শো শুরু করেন ‘ডিস্কো ড্যান্সার’ মিঠুন চক্রবর্তী। কালেক্টরেট, কেরানীটোলা, বটতলা হয়ে গোলকুঁয়াচক পর্যন্ত রোড-শো করেন মিঠুন। তাঁর সঙ্গে সুসজ্জিত গাড়িতে ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও। এদিকে, মহাগুরু-কে এক ঝলক দেখতে হুড়োহুড়ি পড়ে যায় শহরবাসী এবং পথচারীদের মধ্যে। শহর মেদিনীপুরের কালেক্টরেট, কেরানীটোলা, বটতলা প্রভৃতি এলাকাগুলিতে যান-চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল! ভিড় দেখি খুশি অগ্নিমিত্রা। অন্যদিকে, মিঠুন এদিন কুইকোটা সংলগ্ন হেলিপ্যাড মাঠে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ফাটাকেষ্ট থেকে শুরু করে বহু সিনেমাতেই আমার পোশাক বা সাজসজ্জার দায়িত্বে ছিল অগ্নি (ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল)। মেদিনীপুর থেকে ওই জিতবে।” রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন আশ্রমের সন্ন্যাসীদের কটূক্তি, হামলা প্রসঙ্গে মিঠুন বলেন, “বাংলার জন্য এটা কি খুব গর্বের? এর ফল ভালো হবেনা!”

মেদিনীপুরে মিঠুন চক্রবর্তী:

অগ্নিমিত্রা পালের সঙ্গে মিঠুন চক্রবর্তী:

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago