দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের তরুণ কবিদের উদ্যোগে প্রাচ্য নাট্যগোষ্ঠী আয়োজিত ‘খেলাঘর’ নাটকটি মঞ্চস্থ হলো শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে। অভিনয় করলেন দেবশঙ্কর হালদার, চৈতি ঘোষাল, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা দাস, শুভাশীষ চক্রবর্তীর মতো বলিষ্ঠ অভিনেতা-অভিনেত্রীরা। তাঁদের অসামান্য অভিনয়ে মুগ্ধ হলেন জেলা শহর মেদিনীপুরের দর্শকরা। তবে, নাটকের মঞ্চায়ন শেষে কলাকুশলীরা একযোগে যখন মঞ্চে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে স্লোগান তুললেন, তখন যেন আরো বেশি মুগ্ধ হলেন শহরবাসী। প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে “জাস্টিস ফর আরজিকর” স্লোগানে গলা মেলালেন হল ভর্তি দর্শকও। অনেকেই অবশ্য প্রতিবাদের অঙ্গ হিসেবে হাতে ‘প্রতিবাদী পোস্টার’ নিয়েই প্রেক্ষাগৃহে প্রবেশ করেছিলেন। তাঁরা সেগুলি উপরে তুলে ধরেন।

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

thebengalpost.net
খেলাঘরে দেবশঙ্কর হালদার, চৈতি ঘোষাল:

প্রসঙ্গত,শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে মঞ্চস্থ হলো জনপ্রিয় ‘খেলাঘর’ নাটকটি। সেই নাটক শেষে শহরের ঐতিহ্যমন্ডিত এই প্রেক্ষাগৃহে সমস্বরে আওয়াজ উঠলো “উই ওয়ান্ট জাস্টিস”, “জাস্টিস ফর আরজিকর”! আর জি কর কান্ডের প্রতিবাদে এভাবেই মঞ্চ থেকে মুখরিত হলেন প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীরা। তাঁদের সঙ্গে গলা মেলালেন শহর মেদিনীপুরের নাট্যপ্রেমী দর্শকরাও। এ প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, অভীনেতা ও পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাট্য আকাদেমির ‘সেরা নির্দেশক’ পুরস্কার ও আর্থিক সম্মাননা ফিরিয়ে দিয়েছেন!

thebengalpost.net
নাটক শেষে:

উল্লেখ্য যে, শনিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি মাথায় নিয়েই নাটকটি দেখতে ভিড় জমান মেদিনীপুর শহরের সংস্কৃতি সচেতন মানুষ। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শুরু হয় নাটক। নাটক শেষ হওয়ার পর রাত্রি ৮টা ৪৫ মিনিট নাগাদ কলাকুশলীরা মঞ্চে দাঁড়িয়ে তাঁদের বক্তব্য রাখেন। তারপরই, নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সুবিচারের দাবিতে স্লোগান দেন ‘জাস্টিস ফর আর জি কর।” হল ভর্তি দর্শকরাও গলা মেলালেন সমস্বরে। প্রতিবাদী পোস্টার নিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করা দর্শকরা সেগুলি তুলে ধরেন বা প্রদর্শন করেন। ঘটনাচক্রে তার ঠিক কিছুক্ষণের মধ্যেই খবর আসে, আর জি কর কাণ্ডে খুন-ধর্ষণের মামলাতেও গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ ‘গুণধর’ সন্দীপ ঘোষ! প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মন্ডলও। স্বভাবতই উচ্ছ্বসিত মেদিনীপুর শহরের তরুণ কবিরা। তাঁরা বললেন, “এর থেকে আনন্দের আর কি হতে পারে!”

thebengalpost.net
মঞ্চ থেকে উঠল আওয়াজ:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):