দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জেলা শহর মেদিনীপুরের কলেজ স্কোয়ার এলাকায় অস্থায়ী একটি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাতে হয়েছে তরতাজা এক যুবককে। শহরের রাঙ্গামাটির বাসিন্দা আশিস সাউ নামে বছর ২৪-র ওই যুবকই ছিলেন ফাস্ট ফুডের দোকানটির মালিক। মঙ্গলবার দুপুরে আশিস ছাড়া দোকানের আরও দুই কর্মী তড়িদাহত হন। বছর ২০-র ওই দুই যুবক এখনও মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ওই সমস্ত অস্থায়ী দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ঘিরে তোলপাড় জেলা শহর! আতঙ্কিত মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরাও। মঙ্গলবার তাই এই বিষয়ের সুষ্ঠু সমাধান চেয়ে মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে।

thebengalpost.net
বিজ্ঞাপন:

মঙ্গলবার মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষের তরফে কলেজের প্রাচীরের ঠিক বাইরে, সামনের রাস্তায় থাকা এই সমস্ত অস্থায়ী দোকানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসন ও মেদনীপুর পৌরসভার কাছে। তাঁরা এই বিষয়ে ডেপুটেশন বা স্মারকলিপি জমা দিয়েছেন জেলাশাসক পুলিশ সুপার ও পৌরসভার চেয়ারম্যানের কাছে। কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, “কলেজের প্রাচীর লাগোয়া এই সমস্ত অস্থায়ী দোকানগুলির বিরুদ্ধে পৌরসভা ও প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি আগেই। ঐতিহাসিক এই কলেজের সামনেই, রাস্তা দখল করে বসে থাকা এই সমস্ত অস্থায়ী খাবারের দোকানগুলির কারণে একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, ঠিক তেমনই গ্যাস সিলিন্ডার এবং অবৈধ বিদ্যুতের সংযোগ থাকার ফলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকছে। এই মৃত্যুর পর আমাদের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা রীতিমতো আতঙ্কিত। তাই জেলাশাসক, পুলিশ সুপার ও পৌরপ্রধানের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়ে নিজেদের আবেদন তুলে ধরেছি।” এই বিষয়ে স্থায়ী সমাধানের উদ্দেশ্যে পৌরসভা বা প্রশাসনের তরফে ওই সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয় কিনা, সেটা এখন দেখার!

thebengalpost.net
কলেজের সামনের দোকান নিয়ে সরব কর্তৃপক্ষ :