Midnapore

Midnapore: গ্ল্যামার দুনিয়ার হাতছানি! শহর মেদিনীপুরের গ্ল্যাম-এজ স্টুডিওতে শেখানো হবে মডেলিং, যোগা, মেকাপ থেকে ফটোগ্রাফি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: গ্ল্যামার ওয়ার্ল্ড বা গ্ল্যামার দুনিয়ায় পা রাখতে চায় মফস্বলের ছেলেমেয়েরাও। তবে, আলো-আঁধারির সেই জগত সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায়, আত্মবিশ্বাসের অভাবে প্রথম থেকেই পিছিয়ে পড়ে তারা। যদিও, বর্তমান সময়ে, বিশ্বায়নের (Globalization) সাথে তাল মিলিয়ে, প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরাও আজ সর্বক্ষেত্রেই নিজেদের মেলে ধরতে তৎপর। আর, সেই প্রেক্ষাপটেই মেদিনীপুর জেলা (অবিভক্ত) তথা শহরের উৎসাহী ছেলেমেয়েদের নতুন দিশা দেখাতে এগিয়ে এসেছেন, শহরেরই এক যুবক। এক ছাতার তলায় মডেলিং, যোগা, মেকাপ, ফটোগ্রাফি প্রভৃতি শেখানোর জন্য গড়ে তুলেছেন গ্ল্যাম-এজ মডেলিং স্টুডিও (Glam-Edge Modelling Studio)। শহরেরই বাসিন্দা, গ্রুমিং এক্সপার্ট হিসেবে গত ৫-৬ বছর ধরে কাজ করে চলা বছর ৩০-র অভিলাষ সিং রাজপুতের উদ্যোগেই আগামী সেপ্টেম্বর মাসে, শহরে প্রথম এই ধরনের এক মডেলিং স্টুডিও উদ্বোধিত হতে চলেছে। ভর্তি প্রক্রিয়া অবশ্য আজ, রবিবার (৪ আগস্ট) থেকেই শুরু হয়ে গেছে বলে এদিন একটি সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছেন অভিলাষ।

গ্ল্যাম-এজের উদ্বোধন:

রবিবার (৪ আগস্ট) মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে অবস্থিত হোটেল অন্নপূর্ণা-তে আয়োজিত সাংবাদিক বৈঠকে অভিলাষ এও জানিয়েছেন, “এই প্রথম মেদিনীপুর শহরে এমন এক স্টুডিও-র উদ্বোধন হতে চলেছে, যেখানে মডেলিং, মেকাপ, যোগা, ফটোগ্রাফি যেমন শেখানো হবে ঠিক তেমনি বিভিন্ন কমার্শিয়াল বা পার্সোনাল ফটোশুটও করা যাবে। এজন্য এখন থেকে আর কলকাতায় দৌড়তে হবে না। প্রশিক্ষণের জন্য যাঁরা ভর্তি হবেন, আমরা তাঁদের বিনামূল্যে একটি পোর্টফলিও-ও বানিয়ে দেব। বাইরে যেটা তৈরি করতে কয়েক হাজার টাকা দিতে হয়। এছাড়াও, জঙ্গলমহলের দুঃস্থ ছেলে-মেয়েদের আমরা বিশেষ ছাড় দিয়ে প্রশিক্ষণ দেব।” মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ের গলিতে সেপ্টেম্বর মাসের শুরুতেই এই স্টুডিও উদ্বোধিত হবে বলেও জানিয়েছেন অভিলাষ। তবে, ভর্তি প্রক্রিয়া (সীমিত সংখ্যক আসনে) রবিবার থেকেই শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

মডেলিং:

অভিলাষ এও জানিয়েছেন, পেশাদার প্রশিক্ষকরাই এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেবেন। নিকনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভ্রনীল মালাকার ফটোগ্রাফি শেখাবেন। মাধব পুরকায়িত, সুজাতা পাসোয়ানরা মেকাপের প্রশিক্ষণ দেবেন। কৃতি ঘোষ শেখাবেন যোগা। মডেলিং শেখাবেন অভিলাষ সহ অন্যান্য পেশাদার শিল্পীরা। এদিন, অভিলাষের নিজের লেখা একটি বইও প্রকাশিত হয়। যেখানে অভিলাষ গ্ল্যামার দুনিয়া সম্পর্কে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এদিনের সাংবাদিক বৈঠকে অভিলাষ ছাড়াও উপস্থিত ছিলেন যোগা প্রশিক্ষক কৃতী ঘোষ, ট্রেনি মডেল শুভম, রবিনা, অরিনি, কাতিফা, কুহক প্রমুখ। (যোগাযোগের নম্বর-7003881822)।

মডেলিং স্টুডিও উদ্বোধন হতে চলেছে মেদিনীপুর শহরে:

চলছে গ্রুমিং, র‌্যাম্প ওয়াকের প্রশিক্ষণ:

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

7 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

6 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago