দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: গ্ল্যামার ওয়ার্ল্ড বা গ্ল্যামার দুনিয়ায় পা রাখতে চায় মফস্বলের ছেলেমেয়েরাও। তবে, আলো-আঁধারির সেই জগত সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায়, আত্মবিশ্বাসের অভাবে প্রথম থেকেই পিছিয়ে পড়ে তারা। যদিও, বর্তমান সময়ে, বিশ্বায়নের (Globalization) সাথে তাল মিলিয়ে, প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরাও আজ সর্বক্ষেত্রেই নিজেদের মেলে ধরতে তৎপর। আর, সেই প্রেক্ষাপটেই মেদিনীপুর জেলা (অবিভক্ত) তথা শহরের উৎসাহী ছেলেমেয়েদের নতুন দিশা দেখাতে এগিয়ে এসেছেন, শহরেরই এক যুবক। এক ছাতার তলায় মডেলিং, যোগা, মেকাপ, ফটোগ্রাফি প্রভৃতি শেখানোর জন্য গড়ে তুলেছেন গ্ল্যাম-এজ মডেলিং স্টুডিও (Glam-Edge Modelling Studio)। শহরেরই বাসিন্দা, গ্রুমিং এক্সপার্ট হিসেবে গত ৫-৬ বছর ধরে কাজ করে চলা বছর ৩০-র অভিলাষ সিং রাজপুতের উদ্যোগেই আগামী সেপ্টেম্বর মাসে, শহরে প্রথম এই ধরনের এক মডেলিং স্টুডিও উদ্বোধিত হতে চলেছে। ভর্তি প্রক্রিয়া অবশ্য আজ, রবিবার (৪ আগস্ট) থেকেই শুরু হয়ে গেছে বলে এদিন একটি সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছেন অভিলাষ।

thebengalpost.net
গ্ল্যাম-এজের উদ্বোধন:

রবিবার (৪ আগস্ট) মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে অবস্থিত হোটেল অন্নপূর্ণা-তে আয়োজিত সাংবাদিক বৈঠকে অভিলাষ এও জানিয়েছেন, “এই প্রথম মেদিনীপুর শহরে এমন এক স্টুডিও-র উদ্বোধন হতে চলেছে, যেখানে মডেলিং, মেকাপ, যোগা, ফটোগ্রাফি যেমন শেখানো হবে ঠিক তেমনি বিভিন্ন কমার্শিয়াল বা পার্সোনাল ফটোশুটও করা যাবে। এজন্য এখন থেকে আর কলকাতায় দৌড়তে হবে না। প্রশিক্ষণের জন্য যাঁরা ভর্তি হবেন, আমরা তাঁদের বিনামূল্যে একটি পোর্টফলিও-ও বানিয়ে দেব। বাইরে যেটা তৈরি করতে কয়েক হাজার টাকা দিতে হয়। এছাড়াও, জঙ্গলমহলের দুঃস্থ ছেলে-মেয়েদের আমরা বিশেষ ছাড় দিয়ে প্রশিক্ষণ দেব।” মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ের গলিতে সেপ্টেম্বর মাসের শুরুতেই এই স্টুডিও উদ্বোধিত হবে বলেও জানিয়েছেন অভিলাষ। তবে, ভর্তি প্রক্রিয়া (সীমিত সংখ্যক আসনে) রবিবার থেকেই শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

thebengalpost.net
মডেলিং:

অভিলাষ এও জানিয়েছেন, পেশাদার প্রশিক্ষকরাই এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেবেন। নিকনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভ্রনীল মালাকার ফটোগ্রাফি শেখাবেন। মাধব পুরকায়িত, সুজাতা পাসোয়ানরা মেকাপের প্রশিক্ষণ দেবেন। কৃতি ঘোষ শেখাবেন যোগা। মডেলিং শেখাবেন অভিলাষ সহ অন্যান্য পেশাদার শিল্পীরা। এদিন, অভিলাষের নিজের লেখা একটি বইও প্রকাশিত হয়। যেখানে অভিলাষ গ্ল্যামার দুনিয়া সম্পর্কে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এদিনের সাংবাদিক বৈঠকে অভিলাষ ছাড়াও উপস্থিত ছিলেন যোগা প্রশিক্ষক কৃতী ঘোষ, ট্রেনি মডেল শুভম, রবিনা, অরিনি, কাতিফা, কুহক প্রমুখ। (যোগাযোগের নম্বর-7003881822)।

thebengalpost.net
মডেলিং স্টুডিও উদ্বোধন হতে চলেছে মেদিনীপুর শহরে:

thebengalpost.net
চলছে গ্রুমিং, র‌্যাম্প ওয়াকের প্রশিক্ষণ: