Midnapore

Midnapore: শহর মেদিনীপুরে আলোয়-আলোয় অসুর নিধনের শপথ! আজ রাত্রিযাপনের মধ্য দিয়ে ‘একসাথে’ স্বাধীনতা পালনের আহ্বান

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: কন্ঠে “আমরা করব জয়” (We shall overcome)। এক হাতে দৃপ্ত আলোর ‘প্রতীকী’ আগুন, অন্য হাতে অসুর-নিধনের বার্তা লেখা চিরকুট (প্ল্যাকার্ড)। ‘নির্যাতিতা’ চিকিৎসকের (সহকর্মীর) স্মরণে আর ‘দানবদের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গল-সন্ধ্যায় শহর মেদিনীপুরের বুকে এক ব্যতিক্রমী-বিপ্লবের রূপরেখা অঙ্কন করলেন মেদিনীপুর মেডিক্যাল আর নার্সিং কলেজের জুনিয়র চিকিৎসক সহ ডাক্তারি ও নার্সিং পড়ুয়ারা। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় স্বাধীনতা সংগ্রামের ‘আঁতুড়ঘর’ মেদিনীপুর শহর মুখরিত হয়ে উঠল ‘বিচারের’ দাবিতে।

শহর মেদিনীপুরে মঙ্গলবার সন্ধ্যায়:

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে জুনিয়র চিকিৎসক তথা ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনে সামিল হয়েছেন মেদিনীপুর নার্সিং কলেজের পড়ুয়ারাও। মঙ্গলবার দিনভর মেদিনীপুর মেডিক্যালে অবস্থান ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার পাশাপাশি সন্ধ্যায় একটি প্রতিবাদ মিছিল করা হয় শহর জুড়ে। মিছিল জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছতেই বাড়ে প্রতিবাদের ঝাঁঝ। রাস্তা ‘অবরোধ’ করে দেওয়া হয় “We Want justice”, ধিক ধিক ধিক্কার স্লোগান। পাশাপাশি, নির্যাতিতার স্মরণে ও অপরাধীদের শাস্তির দাবিতে নিজেদের মোবাইলের ‘আলো’ (ফ্ল্যাশ লাইট) জ্বালিয়ে জুনিয়র চিকিৎসক ও নার্সরা সুর তোলেন “আমরা করব জয়” (We Shall Overcome)। হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা- “আবার হবে অকাল বোধন/আর.জি করের অসুর-নিধন!”

অসুর-নিধনের শপথ:

অন্যদিকে, ৭৮তম স্বাধীনতা পালনের ঠিক আগের মুহুর্তেই ‘মেয়েদের’ রাত্রিযাপনের ‘অধিকার’ ছিনিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে রাজ্য জুড়ে নির্যাতিতার সহ-নাগরিকরা আজ (১৪ আগস্ট) রাত্রি ৯টা থেকে ১২টা অবধি ‘একসাথে’ পথে নামার, পথে থাকার ডাক দিয়েছেন। তারপর একসাথেই ‘স্বাধীনতা দিবস’ পালনের অঙ্গীকার করা হয়েছে। সহৃদয় নাগরিকদের মতে, “বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর!” তাই রাতের ‘অধিকার’ও নারী-পুরুষ উভয়েরই সমান। রাতের অন্ধকারে মানব রূপী পশু বা দানবদের হাত থেকে প্রতিটি ঘরের দুর্গাদের ‘সুরক্ষিত’ রাখার বার্তা দিতেই এই আয়োজন বলে জানান সচেতন নাগরিকরা। যেভাবে রাতের অন্ধকারে নিজের কর্মস্থলেই এক মহিলা চিকিৎসক পাশবিক অত্যাচারের বলি হয়েছেন, তাতে স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালেই এই প্রতীকী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। রাজ্যের প্রতিটি প্রান্তের মতোই মেদিনীপুর শহরের পঞ্চুরচকেও আজ রাত্রিযাপনের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই বার্তা। অবশ্য শুধু মেদিনীপুর নয় তিলোত্তমা কলকাতা থেকে মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, নদীয়া, বর্ধমান থেকে কাকাদ্বীপ, কাঁথি, খড়্গপুর, ঝাড়গ্রাম সর্বত্র আজ রাতে নারীরা একসুরে গেয়ে উঠতে চলেছেন, “আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্নাবীণায় নিদ্রাবিহীন শশী…!”

রাত্রিযাপনের আহ্বান:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago