দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৪ জুন: দেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে NDA আর INDIA জোটের মধ্যে! ২৯৮টি আসনে এগিয়ে বিজেপি-র নেতৃত্বাধীন NDA জোট। কংগ্রেস সহ INDIA জোট ২২৬ আসনে এগিয়ে। রাজ্যে লক্ষ্মীদের ভোটে ৩০ পার তৃণমূল। এগিয়ে ৩১টি আসনে। বিজেপি এগিয়ে ১০টি আসনে এগিয়ে এবং কংগ্রেস ১টি আসনে এগিয়ে।

thebengalpost.net
খড়গপুরে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা :

অন্যদিকে, মেদিনীপুর লোকসভা আসনে ৫২ হাজার ভোটে এগিয়ে গেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। ঘাটালে দেব এগিয়ে গেছেন প্রায় ৬০ হাজার ভোটে। তমলুক ও কাঁথিতে এগিয়েছেন বিজেপি-র অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন্দু অধিকারী। ঝাড়গ্রাম লোকসভা আসনে ৬২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেন। পুরুলিয়া ও বাঁকুড়াতেও এগিয়ে তৃণমূল কংগ্রেস।। বিষ্ণুপুরে এগিয়ে বিজেপি-র সৌমিত্র খাঁ (সামান্য ব্যবধানে)।