Midnapore

Khudiram: দিঘির পাড়ে বটগাছের ডালে লুকিয়ে থেকেই ইংরেজ সরকারের ডাক লুন্ঠন করেছিলেন ক্ষুদিরাম! পশ্চিম মেদিনীপুরের সেই ঐতিহাসিক স্থানটিকেই ‘হেরিটেজ’ঘোষণার দাবি

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: বাবা-মা কে হারিয়ে মাত্র ৬ বছর বয়সে যে বালক দাসপুরের হাটগেছিয়া গ্রামে দিদি অপরূপা দেবীর বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন, তিনিই পরবর্তীকালে হয়ে ওঠেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। সেই দাসপুরের বড় শিমুলিয়া গ্রামে আজও এক বটগাছ ক্ষুদিরামের অমলিন স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে দিঘির পাড়ে। বৃহস্পতিবার বিপ্লবী ক্ষুদিরাম বসু’র ১১৫ তম আত্মবলিদান দিবসের দিন বটগাছ সহ ঐতিহাসিক এই স্থানটিকেই ‘হেরিটেজ’ মর্যাদা দেওয়ার দাবি করলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হাটগেছিয়া গ্রামের বাসিন্দারা।

সেই ঐতিহাসিক বট গাছ, পেছনেই বিপ্লবী ক্ষুদিরাম বসু’র আবক্ষ মূর্তি (নিজস্ব চিত্র):

সালটা ১৯০৭ সালের অক্টোবর মাস। বিপ্লবী ক্ষুদিরামের শহীদ হওয়ার ১০ মাস আগে! তৎকালীন ব্রিটিশ সরকারের টাকা ও গুরুত্বপূর্ণ চিঠি এই ডাকের মাধ্যমে আদান প্রদান হতো বিভিন্ন আস্তানায়। ক্ষুদিরাম বিপ্লবের স্বার্থে সেই টাকা লুঠ করার পরিকল্পনা করেন। সেই মতোই তিনি লুকিয়ে ছিলেন দিঘির পাড়ে ওই বটগাছের একটি ডালে। এরপর অতর্কিত হামলায় সেই ডাক লুণ্ঠন করে গা ঢাকা দেন। পরে সেই টাকা মেদিনীপুরে গিয়ে তুলে দেন বিপ্লবী সত্যেন্দ্রনাথ দত্তের হাতে। এই লুণ্ঠনের কথা দ্রুত ছড়িয়ে পড়ে। ডাক লুঠের পর স্বভাবতই ক্ষুদিরামের খোঁজে ব্রিটিশ সরকার পুরো দাসপুর জুড়ে তল্লাশি শুরু করলেও তাঁকে গ্রেপ্তার করতে করতে পারেনি। পরিবর্তে তাঁর এক সহপাঠীকে গ্রেপ্তার করে। তীব্র অত্যাচারের পরেও সেই সহপাঠী ক্ষুদিরামের নাম কিংবা অবস্থান জানায়নি।

ক্ষুদিরামের জন্মস্থান হিসেবে পরিচিত (বিতর্ক আছে) কেশপুরের মোহবনী (নিজস্ব চিত্র) :

এমন অসামান্য ঘটনার স্মৃতিচিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থেকেও শুধুমাত্র সরকারি উদাসীনতায় আজও কোনো স্বীকৃতি মেলেনি এই স্থানের। ভারতবর্ষের কনিষ্ঠতম ‘শহীদ’ ক্ষুদিরামের আত্মবলিদানের ১১৪ তম বর্ষেও জেলার অন্যতম ঐতিহাসিক এই স্থান পড়ে রয়েছে অবহেলায়। বহু খ্যাতনামা মানুষ এসেছেন এই এলাকা পরিদর্শন করতে। কিন্তু, কোনো পরিকাঠামো না থাকায় ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। যদিও, স্থানীয় মানুষেরা বটগাছের পাশে উদ্যোগ নিয়ে স্থাপন করেছেন ক্ষুদিরামের আবক্ষ মূর্তি। গাছের চারিদিকে যত্ন করে বাঁধিয়েছেন। একটি কমিটিও তৈরী করা হয়েছে। বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসির দিনটিকে (১১ আগস্ট) স্মরণে রেখে, প্রতিবছরের মতো এবারও এখানের বাসিন্দারা অত্যন্ত গর্বের সাথে পালন করলেন। সঙ্গে তাঁরা দাবি করলেন, দ্রুত সরকার এই স্থানটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিক। তাঁরা চান ‘হেরিটেজ’ মর্যাদা সহ রাজ্যের মানচিত্রে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে উঠে আসুক এই স্থান।

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

8 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

3 weeks ago