দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুর! রবিবার দুপুর আড়াইটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বোষ্টমমোড় এলাকায়। একটি যাত্রীবাহী ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের (কুবান খান); পরে হাসপাতালে আরও ২ জনের (ঝুলু মন্ডল, জসীমউদ্দীন খান) মৃত্যু হয়! গুরুতর আহত অন্তত ১৪-১৫ জন। ইতিমধ্যে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে আশঙ্কাজনক ৬ জনকে।

thebengalpost.in
ভয়াবহ পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! এখনও পর্যন্ত মৃত্যু ৩ জনের :

জানা গিয়েছে, গড়বেতার দেওয়ান এলাকা (গড়বেতা ১ নং ব্লকের ২ নং অঞ্চল) থেকে বাঁকুড়ার দিকে একটি ফুটবল প্রতিযোগিতায় যোগ দিতে একটি ট্রেকারে করে যাচ্ছিল প্রায় ৩০ জন। হঠাৎই বোষ্টমমোড়ের কাছে (কাদড়া উত্তর বিল মোহনপুর ব্রিজের কাছে) নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। গুরুতর আহত প্রত্যেকেই। আশঙ্কাজনক আরও ২ জনের মৃত্যু হয়েছে গড়বেতা হাসপাতালে! আশঙ্কাজনক ৬ জনকে ইতিমধ্যে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বাকিদের চন্দ্রকোনা রোড ও গড়বেতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান! ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পৌঁছেছে গড়বেতা থানার পুলিশ।

thebengalpost.in
আশঙ্কাজনকদের আনা হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে :