Midnapore

Midnapore: ‘একটি অশ্বত্থ গাছের জন্য’ মেদিনীপুর শহরবাসীর সম্মিলিত লড়াই, মিললো আশ্বাস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল: মেদিনীপুর শহরের গির্জা এলাকায় একটি নামকরা ইংরেজিমাধ্যম স্কুলের সামনেই আছে ৬০-৭০ বছরের পুরানো একটি অশ্বত্থ গাছ। গাছের দুই পাশ দিয়ে চলে গেছে সরু দু’টি রাস্তা। বাঁধানো গাছের তলায় বসেন অভিভাবক-অভিভাবিকা থেকে অনেকেই। সুবিশাল এই গাছের ছায়ায় নানা ব্যবসাও করেন হকাররা। রবিবার সন্ধ্যা নাগাদ হঠাৎ করেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে রাস্তা সম্প্রসারণের জন্য কাটতে হবে সুপ্রাচীন এই অশ্বত্থ গাছটি! তারপরই শুরু হয় সম্মিলিত প্রতিবাদ। মেদিনীপুরবাসী অঙ্গীকার করেন, যেভাবেই হোক রুখে দিতে হবে এই ‘অপচেষ্টা’! বৃক্ষ-বাঁচানোর সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হলেন মেদিনীপুরবাসী। সোমবার দুপুর নাগাদ পুরপ্রধান এবং মহকুমাশাসক মেদিনীপুর শহরবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, গাছ কাটা হবেনা। পূর্ত দপ্তরকে জানানো হয়েছে। আধিকারিকরা আশ্বস্ত করেছেন।

স্কুলের সামনে সেই অশ্বত্থ গাছ:

বিজ্ঞাপন (Advertisement):

মেদিনীপুর শহরে যে সমস্ত প্রাচীন বট বা অশ্বত্থ গাছ আছে, তার মধ্যে সিপাইবাজার সংলগ্ন গির্জা এলাকার এই গাছটি অন্যতম বলে জানান শহরবাসী। শহরের নামকরা একটি ইংরেজিমাধ্যম স্কুলের ঠিক সামনেই আছে এই অশ্বত্থ গাছ। রবিবার অনেকেই জানতে পারেন, পূর্ত দপ্তর রাস্তা সম্প্রসারণের জন্য এই গাছটি কেটে ফেলার চিন্তাভাবনা করছে। আর তারপরই গর্জে ওঠে বিপ্লবের শহর মেদিনীপুর! বিশ্ব উষ্ণায়নের এই ভয়াবহ সময়ে গাছ কাটার অপ-চেষ্টা? রবিবার সন্ধ্যা নাগাদ পেশায় স্বাস্থ্যকর্মী, কবি ও সমাজকর্মী অভিনন্দন মুখোপাধ্যায় ফেসবুকে লেখেন, “গাছটির বয়স প্রায় ৬৫ বছর…সেই ছোটবেলা থেকে এই গাছটি দেখে আসছি৷ কত মানুষ এর ছায়ায় বসে। কত পাখির বাসস্থান এই বনস্পতি। শহর কলেবরে বেড়েছে৷ হাইরাইজ, শপিং মলে ভরে গেছে শহর। আরো বাড়বে। মানুষের চাপ বেড়েছে। রাস্তা সম্প্রসারণ অবশ্যই দরকার। কিন্তু, এই গাছটিকে রক্ষা করে কি তা করা যায় না? অনান্য উন্নত দেশে যখন বড় বড় গাছ রিস্টোরেশনে করে রক্ষা করা হচ্ছে তখন গাছ কেটে ফেলা হচ্ছে কেনো এখানে?” অভিনন্দনের সেই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। শয়ে শয়ে হতে থাকে শেয়ার। সোমবার সকালেই ওই ইংরেজিমাধ্যম স্কুলের সামনে পৌঁছে যান পুরপ্রধান সৌমেন খান, কাউন্সিলর মিতালি ব্যানার্জি প্রমুখ। তাঁদের কাছে পেয়েই ওই স্কুলের অভিভাবকরা কাতর আবেদন করেন, “কিছু একটা করুন!” গণ-স্বাক্ষর সংগ্রহ করে তাঁরা স্কুল কর্তৃপক্ষকে একটি এবং পুরপ্রধানকে একটি কপি জমা দেন। স্কুল কর্তৃপক্ষও পুরপ্রধানের কাছে গাছ না কাটার আবেদন রাখেন। পুরপ্রধান ফোনে কথা বলেন পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে। দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে তিনিও ঘটনাস্থলে পৌঁছন। পুরপ্রধান, স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের আবেদনে সাড়া দেন তিনি। জানিয়ে দেন, গাছ কাটা হবেনা। বিকল্প কিছু ভাবনাচিন্তা করা হবে।

পুরপ্রধান সৌমেন খান বলেন, “পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আশ্বস্ত করেছেন আমাদের। আমরা বলেছি, গাছ না কেটেই রাস্তা সম্প্রসারণ করতে হবে। পার্কিংয়ের সমস্যার জন্য ওই জায়গায় যানজট তৈরি হয়। আমরা স্কুল কর্তৃপক্ষকেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।” মহকুমাশাসক মধুমিতা মুখোপাধ্যায় জানান, “আমাকে পুরপ্রধান সৌমেন খান পুরো বিষয়টি জানানোর পরই আমি পদক্ষেপ করার কথা বলি। গাছ না কেটেই যা করার করতে হবে। প্রয়োজনে আমরা পূর্ত দপ্তর ও বনদপ্তরের সঙ্গেও কথা বলব। ভবিষ্যতে কখনও গাছ কাটার পরিস্থিতি হলেও ওই গাছ যাতে অন্যত্র প্রতিস্থাপন করা হয়, সেটিও দেখতে হবে। তবে, আপাতত গাছ কাটা হবেনা বলে পূর্ত দপ্তর পুরসভাকে জানিয়েছে।”

মেদিনীপুর শহরের সেই অশ্বত্থ গাছ:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago