Midnapore

Midnapore: জেলা বিচারকের তৎপরতায় ফর্ম জমা দেওয়ার ঠিক আগের দিনই সার্টিফিকেট পেলেন মেদিনীপুরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: আর্থিকভাবে পিছিয়ে পড়া (অর্থনৈতিক অনগ্রসর শ্রেণী) বা EWS (ইকোনমিক্যালি উইকার সেকশনস/ Economically Weaker Sections) সার্টিফিকেটের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে হন্যে হয়ে ঘোরার পর, অবশেষে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরীক্ষার ফর্ম জমা দেওয়ার ঠিক একদিন আগে সেই সার্টিফিকেট হাতে পেলেন এক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী। প্রসঙ্গত, জেলা শহর মেদিনীপুরের ১৫ নম্বর ওয়ার্ডের সুজাগঞ্জ এলাকার বাসিন্দা প্রয়াত শ্যামল ভক্তার ছেলে বিতান ভক্তা জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2023) পরীক্ষার্থী। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে EWS (ইকোনমিক্যালি উইকার সেকশনস) সার্টিফিকেট থাকলে ১০ শতাংশ সংরক্ষণের আওতায় আসা যায়। এছাড়াও, বিভিন্ন সুযোগ-সুবিধা মেলে। তাই, বেশ কিছুদিন আগে বিডিও অফিসে (BDO Office) সেই সার্টিফিকেটের জন্য আবেদন করে বিতানের পরিবার। কিন্তু, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সার্টিফিকেট পাননি তাঁরা। শেষমেশ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারস্থ হয় বিতানের পরিবার।

জেলা বিচারকের তৎপরতায় সার্টিফিকেট তুলে দেওয়া হল বিতানের মা এর হাতে:

বিষয়টি জানতে পেরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক তথা জেলা বিচারক দিব্যেন্দু নাথ নিজেই উদ্যোগী হন এই সার্টিফিকেট পাইয়ে দেওয়ার বিষয়ে। তিনি বিষয়টি পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়াকে জানান। এরপরই, দ্রুততার সঙ্গে সঙ্গে ওই ছাত্রের EWS সার্টিফিকেট পাওয়ার বিষয়ে প্রসাশনের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন অতিরিক্ত জেলাশাসক। অবশেষে, মঙ্গলবার ওই ছাত্র EWS সার্টিফিকেট হাতে পান। আজ, বুধবার, ফর্ম জমা দেওয়ার পর মেদিনীপুর জেলা আদালতে গিয়ে জেলা বিচারকের প্রতি ওই পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন বলে জানান বিচারক দিব্যেন্দু নাথ। প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই (12 January) জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE Main 2023) আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন। স্বভাবতই, তার ঠিক আগেই হাতে সার্টিফিকেট পেয়ে খুশি বিতানের পরিবার। তাঁরা জেলা বিচারক সহ আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং অতিরিক্ত জেলাশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশও করেছেন।

সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতায় সার্টিফিকেট পেল পরিবার :

News Desk

Recent Posts

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

1 day ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

3 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

4 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

4 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

1 week ago