Railway

Kharagpur Flyover: আগামীকালই উদ্বোধন গিরি ময়দান ফ্লাইওভারের! দীর্ঘ ১ কিমি সেতুর নাম জ্ঞান সিংয়ের নামে করার প্রস্তাব দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: এখনো ‘চাচা’ জ্ঞান সিং সোহনপালের নামেই খড়্গপুরকে চেনেন অনেকে! তিনি শুধু ‘রেল শহর’ খড়্গপুরের ১০ বারের বিধায়ক-ই ছিলেন না, ছিলেন সংসদীয় রাজনীতিতে সৌজন্যের প্রতীকও। কংগ্রেস আমলে হয়েছিলেন মন্ত্রী। বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছেন বাম আমলেও। সেরা বিধায়কের তকমাও পেয়েছেন একাধিকবার। সেই জ্ঞান সিং সোহনপাল (Gyan Singh Sohanpal)-কে ২০১৬ সালে পরাজিত করে খড়্গপুরের (সদর) বিধায়ক হয়েছিলেন বিজেপি’র দিলীপ ঘোষ। তার ঠিক এক বছর পরেই (৮ আগস্ট, ২০১৭) ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন চাচাজি ওরফে জ্ঞান সিং সোহনপাল। আজ (১১ জানুয়ারি) ৯৯-তম জন্মদিবসে (জ: ১১ জানুয়ারি, ১৯২৫) সেই জ্ঞান সিং এর প্রতিই অনন্য শ্রদ্ধা নিবেদন করলেন বর্তমানে মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে তাঁকে স্মরণ ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা ছাড়াও, তুলে ধরলেন সৌজন্যের অভূতপূর্ব নিদর্শনও। দিলীপ বললেন, “আগামীকাল (১২ জানুয়ারি) বহু প্রতীক্ষিত গিরি ময়দান ফ্লাইওভারের (উড়ালপুলের) উদ্বোধন হবে। খড়্গপুর বাসীর বহু বছরের স্বপ্নপূরণ হতে চলেছে। সাংসদ হিসেবে আমাকে এই ফ্লাইওভার উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমি ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছি , এই উড়ালপুলের নামকরণ করা হোক চাচাজি’র নামে। নাম রাখা হোক জ্ঞান সিং ফ্লাইওভার। রেলের তরফে ডিআরএম (DRM Kharagpur) এম. এস হাসমি সেই প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন।”

উড়ালপুল পরিদর্শনে সিনিয়র ডিসিএম এবং ডিআরএম খড়্গপুর:

সাংসদ দিলীপ ঘোষের এই সৌজন্যমূলক আচরণ বা অসাধারণ প্রস্তাবে খুশি দলমত নির্বিশেষে আপামর খড়্গপুর বাসী। এদিকে, খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) সিনিয়র ডিসিএম (Sr. DCM) রাজেশ কুমার উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ (বুধবার) ওই উড়ালপুর পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, প্রায় ২ বছরের বেশি সময় ধরে এই ফ্লাইওভারের কাজ চলেছে। তবে, মাঝখানে করোনা-পর্বে কাজ থমকে না গেলে, আরো আগেই এই উড়ালপুলের উদ্বোধন করা সম্ভব হতে বলে তাঁর মত। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুল সুভাষপল্লী-গিরি ময়দান-খরিদা-জগন্নাথ মন্দিরকে সংযুক্ত করবে। দু’দুটি লেভেল ক্রসিং (খরিদা ও গিরি ময়দান) এর যানজট থেকে এবার মুক্তি পেতে চলেছেন খড়্গপুর সহ জেলাবাসী। ঝাড়গ্রাম কিংবা মেদিনীপুর গামী বাসগুলিকেও আর থমকে যেতে হবে না লেভেল ক্রসিংয়ে! সিনিয়র ডিসিএম জানিয়েছেন, প্রায় ৪৪ কোটি (44 Cr.) টাকা ব্যয়ে এই ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। আগামীকাল তার উদ্বোধন ঘিরে স্বভাবতই উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে রেল শহর খড়্গপুরে।

চাচাজী’র প্রতি দিলীপের শ্রদ্ধার্ঘ্য :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

3 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

6 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago