Midnapore

Medinipur: পৌরহিত্যে হাতে খড়ি ছাত্রীর! নতুন অধ্যায় মেদিনীপুরের স্কুলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: সরস্বতী পূজায় এ এক অন্য হাতে খড়ি! নিজের স্কুলে প্রতিমা পুজোয় হাতে খড়ি ছাত্রীর। পড়াশোনা শুরুর আগে শিশুরা যেমন সরস্বতী প্রতিমার সামনে হাতে খড়ি দেয়, সেই রকমই প্রতিমার সামনে বসে পূজা করার হাতে খড়ি হলো নবম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণের (মাতকাতপুরের) দ্য রেনশাঁস ইন্টারন্যাশনাল স্কুল(The Renaissance International School)-র। ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তন্বী চক্রবর্তীর সোমবার, সরস্বতী পুজোর দিন প্রথমবারের জন্য পূজায় বসে। পৌরহিত্যের সুপ্ত বাসনা ছিল ওই ছাত্রীর। স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় তা সম্ভব হয়েছে বলেই জানায় তন্বী। তন্বীর ইচ্ছেকে গুরুত্ব দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

ছাত্রীর পৌরহিত্যে হাতে খড়ি:

বিজ্ঞাপন (Advertisement):

তন্বী জানায়, আগামী দিনে সে ইঞ্জিনিয়ার হতে চায়। পাশাপাশি ব্রাহ্মণ পরিবারের সন্তান তন্বীর প্রতিমা পূজাতেও ইচ্ছে রয়েছে বলে জানায়। সেই ইচ্ছের কথা স্কুল কর্তৃপক্ষ জানতে পেরেই তার ইচ্ছেকে গুরুত্ব দিয়ে স্কুলের সরস্বতী পুজোয় তার এই অভিনব ‘হাতেখড়ি’ করিয়ে দেওয়া হয় বলে জানান স্কুলের ডিরেক্টর আরণ্যক আচার্য। সব মিলিয়ে এবারের স্কুলের সরস্বতী পুজোয় এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলেও জানান তিনি।

তন্বী বলে, পুজোর মন্ত্রোচ্চারণ পরিবারের সদস্যদের কাছ থেকে শিখেছে সে। বাড়িতেও পুজো করে। তাই, প্রিয় স্কুলেও এবার সরস্বতী পুজোয় পৌরহিত্য করার কথা জানিয়েছিল সে। তাতে সাড়া দেন কর্তৃপক্ষ। স্কুলের পুরোহিতও অবশ্য উপস্থিত ছিলেন। তিনি সহযোগিতা করে দিয়েছেন। তন্বী বলে, “হোম থেকে শুরু করে অঞ্জলি ও পুজোর মন্ত্রপাঠ নিষ্ঠা ভরে করেছি।” আরণ্যক জানান, “পুজোর আগে ছাত্রছাত্রীদের নিয়ে মিটিং হয়। তখন তন্বীর মনের কথা জানতে পেরে তাকে সুযোগ দেওয়া হয়। বর্তমান সমাজে মহিলারা যে অন্যান্য সবকিছুর সাথেই পুজোর পৌরহিত্যেও পিছিয়ে নেই, সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।” তন্বীর মা সঞ্চারী বলেন, “স্কুলে যেতে পারলে ভালো লাগত। তবে, মেয়ে বাড়িতে পুজো অর্চনা করে। এদিনও বাড়িতে পুজো করেই স্কুলে গিয়েছিল।”

তন্বী চক্রবর্তী:

News Desk

Recent Posts

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

17 hours ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

1 day ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

1 day ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

5 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

6 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

1 week ago