Midnapore

Medinipur: পৌরহিত্যে হাতে খড়ি ছাত্রীর! নতুন অধ্যায় মেদিনীপুরের স্কুলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: সরস্বতী পূজায় এ এক অন্য হাতে খড়ি! নিজের স্কুলে প্রতিমা পুজোয় হাতে খড়ি ছাত্রীর। পড়াশোনা শুরুর আগে শিশুরা যেমন সরস্বতী প্রতিমার সামনে হাতে খড়ি দেয়, সেই রকমই প্রতিমার সামনে বসে পূজা করার হাতে খড়ি হলো নবম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণের (মাতকাতপুরের) দ্য রেনশাঁস ইন্টারন্যাশনাল স্কুল(The Renaissance International School)-র। ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তন্বী চক্রবর্তীর সোমবার, সরস্বতী পুজোর দিন প্রথমবারের জন্য পূজায় বসে। পৌরহিত্যের সুপ্ত বাসনা ছিল ওই ছাত্রীর। স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় তা সম্ভব হয়েছে বলেই জানায় তন্বী। তন্বীর ইচ্ছেকে গুরুত্ব দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

ছাত্রীর পৌরহিত্যে হাতে খড়ি:

বিজ্ঞাপন (Advertisement):

তন্বী জানায়, আগামী দিনে সে ইঞ্জিনিয়ার হতে চায়। পাশাপাশি ব্রাহ্মণ পরিবারের সন্তান তন্বীর প্রতিমা পূজাতেও ইচ্ছে রয়েছে বলে জানায়। সেই ইচ্ছের কথা স্কুল কর্তৃপক্ষ জানতে পেরেই তার ইচ্ছেকে গুরুত্ব দিয়ে স্কুলের সরস্বতী পুজোয় তার এই অভিনব ‘হাতেখড়ি’ করিয়ে দেওয়া হয় বলে জানান স্কুলের ডিরেক্টর আরণ্যক আচার্য। সব মিলিয়ে এবারের স্কুলের সরস্বতী পুজোয় এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলেও জানান তিনি।

তন্বী বলে, পুজোর মন্ত্রোচ্চারণ পরিবারের সদস্যদের কাছ থেকে শিখেছে সে। বাড়িতেও পুজো করে। তাই, প্রিয় স্কুলেও এবার সরস্বতী পুজোয় পৌরহিত্য করার কথা জানিয়েছিল সে। তাতে সাড়া দেন কর্তৃপক্ষ। স্কুলের পুরোহিতও অবশ্য উপস্থিত ছিলেন। তিনি সহযোগিতা করে দিয়েছেন। তন্বী বলে, “হোম থেকে শুরু করে অঞ্জলি ও পুজোর মন্ত্রপাঠ নিষ্ঠা ভরে করেছি।” আরণ্যক জানান, “পুজোর আগে ছাত্রছাত্রীদের নিয়ে মিটিং হয়। তখন তন্বীর মনের কথা জানতে পেরে তাকে সুযোগ দেওয়া হয়। বর্তমান সমাজে মহিলারা যে অন্যান্য সবকিছুর সাথেই পুজোর পৌরহিত্যেও পিছিয়ে নেই, সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।” তন্বীর মা সঞ্চারী বলেন, “স্কুলে যেতে পারলে ভালো লাগত। তবে, মেয়ে বাড়িতে পুজো অর্চনা করে। এদিনও বাড়িতে পুজো করেই স্কুলে গিয়েছিল।”

তন্বী চক্রবর্তী:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago