Midnapore

Midnapore: রাত্রি সাড়ে দশটাতেই ‘নো-এন্ট্রি’! ‘মঙ্গল পান্ডে সরণী’ নিয়ে ক্ষুব্ধ মেদিনীপুরের বাসিন্দারা, পুলিশ সুপারকে নিশানা বিরোধীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে:করোনা কাল পেরিয়েছে। কবেই উঠে গেছে ‘নাইট কারফিউ’। তা সত্ত্বেও জেলা শহর মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ‘মঙ্গল পান্ডে সরণী’ দিয়ে যাতায়াত ‘নিষিদ্ধ’ রাত্রি সাড়ে দশটার পর! নো-এন্ট্রি ব্যারিক্যাড আর পুলিশি প্রহরায় আটকে যেতে হয় ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী বাসিন্দা তথা পথচারীদের। বাইক, সাইকেল, চারচাকা তো দূর অস্ত, হেঁটে যাওয়াও বারণ! ভোর ৫ টা অবধি বাসস্ট্যান্ড আর কালেক্টরেট মোড়ের মাঝামাঝি এই রাস্তা নো-এন্ট্রি জোন হয়ে যায়। তবে, এজন্য কোনো নির্দেশিকা জারি হয়নি। উত্তর নেই পুলিশ প্রশাসনের কাছেও। তবে কি, মৌখিক ফতোয়া? এনিয়ে রীতিমতো ক্ষুব্ধ বাসিন্দারা। অনেকেই জানালেন, “২-৩ কিলোমিটার ঘুরে বাড়ি ফিরতে হচ্ছে! কি কারণ, কিছুই জানিনা।”

নো-এন্ট্রি :

প্রসঙ্গত উল্লেখ্য, এই মঙ্গল পান্ডে সরণী-তেই জেলা পুলিশ সুপারের বাংলো এবং কার্যালয়। সেই সূত্রেই কি রাত্রি সাড়ে দশটা বাজলেই ‘অলিখিত কারফিউ’ জারি করা হয় এই রাস্তায়? উঠছে প্রশ্ন। উত্তর নেই কারুর কাছে। এক বাসিন্দা বললেন, “মাওবাদী সময়েও এমন হয়েছে বলে মনে করতে পারছিনা! আর, করোনা’র সময়ে তো শুধু এই রাস্তা নয়, সর্বত্র-ই নাইট কারফিউ জারি করা হয়েছিল। কিন্তু, তা তো কবেই উঠে গেছে।” যদিও, বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের কাছ থেকে কোনো উত্তর মেলেনি। তবে, তাঁকে কড়া নিশানা করেছে বাম-বিজেপি। সিপিআইএম জেলা সম্পাদক সুশান্ত ঘোষের বক্তব্য, “সারা রাজ্য জুড়েই তো জঙ্গলরাজ চলছে! যার যা ইচ্ছে হচ্ছে, করছে। কারুর ঘুমের ব্যাঘাত ঘটছে নাকি কোনো অনৈতিক কাজ হচ্ছে, তা আমরা বলতে পারবনা!” একই সুরে জেলা বিজেপি’র সহ সভাপতি অরূপ দাস জানিয়েছেন, “ওনার যখন এতো ভয়, পুলিশের চাকরি করতে এসেছিলেন কেন? রাজ্যের পুলিশ মন্ত্রীর উচিত অবিলম্বে ওনাকে বরখাস্ত করা!” এই বিষয়ে অবশ্য কিছু বলতে রাজি নয় শাসকদল তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “পুলিশ প্রশাসনের বিষয়। না জেনে কোনো মন্তব্য করবনা!”

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago