Midnapore

Midnapore: রাত্রি সাড়ে দশটাতেই ‘নো-এন্ট্রি’! ‘মঙ্গল পান্ডে সরণী’ নিয়ে ক্ষুব্ধ মেদিনীপুরের বাসিন্দারা, পুলিশ সুপারকে নিশানা বিরোধীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে:করোনা কাল পেরিয়েছে। কবেই উঠে গেছে ‘নাইট কারফিউ’। তা সত্ত্বেও জেলা শহর মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ‘মঙ্গল পান্ডে সরণী’ দিয়ে যাতায়াত ‘নিষিদ্ধ’ রাত্রি সাড়ে দশটার পর! নো-এন্ট্রি ব্যারিক্যাড আর পুলিশি প্রহরায় আটকে যেতে হয় ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী বাসিন্দা তথা পথচারীদের। বাইক, সাইকেল, চারচাকা তো দূর অস্ত, হেঁটে যাওয়াও বারণ! ভোর ৫ টা অবধি বাসস্ট্যান্ড আর কালেক্টরেট মোড়ের মাঝামাঝি এই রাস্তা নো-এন্ট্রি জোন হয়ে যায়। তবে, এজন্য কোনো নির্দেশিকা জারি হয়নি। উত্তর নেই পুলিশ প্রশাসনের কাছেও। তবে কি, মৌখিক ফতোয়া? এনিয়ে রীতিমতো ক্ষুব্ধ বাসিন্দারা। অনেকেই জানালেন, “২-৩ কিলোমিটার ঘুরে বাড়ি ফিরতে হচ্ছে! কি কারণ, কিছুই জানিনা।”

নো-এন্ট্রি :

প্রসঙ্গত উল্লেখ্য, এই মঙ্গল পান্ডে সরণী-তেই জেলা পুলিশ সুপারের বাংলো এবং কার্যালয়। সেই সূত্রেই কি রাত্রি সাড়ে দশটা বাজলেই ‘অলিখিত কারফিউ’ জারি করা হয় এই রাস্তায়? উঠছে প্রশ্ন। উত্তর নেই কারুর কাছে। এক বাসিন্দা বললেন, “মাওবাদী সময়েও এমন হয়েছে বলে মনে করতে পারছিনা! আর, করোনা’র সময়ে তো শুধু এই রাস্তা নয়, সর্বত্র-ই নাইট কারফিউ জারি করা হয়েছিল। কিন্তু, তা তো কবেই উঠে গেছে।” যদিও, বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের কাছ থেকে কোনো উত্তর মেলেনি। তবে, তাঁকে কড়া নিশানা করেছে বাম-বিজেপি। সিপিআইএম জেলা সম্পাদক সুশান্ত ঘোষের বক্তব্য, “সারা রাজ্য জুড়েই তো জঙ্গলরাজ চলছে! যার যা ইচ্ছে হচ্ছে, করছে। কারুর ঘুমের ব্যাঘাত ঘটছে নাকি কোনো অনৈতিক কাজ হচ্ছে, তা আমরা বলতে পারবনা!” একই সুরে জেলা বিজেপি’র সহ সভাপতি অরূপ দাস জানিয়েছেন, “ওনার যখন এতো ভয়, পুলিশের চাকরি করতে এসেছিলেন কেন? রাজ্যের পুলিশ মন্ত্রীর উচিত অবিলম্বে ওনাকে বরখাস্ত করা!” এই বিষয়ে অবশ্য কিছু বলতে রাজি নয় শাসকদল তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “পুলিশ প্রশাসনের বিষয়। না জেনে কোনো মন্তব্য করবনা!”

News Desk

Recent Posts

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

8 hours ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

11 hours ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

4 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

5 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

7 days ago

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…

1 week ago