Midnapore

Midnapore: বড়দিনে প্রায় লক্ষ টাকা আয় গোপগড় ইকোপার্কের! রেকর্ড ভিড় শিশু উদ্যান সহ মেদিনীপুর শহরের সবকটি পার্কেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: বড়দিনে ‘লক্ষ্মীলাভ’ জেলা শহর মেদিনীপুরের পার্কগুলির! গতকাল অর্থাৎ সোমবার (২৬ ডিসেম্বর) রেকর্ড সংখ্যক মানুষ শহরের পার্কগুলিতে ভিড় জমান বলে বনদপ্তর সহ প্রশাসনের বিভিন্ন সূত্রে জানা গেছে। শহরের উপকন্ঠে অবস্থিত গোপগড় ইকোপার্কে (Gopegarh Heritage and Nature Eco Tourism Centre) সোমবার প্রায় ৮৮ হাজার টাকার টিকিট বিক্রি হয় বলে জানা গেছে বনদপ্তর সূত্র। প্রায় ৮ হাজারের বেশি মানুষ গতকাল এই পার্কে ভিড় জমিয়েছিলেন পিকনিক সহ বড়দিন বা ক্রিসমাসের আনন্দ উদযাপনের উদ্দেশ্যে। উল্লেখ্য যে, এই ‘হেরিটেজ’ ইকোপার্ক-টি মেদিনীপুর বনবিভাগের গোপগড় বিটের পক্ষ থেকে দেখভাল করা হয়। সুবিশাল এই ইকোপার্ক ঘিরে নানা পৌরাণিক (মহাভারতের বিরাট রাজাদের) ও ঐতিহাসিক (ওড়িশার রাজা বিরাট গুহ’র) কাহিনী প্রচলিত। ২০০০ সালের ডিসেম্বর মাসে চালু হওয়া এই পার্কটির যাতে আরো সৌন্দর্য বৃদ্ধি ও সংস্কারের কাজ করা হয় সেই দাবি তুলেছেন পার্কে বেড়াতে আসা মানুষজন।

শিশু উদ্যানে ভিড় :

অন্যদিকে, সরাসরি মহকুমা প্রশাসনের তরফে দেখভাল করা হয় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শ্রী অরবিন্দ শিশু উদ্যান বা বিনোদন পার্কটির। বছর দুয়েক আগে আমূল সংস্কার করা হয়েছিল শিশু উদ্যান নামে পরিচিত এই বিনোদন পার্কের। তারপর থেকে বিয়ে বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্যও ভাড়া দেওয়া হয় এই পার্কটি। কাজেই এই পার্ক বা শিশু উদ্যান থেকে ‘লক্ষ্মীলাভ’ ভালোই হয় প্রশাসনের। যদিও, সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের মাত্র ২ বছরের মধ্যেই এই পার্কের ‘দৈন্যদশা’ ঘিরে সরব শহরবাসী! সম্প্রতি পার্কে থাকা দু’টি ময়ূরের মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছে একটি এমু পাখিরও। এমনকি, নতুন করে বিশেষ পশুপক্ষী আনা হয়নি বলেও অভিযোগ একাংশ শহরবাসীর। বন্ধ হয়ে গিয়েছে থ্রিডি মুভি দেখানোও। অন্যদিকে, কিছুদিন আগে অতিরিক্ত হয়ে যাওয়া খরগোশ নিলামের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পার্ক কর্তৃপক্ষের তরফে। খরগোশ ছাড়াও এই পার্ক বা শিশু উদ্যানে আছে হরিণ, সাদা ইঁদুর, গিনিপিগ, সাদা পায়রা, রাজহাঁস, বদ্রী পাখি প্রভৃতি। সোমবার এই পার্ক বা শিশু উদ্যানেও রেকর্ড ভিড় হয় বলে প্রশাসনের একটি সূত্রে জানা গেছে। বহু বছর পর পার্কে ঢোকার জন্য লাইনও লক্ষ্য করা গেছে বিকেল তিনটের পর থেকে। এছাড়াও, সকাল থেকে একাধিক দল পিকনিকও করেছে শ্রী অরবিন্দ শিশু উদ্যানে। সবমিলিয়ে বড়দিনে এই পার্কে প্রায় ৫ হাজার মানুষের সমাগম হয় বলে জানা গেছে।

শহরের মোহনপুর ব্রিজ বা বীরেন্দ্র সেতু সংলগ্ন ক্ষুদিরাম পার্কেও সোমবার ৫-৬ হাজার মানুষের ভিড় হয় বলে সূত্রের খবর। এই পার্কেও বোটিং সহ বিভিন্ন পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নের দাবি করেছেন পার্কে আসা পর্যটকরা। শহরের পুলিশ লাইন পার্ক বা সুকুমার সেনগুপ্ত বিনোদন পার্কেও ৫-৬ হাজার মানুষের সমাগম হয় সোমবার। সেখানেও এখন টয়-ট্রেন পরিষেবা বন্ধ থাকায় হতাশ পর্যটকরা! শহরের উপকন্ঠে কংসাবতী নদী তীরবর্তী ডাকবাংলো রোডের বিদ্যাসাগর পার্কেও রেকর্ড সংখ্যক ভিড় হয় গতকাল। এই তিনটি পার্ক দেখভালের দায়িত্বেই আছে বনদপ্তরের অধীন পার্ক অ্যান্ড গার্ডেন সংস্থা। তবে, শহরের সবকটি পার্কেরই যে আধুনিকীকরণ ও সংস্কার প্রয়োজন, তা মানছেন প্রশাসন ও বনদপ্তরের আধিকারিকরাও।

গোপগড় ইকোপার্কে :

News Desk

Recent Posts

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

42 mins ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

11 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

5 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago