Midnapore

Midnapore: মেদিনীপুরের দেবাশীষের মহানুভবতায় ৮ বছর পর বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের শ্যামবলী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ভাদুতলার এক যুবকের মহানুভবতায় ৮ বছর পর বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের এক মানসিক ভারসাম্যহীন যুবক! প্রসঙ্গত, ২০১৬ সালের ২ আগস্ট, সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বছর ৩০’র শ্যামবলী। ৮ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছে যায় সে। মাস তিনেক আগে তাকে মেদিনীপুর শহর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ভাদুতলা এলাকায় ইতস্তত ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় যুবক তথা পেশায় একটি নেশা নিরাময় কেন্দ্রের কর্ণধার দেবাশীষ দাস। পরনে নোংরা পোশাক-আশাক, একমুখ দাড়ি, উসকো-খুসকো চুল! তা সত্ত্বেও এড়িয়ে না গিয়ে, ভবঘুরে ওই যুবকের কাছে গিয়ে নাম-ঠিকানা জানার চেষ্টা করেন দেবাশীষ। কিন্তু, কিছুই বলতে পারেনা সে। দেবাশীষ বুঝতে পারেন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ওই যুবক।

তিন মাস আগে:

বিজ্ঞাপন (Advertisement):

এরপর, শালবনী থানার সঙ্গে যোগাযোগ করেন দেবাশীষ। পুলিশের অনুমতি নিয়ে ওই ভবঘুরে যুবককে নিজের নেশা নিরাময় কেন্দ্র বা পুনর্বাসন কেন্দ্র বা রিহ্যাবিলিটেশন সেন্টারে (Rehabilitation Centre) নিয়ে যান ভাদুতলার বাসিন্দা, বছর ৪০-র দেবাশীষ। এরপর, মানসিক রোগের চিকিৎসককে দেখিয়ে প্রয়োজনীয় ওষুধপত্রের প্রয়োগের সাথে সাথেই, সেবা-শুশ্রূষা শুরু করেন দেবাশীষ। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে ওই যুবক। নিজের নাম, বাড়ির ঠিকানা বলতে পারে সে। তারপরই গুগল থেকে সংশ্লিষ্ট থানার ফোন নম্বর জোগাড় করে শ্যামবলীর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেন দেবাশীষ। রবিবার দুপুরে উত্তরপ্রদেশের চন্দৌলী জেলার সকলডিহা থানার সলেমপুর গ্রাম থেকে শ্যামবলীর দাদা সহ পরিবারের লোকজন এসে তাকে বাড়ি নিয়ে যান।

তিন মাস পর:

Advertisement (বিজ্ঞাপন):

রীতিমত সুস্থ ও পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় বছর ৩৮-র শ্যামবলীকে দেখে এদিন বোঝার উপায় ছিলোনা মাত্র তিন মাস আগেও মেদিনীপুর শহর কিংবা ভাদুতলা সহ জেলার বিভিন্ন প্রান্তে পাগলের মত ঘুরে বেড়িয়েছে সে! একটা সময় ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়ে আর রাস্তার ধারে কোনও দোকানের উঠোন বা ATM কাউন্টারের সামনে শুয়েই যে সে রাত কাটিয়েছে; তা বলাই বাহুল্য। জঙ্গলমহলের মানবদরদী যুবক দেবাশীষ যদি মাস তিনেক আগে তাকে উদ্ধার করে নিয়ে না যেতেন, বাড়ি ফেরা তো দূরের কথা; হয়তো কখনও সুস্থই হয়ে উঠত না সে! এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দা থেকে শ্যামবলীর পরিবারের লোকজনেরা। রবিবার দুপুরে শ্যামবলীকে মেদিনীপুর স্টেশনে ছেড়ে বাড়ি ফেরার পথে দেবাশীষ বলেন, “নেশা নিরাময় কেন্দ্র বা পুনর্বাসন কেন্দ্র চালানোর সুবাদে মানুষের নানা কষ্ট, সমস্যা, উপলব্ধি, অনুভূতি বোঝার চেষ্টা করতে হয়। রাস্তার পাশের ওই যুবককে দেখে তাই মায়া হয়। সুস্থ করে তাকে পরিবারের হাতে তুলে দেওয়ার একটা চ্যালেঞ্জ নিই! প্রথমেই নিয়ে গিয়ে ওর চুল, দাড়ি কেটে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলি। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধপত্র খাওয়ানোর পর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে সে। নিজের নাম, ঠিকানা বলতে পারে। এরপর, গুগল থেকে ওর থানার ফোন নম্বর জোগাড় করে কথা বলি। পুলিশ আধিকারিকরা একটু সময় নিয়ে জানান, ৮ বছর আগে (২০১৬ সালে) এই নামে এক যুবক নিখোঁজ হয়েছিলেন। এরপরই পরিবারের সাথে আমার যোগাযোগ করিয়ে দেন ওঁরা। আজ শ্যামবলীর দাদা ও ভাইপো মেদিনীপুরে এসে ওকে বাড়ি নিয়ে যান। খুব ভালো লাগছে, ওকে সুস্থ করে বাড়ি ফেরাতে পেরে!” ৮ বছর পর ভাইকে কাছে পেয়ে আপ্লুত শ্যামবলীর দাদাও। দেবাশীষ-কে কি বলে ধন্যবাদ জানাবেন, ভাষা খুঁজে পাচ্ছিলেন না তিনি। শুধু চোখ থেকে গড়িয়ে পড়ে জল! তা দেখে দেবাশীষের চোখও ছলছল করে ওঠে!

পরিবারের সাথে মেদিনীপুর স্টেশনে:

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago