দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর: যাঁর হাত ধরে মেদিনীপুর তথা গোটা বাংলায় একসময় প্রভাব বিস্তার করেছিল বঙ্গ বিজেপি, সেই দিলীপ ঘোষের পা ছুঁয়েই মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের প্রচারাভিযান শুরু করলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় (বান্টি)। রবিবার সাত সকালেই খড়্গপুর শহরে দিলীপ ঘোষের বাংলোতে পৌঁছে যান বিজেপি প্রার্থী সহ মেদিনীপুরের কর্মীরা। দিলীপ ঘোষের আশীর্বাদ এবং পরামর্শ নেন শুভজিৎ। দলীয় কর্মীদের উজ্জীবিত করেন দিলীপও। রাগ-অভিমান ভুলে ‘এক’ হয়ে লড়াই করার বার্তা দেন। আর জি কর কাণ্ড সহ রাজ্য জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে শাসকদলের উপর সাধারণ মানুষের ‘ক্ষোভ’-কে কাজে লাগানোর পরামর্শও দেন তিনি। উল্লেখ্য যে, মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের জন্য ইতিমধ্যেই ইনচার্জ বা পর্যবেক্ষক হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে নিযুক্ত করেছে দল। আজ, দুপুরেই তাঁর পৌঁছে যাওয়ার কথা মেদিনীপুর শহরে। সেই সঙ্গে দিলীপ ঘোষও মেদিনীপুরের জন্য ‘সময়’ দেবেন বলে জানিয়েছেন। সবমিলিয়ে মেদিনীপুর-বিজেপি’র সুপরিচিত ‘মুখ’ শুভজিতকে জেতাতে বিজেপি-র দুই লবিই যে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত, প্রথম দিনই তার ইঙ্গিত মিলেছে!
খড়গপুর শহর থেকে ফিরেই মেদিনীপুর শহরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী শুভজিৎ। এরপর একে একে বটতলা কালী মন্দির এবং মির্জাবাজার কালী মন্দিরেও পুজো দেন তিনি। উল্লেখ্য যে, শনিবার রাতেই মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের প্রার্থী হিসেবে শুভজিতের নাম ঘোষণা করা হয়। মেদিনীপুরে নির্বাচন আগামী ১৩ নভেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ অক্টোবর। এখনও অবধি শাসকদল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থীর নাম ঘোষণা না করলেও, রবিবার সকাল থেকেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী। মেদিনীপুর শহরের মির্জাবাজার থেকে এদিন প্রচার তথা জনসংযোগ শুরু করেছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। অনেকেই মনে করাচ্ছেন, ২২নং ওয়ার্ডের মির্জাবাজারেই মেদনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুজয় হাজরা-র বাড়ি। সেজন্যই কি প্রথম দিনই মির্জাবাজারকে বেছে নিয়েছেন শুভজিৎ? বিজেপি প্রার্থীর অবশ্য দাবি, “কে প্রার্থী সেসব নিয়ে ভাবছিই না! মনে হল এখান থেকে শুরু করি, তাই করেছি।” মেদিনীপুর বিধানসভার প্রতিটি বাড়িতে পৌঁছনোই তাঁর লক্ষ্য হবে বলেও জানিয়েছেন তিনি।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…