Midnapore

Midnapore: দিলীপের ‘পরামর্শ’ আর মা সিদ্ধেশ্বরীর ‘আশীর্বাদ’ নিয়ে মেদিনীপুরের মির্জাবাজার থেকে প্রচার শুরু শুভজিতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর: যাঁর হাত ধরে মেদিনীপুর তথা গোটা বাংলায় একসময় প্রভাব বিস্তার করেছিল বঙ্গ বিজেপি, সেই দিলীপ ঘোষের পা ছুঁয়েই মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের প্রচারাভিযান শুরু করলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় (বান্টি)। রবিবার সাত সকালেই খড়্গপুর শহরে দিলীপ ঘোষের বাংলোতে পৌঁছে যান বিজেপি প্রার্থী সহ মেদিনীপুরের কর্মীরা। দিলীপ ঘোষের আশীর্বাদ এবং পরামর্শ নেন শুভজিৎ। দলীয় কর্মীদের উজ্জীবিত করেন দিলীপও। রাগ-অভিমান ভুলে ‘এক’ হয়ে লড়াই করার বার্তা দেন। আর জি কর কাণ্ড সহ রাজ্য জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে শাসকদলের উপর সাধারণ মানুষের ‘ক্ষোভ’-কে কাজে লাগানোর পরামর্শও দেন তিনি। উল্লেখ্য যে, মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের জন্য ইতিমধ্যেই ইনচার্জ বা পর্যবেক্ষক হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে নিযুক্ত করেছে দল। আজ, দুপুরেই তাঁর পৌঁছে যাওয়ার কথা মেদিনীপুর শহরে। সেই সঙ্গে দিলীপ ঘোষও মেদিনীপুরের জন্য ‘সময়’ দেবেন বলে জানিয়েছেন। সবমিলিয়ে মেদিনীপুর-বিজেপি’র সুপরিচিত ‘মুখ’ শুভজিতকে জেতাতে বিজেপি-র দুই লবিই যে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত, প্রথম দিনই তার ইঙ্গিত মিলেছে!

খড়গপুর শহরে দিলীপ ঘোষের সঙ্গে:

খড়গপুর শহর থেকে ফিরেই মেদিনীপুর শহরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী শুভজিৎ। এরপর একে একে বটতলা কালী মন্দির এবং মির্জাবাজার কালী মন্দিরেও পুজো দেন তিনি। উল্লেখ্য যে, শনিবার রাতেই মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের প্রার্থী হিসেবে শুভজিতের নাম ঘোষণা করা হয়। মেদিনীপুরে নির্বাচন আগামী ১৩ নভেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ অক্টোবর। এখনও অবধি শাসকদল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থীর নাম ঘোষণা না করলেও, রবিবার সকাল থেকেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী। মেদিনীপুর শহরের মির্জাবাজার থেকে এদিন প্রচার তথা জনসংযোগ শুরু করেছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। অনেকেই মনে করাচ্ছেন, ২২নং ওয়ার্ডের মির্জাবাজারেই মেদনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুজয় হাজরা-র বাড়ি। সেজন্যই কি প্রথম দিনই মির্জাবাজারকে বেছে নিয়েছেন শুভজিৎ? বিজেপি প্রার্থীর অবশ্য দাবি, “কে প্রার্থী সেসব নিয়ে ভাবছিই না! মনে হল এখান থেকে শুরু করি, তাই করেছি।” মেদিনীপুর বিধানসভার প্রতিটি বাড়িতে পৌঁছনোই তাঁর লক্ষ্য হবে বলেও জানিয়েছেন তিনি।

মেদিনীপুর শহরের মির্জাবাজারে:

News Desk

Recent Posts

Medinipur: একে একে ছেড়ে গেছেন বাবা-মা, মানুষ করেছেন দাদু-দিদা; উচ্চ মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম সেই ‘লড়াকু’ রিয়াই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…

5 hours ago

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

9 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

20 hours ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

2 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

2 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

2 days ago