দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: মাঘের জাড় বিদায়ের পথে, আর বসন্ত জাগ্রত দ্বারে! তবে, শীতের শেষ আর বসন্তের সন্ধিক্ষণেও বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গেও। আগামীকাল (বুধবার) থেকে উত্তরবঙ্গ আর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে, সরস্বতী পুজোর দিন থেকেই শীতের দুরন্ত প্রত্যাবর্তনে বঙ্গবাসী মেতে উঠলেও, সোমবার থেকেই ধারাবাহিকভাবে বেড়ে চলেছে তাপমাত্রা! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, রবিবার মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াস, সোমবার তা বেড়ে হয়েছিল ১০.৯৪ ডিগ্রি, আর তা মঙ্গলবার আরও বেড়ে হয়েছিল ১৩.৩৫ ডিগ্রি! এই পরিস্থিতিতেই, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। কিন্তু, ১০ ফেব্রুয়ারি থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ওই দিন হালকা বৃষ্টি হবে।

thebengalpost.net
শীত বিদায়ের পথে:

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলা ও উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি চলবে আগামী চার-পাঁচ দিন। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে আসায় বৃষ্টি হবে উত্তরবঙ্গে।