Midnapore

Midnapore: বাংলার ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ গনগনিতে ‘রোপওয়ে’-র প্রস্তাব দিতে চলেছেন মেদিনীপুরের সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: আমেরিকার অ্যারিজোনায় পাথুরে জমির মধ্যে বয়ে গিয়েছে কলোরাডো নদী। আর সেই নদীর জলে পাথর ক্ষয় হয়ে তৈরি হয়েছে আশ্চর্য এক ভূমিরূপ। নাম ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ (Grand Canyon)। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুর থেকে মাত্র ৫০ কিমি দূরে সবুজে ঘেরা গড়বেতা। আর, গড়বেতার অদূরেই বৈচিত্র্যময় সৌন্দর্যে পরিপূর্ণ গনগনি। যেখানে শিলাবতী নদীর প্রবাহ স্রোত এবং দিক পরিবর্তনের ফলে ভূমিক্ষয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে ক্যানিয়ন বা গিরিখাত। যা ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ হিসেবেই পরিচিত। চারদিকে লাল ধুলা মাটির পাহাড়ে অসাধারণ ভাস্কর্য। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গিরিখাত (ক্যানিয়ন) যেন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নেরই ক্ষুদ্র সংস্করণ! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৮-‘১৯ সালে গনগনির সৌন্দর্যায়ন সম্পন্ন হয়েছে। হয়েছে একাধিক কটেজও। সেই সময় বিধায়ক ছিলেন মেদনীপুর শহরের বাসিন্দা আশিস চক্রবর্তী।

‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ গনগনি:

বিজ্ঞাপন (Advertisement):

আবারও, মেদিনীপুর শহরেরই এক ভূমিপুত্রের হাত ধরে গনগনির পর্যটন-মানচিত্রে নতুন ‘মুকট’ যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিল অবশেষে! রবিবার শীতের দুপুরে গনগনিতে একটি বই (‘মেদিনীপুরের গ্রামের কথা- ১৭তম খন্ড’) প্রকাশ অনুষ্ঠানে গিয়ে তেমনই আসার কথা শুনিয়েছেন মেদিনীপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক তথা শাসকদলের (তৃণমূল কংগ্রেসের) জেলা সভাপতি সুজয় হাজরা। বই প্রকাশ অনুষ্ঠান শেষে গনগনি পর্যটনস্থল তথা গিরিখাত (ক্যানিয়ন) এবং নবনির্মিত উদ্যান পরিদর্শন করেন সুজয়। তারপরই উপস্থিত সাংবাদিকদের জানান, “এই উদ্যানে যদি একটি ব্যাটারি চালিত গাড়ি থাকে, তাহলে বয়স্ক মানুষদের পুরো পার্ক বা উদ্যানটি ঘুরে দেখতে সুবিধা হবে। সেই সঙ্গে এখানে একটি রোপওয়ে করতে পারলে কলকাতা সহ বাইরের পর্যটকরা গনগনির প্রতি আরো বেশি আকৃষ্ট হবেন। এই দু’টি বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীর সাথে কথা বলব এবং খুব শীঘ্রই প্রস্তাব আকারে জমা দেব।”

গনগনিতে:

এদিন সুজয়ের সঙ্গে ছিলেন জেলাপরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিডিও রামজীবন হাঁসদা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেবাব্রত ঘোষ প্রমুখ। বিষয়গুলি নিয়ে সুজয় তাঁদের সঙ্গেও কথা বলেন। এরপরই, স্থানীয় কয়েকজন গনগনির গিরিখাতে বা নদীখাতে নামার পথে (সিঁড়িতে) লাইট লাগানোর বিষয়ে আবেদন জানান মেদিনীপুরের বিধায়কের কাছে। সুজয় অবিলম্বে এই বিষয়টি দেখার জন্য জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে কথা বলেন। সবমিলিয়ে, জেলার উল্লেখযোগ্য এই পর্যটনস্থলের আকর্ষণ বা সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে তিনি যথাসাধ্য উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন এদিন।

রবিবার পর্যটকদের ভিড়:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago