Midnapore

Midnapore: গভীর রাতে মেদিনীপুর শহরে ভয়াবহ বাইক দুর্ঘটনা! মৃত্যু দুই বন্ধুর, জেলা জুড়ে কড়া পুলিশি অভিযানের মধ্যেই একের পর এক পথ দুর্ঘটনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: ভয়াবহ বাইক দুর্ঘটনা জেলা শহর মেদিনীপুরে! মাত্র ১৬-১৭ বছরের দুই বন্ধু অকালেই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবার ভোর রাতে (রাত্রি দু’টো-আড়াইটা নাগাদ) দুর্ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরের চকে, রাজ্য সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত্রি আড়াইটা নাগাদ দুই বন্ধু বাইকে করে খড়্গপুরের দিক থেকে মেদিনীপুর শহরে (নিজেদের বাড়ির উদ্দেশ্যে) ফিরছিলেন। রামকৃষ্ণ মিশন ও জগন্নাথ মন্দির চকের ঠিক সংযোগস্থলে (সামান্য টার্নিং এলাকায়) বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খুঁটি বা পোস্টে সজোরে ধাক্কা মেরে তাঁরা নর্দমার পাশে পড়ে যান। দুর্ঘটনার সেই আওয়াজ কয়েকজন স্থানীয় বাসিন্দার কানে যায়। তাঁরাই কোতোয়ালি থানায় খবর দিলে, ভোর ৩টা নাগাদ পুলিশ পৌঁছে তাঁদের সংজ্ঞাহীন ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। চিকিৎসকেরা অবশ্য মৃত ঘোষণা করেন! দুই কিশোরের নাম যথাক্রমে- রূপম চ্যাটার্জি (১৭) ও দেবব্রত কর (১৬)। রূপমের বাড়ি পাটনা বাজার সংলগ্ন জু্গনুতলা এলাকায় এবং দেবব্রত’র বাড়ি ভোলা ময়রার চকে বলে জানা গেছে। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মেদিনীপুর শহরে পুলিশের নাকা চেকিং:

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু একটি জন্মদিনের অনুষ্ঠান (বা, অন্য কোনো অনুষ্ঠান) সেরে গভীর রাতে খড়্গপুরের দিক থেকে ফিরছিলেন। বাইকের গতি তীব্র ছিল এবং মাথায় হেলমেট ছিলোনা বলেই প্রাথমিক অনুমান! তাঁদের সামনে পেছনে আরও কোনো বন্ধু বান্ধব বাইকে ছিলেন কিনা, তাও নিশ্চিতভাবে জানা যায়নি। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, “জগন্নাথ মন্দির চকের ঠিক কাছেই দুর্ঘটনাটি ঘটে। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে, একটা বিকট আওয়াজ পেয়েছিলেন স্থানীয়রা। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ছেলে দুটি রাস্তার পাশে পোস্টে‌ ধাক্কা মেরে ছিটকে পড়ে গিয়েছিল, না অন্য কোনো ভাবে হয়েছিল, তা পুলিশি তদন্তের শেষে বোঝা সম্ভব। স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ দ্রুত পৌঁছে তাঁদের মেদিনীপুর মেডিক্যালে পাঠানোর ব্যবস্থা করে। যদিও, ঘটনাস্থলেই হয়তো ছেলে দুটি প্রাণ হারিয়েছিল! আমরা এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। একইসঙ্গে, সাবধানে বাইক বা যেকোনো গাড়ি চালানোর আবেদন জানাচ্ছি আবারও।” উল্লেখ্য যে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ শহরের (মেদিনীপুরের) দুই কিশোরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে মেদিনীপুর মেডিক্যালে। এমনটাই জানা গেছে হাসপাতাল সূত্রে।

অভিযান চলছে শালবনী থানার অধীন পিড়াকাটাতেও :

এদিকে, নভেম্বর মাসের ১ তারিখ থেকে জেলা জুড়ে পথ নিরাপত্তা সংক্রান্ত বা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির অন্তর্গত যে কড়া পুলিশি অভিযান শুরু হয়েছে তাতে এখনও অবধি ১০ হাজারের বেশি বাইক ও চার চাকার চালককে ট্র্যাফিক আইন ভঙ্গের অভিযোগে জরিমানা করা হয়েছে। গোটা নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে এই অভিযান চলবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। তা সত্ত্বেও যেন হুঁশ ফিরছেনা সাধারণ মানুষের। এখনও হেলমেট ছাড়া বাইক চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, দ্রুত গতিতে বাইক কিংবা অন্যান্য যানবাহন চালানোর মতো ঘটনা ঘটছে! ফলে এতো এতো ফাইনের মধ্যেও; গত ৯ দিনে জেলায় পথ দুর্ঘটনার বলি হয়েছেন অন্তত ৬ জন। আহত আরও অনেকে। গত ২ নভেম্বর(বুধবার) খড়্গপুর গ্রামীণের বেনাপুরে এক শিক্ষকের মৃত্যু হয়েছিল দূরপাল্লার একটি বাসের ধাক্কায়। ওই দিনই পিংলার গোপীনাথপুরে এক যুবকের মৃত্যু হয়েছিল বেপরোয়া ট্রাকের ধাক্কায়। ওই দিন সন্ধ্যায়, বেলদা থানার আসন্দা এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই ব্যক্তির। ফের আজ ভোররাতে মেদিনীপুর শহরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোরের। সবমিলিয়ে, পুলিশের কড়া অভিযানের মধ্যেই জেলা জুড়ে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা!

বৃহস্পতিবার ভোর রাতের দুর্ঘটনাস্থল (জগন্নাথ মন্দির):

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago