Midnapore

Midnapore Kharagpur: রাতের মেদিনীপুর শহরে গুলি চলার অভিযোগ! খড়্গপুরের একটি হোটেলে পুলিশি অভিযান, BJP নেতাদের রুম থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধারের দাবি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মে: হাতে গোনা আর ৫ দিন পরেই (২৫ মে) মেদিনীপুর লোকসভার নির্বাচন। বাড়ছে উত্তাপ, উত্তেজনা! রবিবার (১৯ মে) বিজেপি প্রার্থীর সমর্থনে খড়্গপুর শহরে জনসভা করে গিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (২০ মে) তৃণমূল প্রার্থীর সমর্থনে মেদিনীপুর শহরে মিছিল (পদযাত্রা) করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই এক সন্ধিক্ষণে, রবিবার রাতে দুই শহরে ঘটে গেল দু’টি চাঞ্চল্যকর ঘটনা! জেলা শহর মেদিনীপুরে শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে, খড়্গপুর শহরের উপকন্ঠে ৬নং জাতীয় সড়কের পাশে (সাহাচকে) একটি বেসরকারী হোটেলে অভিযান চালিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করল জেলা পুলিশ!

মেদিনীপুর শহরের ঘটনাস্থল:

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বিকেলে মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠ থেকে দলীয় প্রার্থী জুন মালিয়া-র সমর্থনে একটি মিছিল করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত থেকেই কলেজ কলেজিয়েট মাঠ সহ প্রায় গোটা শহরের দখল নিয়েছে পুলিশ। এর মধ্যেই, রবিবার রাত্রি সাড়ে ৯টা নাগাদ মেদিনীপুর শহরের ২ নং ওয়ার্ডের কুইকোটা সংলগ্ন আদিবাসী পাড়া এলাকায়, একটি বাইকে করে দুই যুবক এসে শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়ে চলে যায় বলে এলাকাবাসীরা দাবি করেছেন। ঘটনায় কেউ হতাহত না হলেও, আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে! ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ।

অন্যদিকে, রবিবার বিকেলে খড়্গপুর শহরের নিমপুরা আর্য বিদ্যাপীঠের মাঠে দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার কয়েক ঘন্টা পরই রবিবার রাত্রি ১০টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে, খড়্গপুর শহরের উপকন্ঠে সাহাচক এলাকায় জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারী হোটেলে অভিযান চালায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি দল। হোটেলের তিনতলার একটি রুমে, একটি লাগেজ ব্যাগ থেকে প্রায় ৩১ লক্ষ টাকা (৩০ লক্ষ টাকার বেশি বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে) উদ্ধার করা হয় বলে সূত্রের খবর। ওই রুমে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি-র বেশ কয়েকজন নেতা ছিলেন। ঘটনা ঘিরে রীতিমত শোরগোল ছড়িয়ে পড়ে! বেশ কিছুক্ষণ পরে পাশের ৩০৬ নম্বর ঘর থেকে বেরিয়ে আসেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি সুদাম পন্ডিত। তিনি বলেন, এটা দলের টাকা। প্রধানমন্ত্রীর সভার প্যান্ডেল সহ বিভিন্ন পেমেন্টের জন্য রাখা হয়েছিল। এদিকে, ঘটনার পরই, তৃণমূল কংগ্রেসের তরফে অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে একটি ৩ মিনিটের ভিডিও সহ বিষয়টি পোস্ট করা হয়। দাবি করা হয়, “ভোটের আগে শুরু বিজেপির নোটের খেলা! খড়্গপুরের একটি হোটেলে জেলা পুলিশের তল্লাশি চলার সময়, মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ বিজেপি নেতা সমিত মণ্ডলের কাছ থেকে পাওয়া গেল ৩৫ লক্ষেরও বেশি টাকা! ভোটের আগে এত টাকার হদিশ, স্পষ্টতই প্রমাণ করছে ভোটারদের প্রভাবিত করার প্রচেষ্টা চলছে।” ঘটনায় পুলিশ ও শাসকদলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপি।

টাকা উদ্ধার:

খড়্গপুর শহরের হোটেলে টাকা উদ্ধার পুলিশের:

News Desk

Recent Posts

Midnapore: পুজোর আগেই UPI পরিষেবা চালু করলো মেদিনীপুরের এই সমবায় ব্যাঙ্ক, উপকৃত হবেন কয়েক লক্ষ গ্রাহক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: পুজোর আগেই সুখবর! মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায়…

2 hours ago

IIT Kharagpur: AI, ডেটা সায়েন্সের উপর চার বছরের স্নাতক কোর্স এবার বাংলা ভাষাতেই! উদ্যোগী IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: চার বছরের আস্ত বি.এস (B.S/Bachelor of Science)…

2 hours ago

Midnapore: সাতসকালেই শালবনির জঙ্গলপথে রামলালের দাদাগিরি, চারচাকা গাড়ি উল্টে খাবারের খোঁজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: জঙ্গলমহলবাসীর প্রিয় হাতি রামলাল। খাবারের খোঁজে এদিক-ওদিক…

4 days ago

Medinipur: জমজমাট ‘খেলা’ নারায়ণগড়ে! তালাবন্দী BDO, পালিয়েও রক্ষে নেই; পিছু নিলেন মহিলারাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এযেন সেই ছোটবেলার চোর-পুলিশ খেলা! সামনে দৌড়চ্ছেন…

4 days ago

Midnapore: চুয়াড় বিদ্রোহের আঁতুড়ঘর, নবরূপে সাজবে শালবনীর রানি শিরোমণির গড়; পুজোর আগেই এলো সুখবর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: “কর্ণগড়ের রানি মাগো অস্ত্র ধরেছিল/ কলকাতার লোকে…

4 days ago

Midnapore: “আমরা স্বচ্ছ…সরকার দুর্নীতিগ্রস্ত”, কালো জামা পরে পরীক্ষাকেন্দ্রে ‘যোগ্য শিক্ষক’ কৃষ্ণগোপাল, মেদিনীপুরে কি বললেন তিনি…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে স্কুল…

7 days ago