Midnapore News

Electric Car: লাগবেনা পেট্রল-ডিজেল, ছড়াবেনা দূষণ! মেদিনীপুর শহরের কাঠের মিস্ত্রি বাড়িতেই বানিয়ে ফেললেন পরিবেশবান্ধব চারচাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ মে: পরিবেশ দূষণ আর পেট্রল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির সময়ে নিঃসন্দেহে এক নতুন দিশা দেখালেন পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরের এক কাঠের মিস্ত্রি। সম্পূর্ণ শখের বসে নিজের উদ্ভাবনী দক্ষতা দিয়ে তৈরি করে ফেলেছেন চারচাকা বিশিষ্ট ইলেকট্রিক গাড়ি বা পরিবেশবান্ধব চারচাকা। এই গাড়ির নাম তিনি দিয়েছেন- হোমমেড মনো ই-কার। সপ্তাহ দুয়েক আগে এমনই আশ্চর্য কীর্তি সাধন করে তাক লাগিয়ে দিয়েছেন জেলা শহর মেদিনীপুরের আকড়শা নগর এলাকার বাসিন্দা শেখ সেরাফত আলী।

সেই গাড়ি :

বছর ৬৭-৬৮’র সেরাফত আলী প্রায় ৪০ বছর ধরে কাঠের কাজ করে জীবিকা নির্বাহ করে চলেছেন। তাঁর একমাত্র ছেলেও বাবার সাথেই কাঠের কাজ করেন। তবে, বৃদ্ধ সেরাফত পেশায় কাঠমিস্ত্রী হলেও, ছোট থেকেই তাঁর নেশা নানান উদ্ভাবনী জিনিস তৈরির। সৃজনশীল মানসিকতার সেরাফত গত ৫-৬ মাসের চেষ্টায় বানিয়ে ফেলেছেন আস্ত একটি চার চাকার গাড়ি। ইতিমধ্যে, তিনি এবং তাঁর সেই গাড়ি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরালও হয়ে গেছে। তব, প্রথম প্রথম তাঁর এই উদ্যোগ ঘিরে লোকজন হাসাহাসি করতেন। এখন, তিনিই যখন এই গাড়ি নিয়ে বাজারে বেরোন বা নাতি-নাতনিদের স্কুলে ছাড়তে যান, তখন হাঁ করে তাকিয়ে থাকেন লোকজন। তাঁকে ঘিরে ধরেন তাঁরা।

বৃদ্ধ সেরাফত আলী জানান, বিদ্যুৎ চালিত গাড়ি তৈরি করতে সেরাফত বাবু স্টিয়ারিং সংগ্রহ করেছেন পরিতক্ত টাটা ন্যানোর। বিকল হয়ে যাওয়া মাহিন্দ্রা ভ্যানের স্টিয়ারিং বক্স, টোটোর চাকা প্রভৃতি। হার্ডওয়্যার দোকান থেকে সংগ্রহ করেছেন লোহার সামগ্রী। আরো বিভিন্ন জিনিস সংগ্রহ করতে হয়েছে পুরনো লোহা লক্কড়ের দোকান থেকে। কিছু নতুন সামগ্রীও কিনতে হয়েছে তাঁকে। খরচ হয়েছে আনুমানিক ৭০-৭৫ হাজার টাকা। একবার চার্জ দিলে গাড়ি ২৫-৩০ কিলোমিটার চলবে বলে জানিয়েছেন সেরাফত। তবে, ভালো ব্যাটারি লাগালে সেই দূরত্ব আরো বাড়বে বলেও জানান তিনি। সৃজনশীল মানসিকতার সেরাফত বলেন, “বর্তমানে পেট্রোলের যা দাম, তাতে বাইক চালানো সমস্যা। তাছাড়া আমার মত বয়স্ক লোকজন বাইকের থেকে চার চাকাতে নিরাপদ। সে কথা মাথায় রেখেই নিজস্ব উদ্যোগ শুরু করেছিলাম। পাঁচ মাস চেষ্টা করে অবশেষে সফল। এখন নিজে তো বটেই, বাড়ির নাতি-নাতনীদের নিয়ে বাজারে স্কুলেও যাই। যে পরিমাণ টাকা এটাতে খরচ হয়েছে তাতে হয়তো পুরনো টোটো কিনে নিতে পারতাম, কিন্তু নিজের সৃষ্টির মজা আলাদা! বরাবরই আমি নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করি। সেটাই আমার শখ।” বৃদ্ধ সেরাফত আলী’র এই ‘শখ’-কে সাধুবাদ না জানিয়ে পারছেন না আপামর মেদিনীপুরবাসী!

রাস্তায় ছুটছে গাড়ি :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago